শিখতে পারলে কোনো কাজই কঠিন নই। আবার না জানলে সহজ কাজটাও কঠিন হয়ে যায়। ফরেক্স যেমন সহজ তেমনই কঠিন। আপনি হইতো ফরেক্স অনেক ভালো বুঝেন, যার কারণে আপনার কাছে এটা অনেক সহজ কিন্তু আমার মতো অনেক ট্রেডার ভাই আছে যাদের কাছে ফরেক্স অনেক কঠিন। যে যতদিন এখানে কাজ করছে তার অভিজ্ঞতা ততবেশি। তার কাছে হইতো বিষয়টা সহজ।কিন্তু সবার কাছে নয়।