-
মানুষ মাত্র ভুল হবে এটাই স্বাভাবিক ব্যাপার। আবার ভুল থেকেই শিখতে হবে এটাও মাথায় রাখতে হবে । তবে তারমানে যেনো এই না হয় যে আমরা শুধু ভুল করেই যাবো আর ভুল করার পরে সঠিক জিনিস টা শিখবো। ব্যাপার টা এমন হতে হবে যে কিছু জিনিস সবার ভুল হবেই সেটা আলাদা করে শিখতে হবে কিন্তু সব জিনিস ভুল করে শিখার কোন দরকার নেই। তবে আমাদের অধিকাংশের মধ্যেই কিছু কমন ভুল লখ্য করা যায়। যেমন
* শিখার প্রতি অনিহা
* অভার কনফিডেন্ট
* লোভ করা
* মানি ম্যানেজমেন্ট না মানা
* জলদি রিয়েল ট্রেডে চলে আসা ।
এই ব্যাপার গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারে কেও তাহলে তার সফলতার ভাগ অনেক বেড়ে যাবে
-
আপনি যে পাচটি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। ফরেক্সে এরকম হাজার হাজার বা লাখ লাখ ট্রেডার রয়েছে যারা ফরেক্স ঠিকমত বোঝার আগেই ছিটকে পড়ে এর কারন হিসেবে দেখা যায় ধৈর্য না ধরেই প্রফিট করার আশায় তারাহুরো করে ট্রেড করা, সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা, ওভার ট্রেডিং করা বেশি প্রফিটের আশায়, মানিম্যানেজমেন্ট না মানা, মুলত এসব কারনেই বেশিরভাগ ট্রেডার লসের কবলে পড়ে হারিয়ে
-
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে আপনাকে অবশ্যই ভুল থেকে শিক্ষা নিতে হবে যদি একই ভুল বার বার করেন তাহে আপনি কখনো ফরেক্স মার্কেটে ব্যাবসা করে সফল হতে পারবেন না।আপনার ভুল করা স্বাভাবিক কিন্তু একই ভুল যখন বার বার করবেন তখন আপনি আপনার ব্যালেন্স হারাতে থাকবেন।
১। ওভার ট্রেড।
২। মানিম্যানেজমেন্ট না মেনে ট্রেড।
৩। এনালাইসিস ছাড়া ট্রেড।
৪। অতিরিক্ত লোভ।
৫। না বুঝে ট্রেড।
এই ৫ টি বিষয় মাথায় রেখে আপনাকে ট্রেড করতে হবে।
-
ফরেক্সে সফলতা পাওয়ার প্রধান শর্তই হলো,ফরেক্স সম্পর্কে দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে, সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে, এবং নিয়মিত মার্কেট এনালাইসিস এর মাধ্যমে, ধৈর্য ধারণ করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা। সেইসাথে লোভকে নিয়ন্ত্রণে রাখা। যদি এই গুনাগুন গুলোর মধ্যে কোনো একটিও, আপনার ট্রেডিংয়ে মিসিং থাকে, তাহলে আপনি অবশ্যই যে কোন ভুল সিদ্ধান্ত নিয়ে বসতে পারেন।যা আপনার অ্যাকাউন্টের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।তাই ফরেক্স থেকে কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে, যত দ্রুত সম্ভব ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করুন। এবং পরবর্তীতে সঠিকভাবে মার্কেট এনালাইসিস এর মাধ্যমে,এই দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রেডিং করুন।
-
আপনি যে পাচটি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন
সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। ফরেক্সে এরকম হাজার
হাজার বা লাখ লাখ ট্রেডার রয়েছে যারা ফরেক্স
ঠিকমত বোঝার আগেই ছিটকে পড়ে এর কারন
হিসেবে দেখা যায় ধৈর্য না ধরেই প্রফিট করার
আশায় তারাহুরো করে ট্রেড করা, সঠিকভাবে
মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা, ওভার
ট্রেডিং করা বেশি প্রফিটের আশায়,
মানিম্যানেজমেন্ট না মানা, মুলত এসব কারনেই
বেশিরভাগ ট্রেডার লসের কবলে পড়ে হারিয়ে
যায়।
-
একদম সঠিক বলেছেন আপনি ফরেক্সে মূলত গুরুত্বপূর্ণ পাঁচটি নিয়ম রয়েছে যেগুলো যদি আপনি সঠিকভাবে নিয়ম না মেনে ট্রেড করেন তাহলে আপনার ট্রেড সফল হবে না। তার মধ্যে অন্যতম হলো-
১. ফরেক্স সম্পর্কে স্বল্প জ্ঞান নিয়ে ট্রেড করা
২. যথাযথভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা
৩. অতিরিক্ত রোগ নিয়ন্ত্রণ করতে না পারা
৪. মানি ম্যানেজমেন্ট সম্পর্কে অ্যাডভান্স লেভেলের জ্ঞান না থাকা
৫. অপরের সিগনালে উপর নির্ভরশীল হয়ে বা অনুমানের ওপর ট্রেড করা
-
ফরেক্স সম্পর্কে ভালভাবে না জেনেই ট্রেড করা,মার্কেট এ্যানালাইসিস না করে এ্যান্ট্রি দেয়া, মানি ম্যানেজমেন্ট যথাযথভাবে অনুসরণ না করা,টেক প্রফিট-স্টপ লস ব্যবহার না করা এবং নিজের আবেগ তথা লোভকে নিয়ন্ত্রণ করতে না পারা। আমি ফরেক্সে দীর্ঘ্যদিনের অভিজ্ঞতায় মনে হয়েছে উপরোক্ত ৫টি কারণই সকল ট্রেডারের জীবনে ঘটে ,যার কারণে লুজার হয়। কারণ ভূল করে করেই ফরেক্স সহ সকল ব্যবসা শিখতে হয়। ফরেক্সের ক্ষেত্রে মোটামুটি ৫টি ভূল বেশী হয়। তাহলো আবেগের বশবর্তী হয়ে ট্রেড করে, লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না, মার্কেট এ্যানালা ইসিস না করেই ট্রেড করে, মানি ম্যানেজমেন্ট ফলো করে না ইত্যাদি।