-
ফরেক্স মার্কেটে নিজের স্বাধীন ভাবে ট্রেড করা যায় কেই লং টাইম ট্রেড করে আবার কেই শর্ট টাইম ট্রেড করে। আমি মনে করি স্কেলফিন করে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্বাভনা তাই আমাদের স্কেলফিন থেকে দুরে থাকতে হবে। ফরেক্স মার্কেটে এই কাজ টা খুবই প্রয়োজন লং টাইম ট্রেড হল ফরেক্স মার্কেটে সফলতার মুল চাবি।
-
ফরেক্স মার্কেটে কম ব্যালেন্স নিয়ে স্ক্যাল্পিং করা ঠিকনা,কারন কম ব্যালেন্স যে কোন সময় জিরো যেতে পারে,তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য স্ক্যাল্পিং না করে এনালাইসিস করে লং টাইম ফ্রেম ব্যাবহার করে লং ট্রেড করা অনেক ভাল।ফরেক্স মার্কেটে লং ট্রেডিং করতে আমারা স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে পারি।
-
স্কাল্পিং বিপদজনক স্ট্রাটেজি হবে তখন যখন কেউ অভিজ্ঞ না হয়ে ট্রেড করতে যাবেন। কারন স্কাল্পিং খুব রিস্কি। এটা মার্কেট এর কোন নিয়ম কানুন মেনে চলে না। একবার উপর দিকে যাবে আবার নিচের দিকে যাবে। তাই সাক্লপিং করার আগে অনেক অভিজ্ঞ হওয়া উচিত।
-
আমিতো ভাই লং টাইম ট্রেডিং করে থাকি।সেজন্য এখানে কিছু ট্রেডিং পদ্ধতি রয়েছে যেগুলো আমাদের কাছে স্কালপিং নামে পরিচিত।সুতরাং এগুলো আমার মতে রিস্কি ট্রেডিং সিস্টেম।সুতরাং আমাদের উচিত এগুলো থেকে দূরে থাকা এবং লং টাইম ট্রেড করা।
-
স্কাল্পিং দক্ষতার সাথে করতে পারলে ভাল আয় করা যায়। আমি নতুন হিসেবে স্কাল্পিং করা খুব পছন্দ করি। কেননা এতে সব সময় ট্রেডে থাকা যায়। ট্রেডে থাকলে মার্কেট বুঝতে সুবিধা হয়। অনেকে স্কাল্পিং করে ভাল আয় করছেন। তাই স্কাল্পিং একটি জনপ্রিয় ট্রেডিং মাধ্যম। নতুনদের জন্য খুবই প্রিয়।
-
স্কাল্পিং একটা আর্ট । যারা বছরের পর বছর লং ট্রাম ট্রেডিং করে বেশ দক্ষ হয়েছে শুধুমাত্র তারাই স্কাল্পিং করতে পারবে । আমরা নতুন ট্রেডাররা অনেক সময় এ জায়গাতে ধরা খায় । কেননা আমরা স্বল্প সময়ে বিস্তর প্রফিটের আশায় অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নিই । তাই আমাদরে সবসময়ই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সামনে এগিয়ে যেতে হবে ।
-
ফরেক্স মার্কেট এ স্কাল্পিং করতে হলে আপনাকে আগে ফরেক্স মার্কেট এ দক্ষ ট্রেডার হতে হবে । ফরেক্স ট্রেডিং এ আপনার ভালো অভিজ্ঞতা থাকতে হবে । তাহলে আপনি ফরেক্স মার্কেট এ স্কাল্পিং করে খুব অল্প সময়ের মধ্যে অনেক মুনাফা আয় করতে সক্ষম হবেন । তাই আমি বলবো আপনিও স্কাল্পিং করতে পারেন সেই জন্য আপনাকে আগে ফরেক্স মার্কেট এ দক্ষতা অর্জন করতে হবে । এ ছাড়া সঠিক এনালাইসিস ছাড়া স্কাল্পিং করতে গেলে অনেক বড় লস এর সম্মুখীন হতে পারেন ।
-
স্কালপিং করলে দ্রত প্রফিট আসে একথা সঠিক । তবে স্কালপিং এ অল্প প্রফীট নিয়ে মারকেট থেকে বের হতে হবে লোভ করলেই লস । তাই লোভ সামলিয়ে স্কালপিং করতে হবে ।
-
কোনো কিছুতে ভালো হলে সেটা মোটেও বিপজ্জনক নয়। যদি কেউ স্ক্যাল্পিং এ দক্ষ হয় তবে সেটা তাদের জন্য বিপজ্জনক নয়। বিপদটা তখনই হয় যখন কেউ সেটা তে দক্ষ না হয়। আপনি যদি ফরেক্স শিখতৈ পারেন তাহলে আপনার জন্য সব রকমের স্ট্রাটেজি ই ভালো । তবে হা লং টাম ট্রেডের তুলনায় স্কাল্পিং অধিক বিপদজনক ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে আপনি যদি ট্রেডং পদ্ধতি না যেনে স্কেল্পিং করতে যান তবে আপনাকে অনেক বড় বড় বিপধের সম্মুক্ষিন হতে হবে। অধিকাংশ ট্রেডাররাই স্ক্যাল্পিং করে মার্কেটে লস করে থাকে । হ্যা অনেক সময় স্ক্যাল্পিং করে লাভ করা যায় ঠিকই তবে অতিরিক্ত স্ক্যাল্পিং নেশার মত হয়ে যায় যার ফলে মার্কেটে ঠিকে থাকা কষ্টকর হয়ে যায় । সুযোগ বুঝে মার্কেটে স্ক্যাল্পিং করতে পারলে ভালই লাভ করা সম্ভব ।