-
উপরে অনেকের পোস্ট দেখে আমি জানতে পারলাম যে Forex Correlation বিষয়টা অনেকেই ধারণা নেই, আমারও একই অবস্থা এই সম্পর্কে আমারও কোন তথ্য নেই বা জ্ঞান নেই। কেননা ফরেক্স এমন একটি বিস্তৃত যে এখানে জানার কোন শেষ নেই। তাই আমি এই বিষয়ে জানতে চাই। যে সকল ভাইয়েরা এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে আশা করি পোস্ট করে তা সকলকে জানার সুযোগ করে দিবেন।
-
কারেকশন বলতে আমরা যখন কোন কারেন্সি পেয়ারে ট্রেডিং করার আগে দেখি মার্কেট অনেক উপরে বা ১৫০ পিপস উঠে গেছে এই সময় আবার ৪০ বা ৫০ পিপস নিচে নামাকে ফরেক্স মার্কেটের কারেকশন বলি,এই কারেকশন কে কাকাে লাগিয়ে আমরা ফরেক্স মার্কেট হতে প্রফিট করে থাকি।