-
ট্রেড এন্ট্রি নেওয়া আগে আপনার মারকেট ট্রেন্ড বুজতে হবে। মারকেট মুভমেন্ট কেমন সেটা নিশ্চিত হতে হবে। সাপোর্ট আর রেজিস্টেন্স স্ট্যাটেজি দেখতে হবে। চলতি মারকেট অবস্থা বুজে বেবস্থা নিতে হবে।ট্রেড না করে পেন্ডিং ট্রেড নেওয়া উত্তম কাজ। ট্রেড এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই মার্কেট সঠিকভাবে এনালাইসিস করার বিকল্প নেই। সেই সাথে নিজের মেধা যোগ্যতা কাজে লাগিয়ে ধৈর্যের পরিচয় অবশ্যই দিতে হবে।
-
ট্রেড এ্যান্ট্রি দেয়ার আগে বিশ্ব পরিস্থিতির নিউজ, মার্কেট এ্যানালাইসিস করে নিতে হবে, মানি ম্যানেজমেন্ট সহ লট ঠিক করে সেট করে নিতে হবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। লোভকে দূরে রাখতে হবে। এর পরে নতুন করে এ্যান্ট্রি দিতে হবে।
-
এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে একজন নতুন ট্রেডারের ক্ষেত্র। এর মাধ্যমে ট্রেড করার পূর্বে উপরোক্ত বিষয় গুলো মাথায় রেখে এবং তা অনুসরণ করে ট্রেড করলে সাক্সেস হওয়ার সম্ভাবনা বেশী।
এখানে অনুমানের উপর ট্রেড করলে জিরো ব্যালেন্স হওয়ার সম্ভাবনা বেশী। তাই মানি মেনেজম্যান্ট নিয়ম ও মার্কেট সম্পর্কে সকল এনালাইসিস করে ট্রেড করতে হবে। অতিরিক্ত বা বড় লটে ট্রেড করলে ঝুকি বেশী থাকে তাই কম রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। লস মেনে নেওয়ার মন মানুষিকতা থাকতে হবে।
-
ফলাফল স্বরূপ পরবর্তীতে তারা লস করে। তবে ট্রেড করার পূর্বে অবশ্যই কিছু কিছু বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। যেমন অবশ্যই ভালো করে মার্কেট অ্যানালাইসিস করতে হবে এবং মার্কেটের সঠিক মুভমেন্ট বুঝে নিতে হবে। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে তাহলে বাই এ ট্রেড করতে হবে এবং ডাউনট্রেন্ডে থাকলে সেলে ট্রেড করতে হবে। মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে নির্দিষ্ট পরিমাণ লট নিয়ে ট্রেড করতে হবে। অতিরিক্ত লট নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। কখনো বেশি প্রফিট এর আশা করা যাবে না।
-
আমার জ্ঞানের পরিধি অনুসারে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড নেয়ার পূর্বে একটু ভালোভাবে এনালাইসিস করার চেষ্টা করি এবং এনালাইসিসের প্রেক্ষিতে আমি ফরেক্স মার্কেটে এন্ট্রি নিয়ে থাকে এতে করে আমার ট্রেডিং এর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অনেক এন্ট্রিতেই প্রফিট অর্জন করে থাকি
-
ফরেক্স মার্কেটে অধিকাংশ ট্রেডাররা আছে যারা তাদের ইচ্ছে মতো ট্রেড এন্ট্রি নিয়ে থাকে কিন্তু ভালো করে এনালাইসিস না করে ট্রেড এন্ট্রি নেওয়াটা একটা বড় ধরনের বোকামি।তাই যখন আপনি ট্রেড করবেন তখন অবশ্যই আপনার কিছু বিষয়ে মেনে ট্রেড এন্ট্রি নিতে হবে তাহলে আপনার ব্যালেন্স সুরক্ষিত থাকবে আর প্রফিট করতে পারবেন।
১। মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড এন্ট্রি নিতে হবে।
২। সব সময় ছোট ছোট লটে ট্রেড করত্ব হবে।
৩। টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস না করে ট্রেড এন্ট্রি নেওয়া যাবেনা।
৪। প্রতিটি ট্রেডে স্টপ লস এবং টেক প্রফিট সেট করত্ব হবে।
৫।প্রতিদিন ৫০% লস মানতে হবে।অতিরিক্ত প্রেশার নেওয়া যাবেনা।এই গুলো যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমরা ভালো প্রফিট করতে পারবো।