আমার মতে ফোরামে একদিনে ১০ টির বেশি পোস্ট করা উচিত না।
Printable View
আমার মতে ফোরামে একদিনে ১০ টির বেশি পোস্ট করা উচিত না।
আমি বাংলাদেশ ফরেক্স ফোরাম থেকে যেটুকু শিখেছি প্রতিদিন সর্বোচ্চ দশ-পনেরোটা পোস্ট করা যায়।কিন্তু এখন দেখছি প্রাই লোক ১৫-২০ টা বা ৩০-৪০টা পর্যন্ত পোস্ট করছে, পোস্ট করা ভালো,, কিন্তু একাধিক পোষ্ট করার জন্য ভুলেও কেউ কারো পোস্ট কপি করবেন না। অনেকগুলো পোস্ট করেন তাতে কোন সমস্যা না কিন্তু সে পোস্টগুলো নির্ভুল ও সম্মত হতে হবে
বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনেছি যেমন পোষ্টের জন্য লিমিটেশন সম্পর্কে শুনেছি। কেউই সঠিকভাবে বলতে পারছে না যে একজন পোস্টার দিনে সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে। তবে আমার কাছে মনে হয়ভালো কোয়ালিটির সম্পুর্ন পোস্ট করতে পারি, সেই বিষয় লক্ষ্য রেখে আমাদের কাজ করা উচিত। আপনি সেটি ফল পাবেন তা নিয়ে কোনো চিন্তা নেই।
পোস্ট করার নিয়ম হলো 5 টি পোস্ট করার পর 10 মিনিটের মধ্যে আর পোস্ট করতে পারবেন না। এভাবে 10 মিনিট বিরতির পর আবার 5 টি পোস্ট করতে পারবেন। তবে পোস্ট এর একটা লিমিট আছে। 24 ঘন্টায় 25 থেকে 30 তার বেশি পোস্ট না করাটাই উত্তম।
আপনি যদি দৈনিক ১০ থেকে ১৫ টা মান সম্মত পোস্ট করেন তাহলে আপনি মাসে ১৫০ থেকে ২৫০ পর্যন্ত বোনাস পেতে পারেন। আমার জানা মতে আমার অনেক ফ্রেন্ড এমন বোনাস পাচ্ছেন। তবে ভুলেও কপি করা যাবে না। তাই আসলে দক্ষ ও প্রবীণ ট্রেডারদের কাছে জানতে চাচ্ছি যে একদিনে সর্বোচ্চ কতগুলো পোস্ট করা উচিত এবং ফোরাম কতগুলো পোষ্টের জন্য বোনাস প্রদান করে থাকবে।আর ফোরাম যদি সর্বোচ্চ দশটি পোষ্টের জন্য বোনাস প্রদান করে থাকে তাহলে বাকি পোস্টগুলো কি বাতিল বলে ঘোষণা করা হবে।