-
আপনি আসলে ঠিক কথা বলেছেন একদম, নিজের উপর নির্ভর থাকাটা খুব বেশি জরুরি। এইখানে মানসিকভাবে অনেক প্রেসার পড়ে যা আমাদের সহ্য করতে হয় এবং এগুলোর সাথে যুদ্ধ করতে হয় তখন যদি নিজেদের মধ্যে আত্মবিশ্বাস না থাকে তখন আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়। এসকল সমস্যার সমীক্ষার জন্য নিজের উপর আস্থা থাকাটা খুব বেশি জরুরি কেননা যখন আপনি নিজে আত্মবিশ্বাসী থাকবেন তখন সব কাজ খুব সুন্দর ভাবে আপনি নিজেই সম্পাদন করতে পারবেন এবং একটি সুন্দর ও পরিমার্জিত অবস্থান তৈরি করতে পারবেন তাই আমি বলব নিজের উপর আস্থা রাখা এবং সে অনুযায়ী কাজ করাটা খুব জরুরি।
-
ফরেক্সে আপনার আস্তার উপর অনেক কিছু ডিপেন্ড করে আপনার আস্থা যতটুকুই যতটুকুই আপনার কনফিডেন্স এর উপরে ফরেক্স ট্রেড করে আপনি লাভবান হতে পারবেন সেই পেশা থেকে সেই পরিমান সফলতা আমাদের কাছে এসে ধরা দেয়। আমরা মনে মনে যদি অবহেলা করি ,লটারীর মত মনে করি,যদি লাইগ্যা যায় মনে করি তাহলে তো সফলতা এর চেয়ে বেশী আসবে নআআমরা অনেক সময় অন্যকে বলার
সময় অনেক কিছু বলে থাকি কিন্তু নিজেরা বাস্তবে তা করি না বা বিশ্বাস গভীরভাবে করি না।ব্যবসায় বিশ্বাস না করলে সেই ব্যবসায় কোনদিন আপনি লাভবান হতে পারবেন না।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় অবশ্যই নিজের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসের সাথে ট্রেডিং করতে হবে। নিজের ট্রেডিং এনালাইসিস বৃদ্ধি করে তার উপরে আত্মবিশ্বাস রেখেই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। অনেকে নিজের উপরে ভরসা না রেখে অন্যের ট্রেডিং এনালাইসিস এর উপর ভিত্তি করে ট্রেড করে থাকেন। আমি বলব অন্যের উপর নয়, নিজের ট্রেডিং এনালাইসিস ডেভলপ করার প্রতি তৎপর হওয়া উচিত। তাতে করে শুরুর দিকে কিছুটা লস হলেও ধীরে ধীরে আপনি একজন অভিজ্ঞ ট্রেডার হয়ে উঠবেন। অন্যের ট্রেডিং এনালাইসিস ক্রয় না করে করে সেই সময়টা নিজের ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করার পিছনে ব্যয় করা উচিত। নিজের প্রতি আস্থা আপনার সফলতার দিকে অনেকদূর এগিয়ে রাখতে পারে। তাই বলা যায় আপনার প্রতি আপনার আস্থা যতটুকু সফলতাও ঠিক ততটুকু।
-
বর্তমান বিশ্বে অনলাইন ব্যবসার জনপ্রিয় একটি নাম হল ফরেক্স আসলে আমরা জানি ফরেস্ট থেকে খুব সহজে আয় করা যায় কিন্তু আমরা অনেকে এটা জানি না যে ফরেক্স থেকে আয় করার চেয়ে সবথেকে সহজ হলো টিকে না থাকা ফরেক্স মার্কেটে 100 ভাগের 90 ভাগ ট্রেডার ঝরে পড়ে তার প্রধান কারণ হলো ফরেক্স মার্কেটে দক্ষতা ছাড়াই ক্রিয়েট করা এখানে ধৈর্য হারা হওয়া অধিক আবেগ দেখানো এবং লোভ-লালসা লিপ্ত হওয়া ফরেক্স মার্কেটের দৃঢ় বিশ্বাস নিয়ে এখানে টিকে থাকতে হবে নতুবা ফরেক্সে আসার কোন মানেই হয় না বরঞ্চ সময় নষ্ট তাই প্রতিটা ট্রেডার ভাইয়ের কাছে আমার একটাই বার্তা অবশ্যই ফরেক্সকে ভালোভাবে জানুন ধৈর্য ধরুন লোভ থেকে বিরত থাকুন এবং ফরেক্স মার্কেট কে বেশি বেশি সময় দিন তবেই ফরেক্স মার্কেটে ভালো একটি প্লাটফর্ম তৈরি করা সম্ভব
-
ফরেক্স মার্কেটে আপনি যতটুকু দক্ষতা অর্জন করতে পারবেন ঠিক ততটাই ফল পাবেন।আপনি যদি ফরেক্স মার্কেটে তেমন দক্ষতা অর্জন না করতে পারেন।তাহলে আপনি লস করবেন।আর যদি আপনি ফরেক্স মার্কেটে প্রফেশনাল মানের ট্রেডার হন তাহলে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন।আর তাই আমাদের উচিত সঠিক ভাবে ট্রেড ও ফরেক্স শেখা।
-
যে পেশার উপর আমাদের যতটুকু আস্থা,ভালবাসা,আন্ত রিকতা থাকবে সেই পেশায় আমরা ততটুকু পরিশ্রম দিই,কষ্ট করি বা সফলতা পেতে আমরা উঠে পড়ে লেগে থাকি। সেজন্য সেই পেশা থেকে সেই পরিমান সফলতা আমাদের কাছে এসে ধরা দেয়। আমরা মনে মনে যদি অবহেলা করি ,লটারীর মত মনে করি,যদি লাইগ্যা যায় মনে করি তাহলে তো সফলতা এর চেয়ে বেশী আসবে না।
-
আমাদের উচিত ফরেক্সের উপর আস্থা বা বিশ্বাস রাখতে হবে। আমরা অনেক সময় অন্যকে বলার সময় অনেক কিছু বলে থাকি কিন্তু নিজেরা বাস্তবে তা করি না বা বিশ্বাস গভীরভাবে করি না। আপনি উক্ত অগ্রসর বা কাজে সাকসেস হতে পারবেন না। তাই আপনি যতটুকু পরিশ্রম করবেন এবং শ্রম দেবেন ঠিক সেই অনুপাতে আপনি সফলতা অর্জন। ফরেক্সের এক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে অনুশীলন করতে হবে। যেহেতু এখানে নতুনদের মধ্যে ৫% শতাংশ ট্রেডার সফলতা পায়।
-
পেশায় যদি আস্থা বা বিশ্বাস না থাকে তাহলে সেই পেশায় কোন বরকত আসে না বা সফলতা আসে না। এজন্য আমাদের উচিত ফরেক্সের উপর আস্থা বা বিশ্বাস রাখতে হবে। আমরা অনেক সময় অন্যকে বলার সময় অনেক কিছু বলে থাকি কিন্তু নিজেরা বাস্তবে তা করি না বা বিশ্বাস গভীরভাবে করি না। যদি আমাদের সেই আস্থা বা বিশ্বাস ফরেক্সের উপর রাখতে পারি তাহলে সফলতা আসবে। ইনশা আল্লাহ।
-
অসম্ভব সুন্দর! এত সুন্দর এক্সপ্লানেশন , সত্যি অনেক ভালো লাগলো পরে. ইংলিশ অনেক আর্টিকেল এ ফলো করা হয় কিন্তু আমরা বাঙালিদেড় জন্য বাংলা তে পড়ার মজা ই আলাদা।
যাইহোক, শুনলাম Lite Finance অনেক আকর্ষণীয় অফার দিচ্ছে ( iPhone 12 & 13 pro max)। আপানি চাইলে ঘুরে আস্তে পারেন "Lite Finance" এ.