-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ট্রেন্ড দেখে ট্রেড করতে হবে আমাদের ট্রেন্ডের বিপরীতে গেলে একাউন্ট বিপদের মুখে পরে যাবে। আর ট্রেন্ড হল তিন প্রকার এক আপ ট্রেন্ড, দুই ডাউন ট্রেন্ড, তিন সাইড ওয়ে ট্রেন্ড। এই তিন প্রকারের ট্রেন্ড এনালাইসিস করে আমাদের ট্রেড করতে হবে।
-
একটি ট্রেন্ড লাইন আকতে হলে আপনাকে কতগুলো বিষয়ের প্রতি নজর রাখতে হবে । তার মধ্যে অন্যমত একটি বিষয় হচ্ছে কমপক্ষে দুটি টপ এবং দুটি বটম থাকে । ট্রেন্ডলাইন আকার অনেক রকম নিয়ম কানুন রয়েছে । জোড় করে কখনওই ট্রেন্ডলাইন আকা উচিত নয় বলে আমি মনে করি । তাহলে ফলাফল উল্টা হবে ।ু
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আমরা তিন ধরনের চ্যানেল দেখে ট্রেডিং করে থাকি যথা আপ চ্যানেল, ডাউন চ্যানেল,আর সাইডওয়ে চ্যানেল, আমরা এই চ্যানেল এর মাধ্যমে ট্রেডিং করে থাকি,এবং ভাল প্রফিট করার জন্য আমাদের ফরেক্স মার্কেটের চ্যানেল চিনে ট্রেডিং করতে পারলে অনেক ভাল প্রফিট করা যায়।
-
চ্যানেল তিন প্রকার। ১। ঊর্ধ্বমূখী চ্যানেল, ২। নিম্নমুখী চ্যানেল, ৩। সমান্তরাল চ্যানেল ।এই চ্যানেল এর উপর ভিত্তি করেই আমরা অরডার প্লেস করতে পারি........:):):)
-
চ্যানেল হল টেকনিক্যাল অ্যানালাইসিসের আরেকটি টুলস যা বাই বা সেল করার জন্য ভাল প্রাইস নির্ধারণ করতে আমাদের সাহায্য করে।
চ্যানেল ৩ প্রকারঃ
ঊর্ধ্বমুখী চ্যানেল (higher highs and higher lows)
নিম্নমুখী চ্যানেল (lower highers and lower lows)
সমান্তরাল বা সাইডওয়ে চ্যানেল (ranging)
-
চ্যানেল তিন প্রকার।। যথা: আপলাইন চ্যানেল।। লোলাইন চ্যানেল এবং প্যারালাল চ্যানেল।। এই তিন চ্যানেল হিসেব করে আমাদের ফরেক্সে ট্রেড করা উচিৎ।। তাই ফরেক্সে ট্রেডিং এর আগে আমাদের একটি ট্রেডিং লাইন নির্বাচন করা উচিৎ আর সে অনুযায়ী ট্রেড করা উচিৎ।।।
-
আমার জানা মতে চ্যানেল ৩ প্রকার যথা ১. উর্ধ্বমুখী চ্যানেল ২.নিম্নমুখী চ্যানেল এবং ৩. সমান্তরাল বা সাইডওয়ে চ্যানেল
-
আমার জানা মতে চ্যালেন তিন প্রকার। ১। ঊর্ধ্বমূখী চ্যানেল, ২। নিম্নমুখী চ্যানেল, ৩। সমান্তরাল চ্যানেল।
-
চ্যানেল সাধারনত তিন প্রকার। ১। ঊর্ধ্বমূখী চ্যানেল, ২। নিম্নমুখী চ্যানেল, ৩। সমান্তরাল চ্যানেল। তবে খেয়াল রাখতে হবে চ্যানেল আকার সব সময় যেন দুটি ট্রেন্ড লাইন যেন সমান্তরাল হয়........।
-
ফরেক্স মার্কেট এ চ্যানেল ৩ পোকের ৩ টাই কুব গুরুত্বপুর্ন ১। ঊর্ধ্বমূখী চ্যানেল ২।নিন্মমুকি ৩।সমানতরাল এই গেলো ভালে করে জেনে টেড করলে ভালে হবে এই জন্য চ্যানেল সম্পরকে পরতে হবে।