-
ফরেক্স মার্কেটে আমরা তিন ধরনের ট্রেড করে থাকি তার মধ্যে একটি হল মার্কেট সেন্টিমেন। মার্কেটে ট্রেড করার আগে আমাদের সব কিছু ভেবে চিন্তা করে তারপর ট্রেড করতে হবে।আমরা বিভিন্ন ধরনের ওয়েব সসাইট এনালাইসিস করে দেখি মার্কেট কোন দিকে এটাকে বলে মার্কেট সেন্টিমেন।
-
মার্কেট সেন্টিমেন্ট হল ফরেক্স এর জন্য আন্নতম গুরুত্যপুরন বিষয়। যদি আমাদের পরিপুরন মার্কেট সেন্টিমেন্ট সম্পর্কে ধারনা না থাকে তাহলে আমরা লস এর সম্মুখীন হব। কারন ট্রেড করার আগে আমাকে আবশই মার্কেট সেন্টিমেন্ট টা মাথাই রাখতে হবে। আমকে আবশই ভাল করে দেখে নিতে হবে আমি যেখানে ট্রেড করছি তা কি উপরের দিকে জাছছে নাকি নিচের দিকে । তাই মার্কেট সেন্টিমেন্ট খেয়াল রাখতে হবে।
-
প্রত্যক ট্রেডারের নিজস্ব যে চিন্তা ধারা তা মার্কেটকেই ঘিরে থাকে আর মার্কেট সেন্টিমেন্ট ব্যাপারটা হল একজন ট্রেডারের দৃষ্টিভঙ্গিতে মার্কেটের কিরুপ অবস্থা তাই হল মার্কেট সেন্টিমেন্ট । আর এই মার্কেট সেন্টিমেন্ট অনেক গুরুত্বপূর্ন মার্কেটকে সামগ্রিকভাবে প্রভাবিত করার জণ্য । আর ফরেক্স মার্কেট হল একটা বিশাল পরিধির অর্থনৈতিক মার্কেট যেখানে আমরা সারাবিশ্বের অসংখ্যা ট্রেডার ট্রেড করে থাকি । আর সব ট্রেডারের সেন্টিমেন্ট যে দিকে বেশি মার্কেট সাধারণত সেদিকেই ঝুকে যায় ।
-
ফিওঅঅঅঅরেক্স মার্কেটে এমন একটা মার্কেটে যেখানে মার্কেটে সেন্টিমেন্টাল হতেই পারে তবে মার্কেট সেন্টিমেন্টাল হলেও আমরা যারা ফরেক্স ট্রেডার আমরা সেন্টি মেন্টাল হলে চলবে না কারন আমরা যদি সেন্টি মেন্টাল হই তবে ফরেক্স মার্কেটে আমাদের অনেক লস করতে হবে।
-
মার্কেট সেন্টিমেন্ট না বুঝতে পারলে ট্রেড না নেওয়াই ভালো। কারন মার্কেট সেন্টিমেন্ট আপনার মার্কেট ডিরেকশনে সাহায্য করে। আপনি কোন দিকে ট্রেড নেবেন সেটা বুঝার জন্য আপনাকে মার্কেট এর পরিস্থিতি বুঝতে হবে। এনালাইসিস এর মাধ্যমে আপনি সেটা বুঝতে পারবেন।
-
মার্কেট সেন্টিমেন্ট করে কখনো যদি ট্রেড করা হয় তাহল কোন দিনও সফলতা অর্জন করা যায় না । সব দিক বিবেচনা করে তারপর ট্রেড করতে হবে তাহলে আমরা সফল ব্যবসায়ী হিসেবে পরিগণিত হতে পারব । আর মার্কেট সেন্টিমেন্ট হয়ে ট্র্রেড না করে বুুঝে শুনে তারপর ট্রেড করার চেষ্টা করব তাহলে আমরা জয়ী লাব হতে পারব ।
-
ফরেক্স ট্রেডের ক্ষেত্রে সেন্টিমেন্টাল এনালাইসিস তেমন কার্যকর না। কারন নিজের মতামতের উপর কখনো মার্কেট মুভমেন্ট করে না। টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস করার পর নিজে যা মতামত প্রকাশ করা হয় তাই সেন্টমেন্টাল। ফরেক্স মার্কেট তার নিজশ্ব গতিতে চলে তাই সেন্টমেন্টাল হয়ে ট্রেড করা উচিত নয়।
-
মার্কেট সেন্টিমেন্ট এক এক সময় এক এক ভাবে কাজ করে থাকে আর এটি পূর্বে অনুমান করে ট্রেড করতে হলে অবশ্যই ভাল মার্কেট অ্যানালাইসিস করতে জানতে হবে তা না হলে এখানে ট্রেড করে ভাল প্রফিট লাভের পথ অনেটাই রুদ্ধ হবে।
-
মার্কেট সেন্টিমেন্ট বুঝতে হলে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস বুঝতে হবে আর মার্কেট সেন্টিমেন্ট অনুধাবন করে ফরেক্সে ট্রেড করতে পারলে ভাল প্রফিট বা লাভ অর্জন করা অনেক বেশি সহজ হয।
-
হা ভাই মার্কেট সেন্টিমেন্ট হচ্ছে ফরেক্স মার্কেটের একটা গুরুতর একটা বিষয় তবে যে যেই কথা ব্লুক না কেন আমি মনে করি ফরেক্স মার্কেটে যদি কেউ ভাল করতে চায় তবে ফরেক্স মারকেটে তাকে নিয়মিত থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে এবং নতিন নতুন এনালাইসিস করতে হবে।