অনেকবার ভেবেছি এই বার এই রকম ভূল আর করব না। কিন্তু ঘুরেফিরে সেই একই ভূল বার বার করেছি। এখনও করছি। জানি না এ থেকে পরিত্রান পাব কিনা। তবে চেষ্টা আছে আগামীতে যেন নিজের উপর পর্যাপ্ত নিয়ন্ত্রন আনতে পারি। দেখা যাক কি হয়।
Printable View
অনেকবার ভেবেছি এই বার এই রকম ভূল আর করব না। কিন্তু ঘুরেফিরে সেই একই ভূল বার বার করেছি। এখনও করছি। জানি না এ থেকে পরিত্রান পাব কিনা। তবে চেষ্টা আছে আগামীতে যেন নিজের উপর পর্যাপ্ত নিয়ন্ত্রন আনতে পারি। দেখা যাক কি হয়।
আমি ফরেক্স মার্কেট নতুন তাই আমি এই টা সম্পর্কে তেমন একটা বুঝি নাহ। আমি এই সব আস্তে আস্তে বুঝার চেষ্টা করতেচি তাই আমি সকলের সাহায্য কামনা করতেচি । তবে আমি একন পর্যন্ত অনেকের অনেক পোস্ট দেখাল্ম এবং তাদের এই সব কাজ থেকে আমি কিউসুই বুজলাম না । আমি সবার সাহায্য কামনা না করতেচি ।
ফ্রেক্সে ন্তুন এসে ফোরাম থেকে নানা স্মস্যার ক্থা জানতে পাচ্ছি,বিভিন্ন স্মস্যার স্লুউস্ন ও খুজে পাচ্ছি। এই রক্ম স্মস্যায় এখন ও প্রিনি ,কিনতু আসা ক্রি আমি যদি স্ক্ল রিলেটেড নিয়ম কানুন স্মূহ ভাল ভাবে জেনে কনফিডেন্স নিয়ে কাজ করি তাহ্লে এই মারকেট থেকে ভাল কিছু ক্রতে পারব।
ফরেক্স মার্কেটে আমাদের একাউন্ট জিরো হয় আমাদের ভুলের কারনে আমরা সবসময় মার্কেটের বিপরিতে ট্রেডিং করে থাকি,আবার আমরা লোভে অভার ট্রেডিং করে ফেলি,আবার অনেক সময় মার্কেটের মুভমেন্ট ঠিক মত না বুঝে ট্রেডিং করার জন্য আমাদের একাউন্ট জিরো হয়ে যায়।তাই আমাদের বেশি রিস্ক না নিয়ে ট্রেড করতে হবে।
জী,আমার একাউন্ট এরকম অসংখ্য বার জীরো হয়েছে এবং হতেই পারে৷আমরা যদি সঠিক ভাবে ট্রেন্ড না চিনে,না বুঝে ট্রেড করি তাহলে এটাই হবে৷আবার যদি সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল না চিনে,না বুঝে ট্রেড করি তাহলে এই রকমই হয়৷আবার যদি সঠিক ভাবে মানি মেনেজমেন্ট ফলো না করে ট্রেড করি এবং বেশি লাভের আশায় লোভে পড়ে ওভার ট্রেড করি তাহলে আমাদের পুজিঁ জীরো তো হবেই হবে৷
এটা একটা ভাববার বিষয় যে ,ফরেক্স এ যখন আমরা ট্রেড করতে জাই তখন অনেকের ই লস হয়ে থাকে ।আমি মনে করি যারা ফরেক্স এ ট্রেড করতে অনেক লভ করে ,তাদের সফলতা আস্তে অনেক লস হই ,কারিন রাতা অনেক বেশি ট্রেড করতে চাই ,যার কারনে তাদের সফলতা আস্তে অনেক দেরি হই ।
আমি এই ফরেক্স এ খুব প্রতিদিন কাজ করি ৩-৪ ঘটা ।আমি আমার সাফল্যার জন্য ফরেক্স এর পেছেনে সময় ব্যায় করি ,আমি অনেক লস খাইছি এই ফরেক্স এ তবু ও হাল ছেরে দেই নি ,আমি একদিন একজন খুব ভাল ট্রেডার হবে এটা আমার প্রতিজ্ঞা ।
আমাদের ভেবে দেখা উচিত যে কখন আমাদের লস হছে আবার কখন লাভ হই,জখন আমরা ট্রেড করতে যাবে এই জিনিস টা আমাদের লখ্য কোড়তে হোবে তা হোলে আমরা ট্রেড করে অনেক লাভবান হতে পারব ।আগে জানতে হবে কানো মাদের লস হসছে থলে আমরা ট্রেড করে লাভবান হতে পারব ।
ফরেক্স মার্কেট আমাদের একাউন্ড জিরো হই কারন আমাদের কারনে ,আমরা অনেক সময় ভুল করে থাকি ,আর এই ভুল এর মাসুল দিতে হই ব্যসাই লস দিয়ে।ট্রেড করা এইটি অনেক কস্টের বিষয় ,এইখানে ভাল ট্রেডার ছ্রা সফলতা সম্ভব নয় ,তাই ফরেক্স ট্রেড করে ভাল করে শিখতে হবে ,তা ছারা আমরা ফরেক্স ম্রকেত এ জয়ী হতে পারব না ।
ট্রেড করার পূর্বে আমাদের অনেক ভেবে চিনতে ট্রেড নেওয়া উচিত। কারন ট্রেড নেওয়ার পর আমাদের ভাবলে আমাদের কাজ হবে না। ট্রেড নেওয়ার পূর্বে ট্রেড কতটা যুক্তি সংগত সেটা ভাবতে হবে। আর যখন ট্রেড করে বসি তখন ভেবে আমাদের কোন লাভ হবে না।