-
আপনাকে অনেক ধন্যবাদ । ফরেক্স প্রফিট করা যায় দক্ষতার সাথে ট্রেড করার মাধ্যমে । ফরেক্স এ অনেক ট্রেডার আসে আর যায় । কিন্ত সবাই এখানে লাভ করতে পারেনা । আর এখানে লাভ করতে না পারার অন্যতম কারণ হল যথাযথভাবে মানিম্যানেজমেন্ট অনুসরণ না করেই ট্রেড করা । তাই প্রফিট করতে হলে আপনার প্রতিটা ট্রেড হতে হবে অনেক বেশি এনালাইটিক এবং দক্ষতাপূর্ণ । আপনি যতই দক্ষতার সাথে ট্রেড করতে পারবেন তত বেশি এখানে লাভ করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেট এ প্রফিত করতে হলে নিয়ম মানে ট্রেড করতে হবে । তাহলে এই মার্কেট এ প্রফি করা সম্ভাব । আমি মানে করি যে ফরেক্স আমাদের জন্য একটি গুরর পুনঃ এবং ভালো ইঞ্চইনকাম এর মাধ্যম ।
-
ফরেক্স থেকে বিভিন্ন ভাবে আয় করা যায়। আপনি ফরেক্স থেকে প্রফিট করে আবার সেই প্রফিট ফরেক্সই ইনভেস্ট করতে পারেন আবার আমরা অনেকেই আছি যারা ফরেক্স থেকে খুচরা আয় করে থাকি। আপনি চাইলে ফরেক্স এ একাউন্ট খুলে এবং সেই একাউন্ট থেকে ট্রেড করে প্রফিট করতে পারেন। এক কথায় ফরেক্স থেকে বিভিন্ন ভাবে প্রফিট করা যায়। সেটা কেউ সহজেই করতে পারে আবার কারোর অনেক সময় লেগে যায়।
-
ফরেক্স এ লাভ করার জন্ন্য অনেক সিস্টেম আসে যা ককনও না শিখে কয়ার যাই না।তার জন্ন্য অবসস্যই ভাল করে শিখতে হবে,না হলে লাভ করা যাবে না।এছাড়া লাভ করার জন্ন্য বেশি বেশি ট্রেড করতে হবে ,এনালাইসিস কি জিনিস বুজতে হবে,না হলে লাভ করা অনেক কতিন।
-
ফরেক্স প্রফট করার জন্য একেক জন একেক রকম স্টাটিজি ব্যবহার করে। তবে সাপোর্ট রেসিস্টেন্স নিধারন করে বাই সেল করতে পারেন। সাপোর্ট বাই করবেন এবং রেসিস্টেন্স সেল করবেন।
-
ফরেক্স মার্কেট এ প্রফিট একটি ভাল বেপার বা কাজ যা না করতে পারলে মনের প্রশান্তি আছে না।তাই প্রফিট জিনিস টি সব সময় অনুসরন করতে হয়।যখন একজন ট্রেডার তার রিয়াল একাউন্ট এর মধ্যে ট্রেড করে থাকে সেই মার্কেট কে অনুসরন করে ,বাই এবং সেল করে যে আয় করে তা হচ্ছে ফরেক্স প্রফিট।এভাবে ফরেক্স থেকে প্রফিট করা যায়।
-
ফরেক্স মার্কেটে নিশ্চই আপনি বিভিন্ন ধরনের কারেন্সি পেয়ার দেখেছেন আর এই কারেন্সি পেয়ার ব্যবহার করে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করে এখান থেকে সেই ট্রেডের মাধ্যমে ডলার আয় করতে পারেন আর এর জন্য আপনাকে অবশ্যই আগে ভাল করে ফরেক্স ট্রেডিং কেৌশল জানতে হবে।
-
ফরেক্স মার্কেটে দুই ভাবে লাভ করা যায়। মার্কেট যখন সাপোর্ট বা লো অবস্থায় থাকে তখন বাই করব আবার মার্কেট যখন রেসিসটেন্ট বা হাই থাকে তখন সেল করলে প্রপিট হয়।
-
ফরেক্স মার্কেট হল একটি অনলাইন মুদ্রা কেনাবেচার জায়গা . এখানে ট্রেডার রা একদেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা কেনা বেচা করে প্রফিট করে থাকে।
-
ফরেক্স মার্কেট হল একটি অনলাইন মুদ্রা কেনাবেচার জায়গা . এখানে ট্রেডার রা একদেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা কেনা বেচা করে প্রফিট করে থাকে।