-
ফরেক্স করা অনেকটা কঠিন না আবার কঠিনও এটা কি কঠিন না সহজ তা নির্ভর করবে আপনার উপর আপনি কতটা দক্ষ এইটার উপর । অনেক নতুন আছে যারা প্রথমে এসে না বুজে ট্রেড করে আর নিজের টাকা লস করে ফলে তারা অচিরেই ঝরে যায় ৯০ শতাংশ এখানে লস করে চলে যায় আর ১০ শতাংশ টিকে থাকতে পারে । আপনি যদি ভাল জানেন এই সম্পর্কে তাহলে ভাল ট্রেড করতে পারবেন এবং এখানে আপনি টিকে থাকতে পারবেন এটা সম্পর্নূ আপনার দক্ষতা , সুততা, মনমানসিকতার উপর নির্ভর করে ।
-
কোন কাজ করার আগে নেগেটিভ চিন্তা করলে তার ফলাফল ভাল হয় না। ফরেক্স মার্কেট তা হল একটা মুদ্রা বাজার এখানে আয় করা খুব সহজ এটা আমি বলিনা আবার খুব এ কঠিন তা ও না। খুব জটিল হলে জারা ফরেক্স এ তেরেদ করছে তারা কিভাবে করছে ?ফরেক্স মার্কেট সম্পূর্ণ আপনার মেধার উপর নিরবর কড়ে। আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে জত ভালো জানবেন ততবেসি আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন।
-
কোন কাজ করার আগে খারাপ চিন্তা করলে তার ফলাফল ভাল হয় না। ফরেক্স মার্কেট হল একটা মুদ্রা বাজার এখানে আয় করা খুব সহজ এটা আমি বলিনা আবার খুব কঠিন তা ও না। আমরা যদি দৃঢ় প্রত্যয় নিয়ে ফরেক্সে ট্রেড করতে পারি তাহলে এই ফরেক্স এ সফল দের দলে চলে আসতে পারব ইন্সাল্লাহ।
-
ফরেক্স কঠিন লাগার প্রধান কারন আমার সিম্পল জিনিস টাকে অনেক ঘুরিয়ে পেচিয়ে দেখি তাই ফরেক্স আমাদের কাছে অনেক কঠিন হয়ে দাড়ায়।তবে তত টা সহজও না ফরেক্স সম্পর্কে বোঝা।তবে একটা জিনিসে লেগে থাকলে সাফল্য সেই জিনিসে আসে। লস করলেই ফরেক্স ট্রেড করেনা। তাই সাফল্য আসেনা।আপনি ফরেক্স এর সাথে টিকে থাকতে হবে যাই হোক না কেনো। নিজেকে আপডেট করে আবার ট্রেডে নামতে হবে।আর এই ভাবে সাফল্য চলে আসবে।
-
মানুষ ছোট থেকে বড়ো হয় আর আস্তে আস্তে বড়ো হয় তাই হাল ছাড়লে হবে না লক্ষে পৌছাতে হলে ধৈরয হারালে চলবেনা নিজের লক্ষ্য ঠিক রেখে সামনে এগোতে হবে। অনেকে ভাবে ফরেক্স এ ইনভেস্ট করলেই লাভ করা যায় বা লাভ করা সহজ কিন্তু আসলে কী তাই? না লাভ করতে হলে ফরেক্স সম্মন্ধে জানতে হবে তাহলে সফলতা নিশ্চিত আসবে ।
-
কোন কাজ করার আগে নেগেটিভ চিন্তা করলে তার ফলাফল ভাল হয় না। ফরেক্স মার্কেট সম্পূর্ণ আপনার মেধার উপর নিরবর কড়ে। আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে জত ভালো জানবেন ততবেসি আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন। ফরেক্স পারতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। তবেই আপনি পারবেন।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে আপনাকে আপনার পকেট থেকে মানি ইণবেস্ট কোরতে হবে শুধু মাত্র আপনি আপনার মূল্যবান মেধা দিয়ে ট্রেড কোরতে পারেন। তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট সবার জন্য। ফরেক্স মার্কেট এ সভাই ট্রেড কোরতে পারে এর জন্য শুধু আপনার মূল্যবান মেধার প্রয়োজন। ফরেক্স মার্কেট এ আপনি যদি আপনার মূল্যবান মেধা দিয়ে ট্রেড কোরতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন।
-
সবাই ভালো করতে পারলে তাহলে আপনি কেন পারবেন না ? ফরেক্স-এ ভালো করতে হলে আমাদেরকে নিজেদের সাথে দৃঢ় সংকল্পী হতে হবে সবাই পারেনা বলে ভাববেন না যে আপনিও পারবেন না এরকম ভাবনাগুলো আমাদের মনকে দুর্বল করে দেয় তাই কে ব্যার্থ হল তাকে অণুসরণ না করে , বরং কে সফল হল তাকে অণুসরণ করুন কারণ পৃথিবী ব্যার্থদেরকে মনে রাখে না আর আপনি যদি ইতিমধ্য ফরেক্স করে ব্যার্থ হন তবে হতাশ না হয়ে নতুন করে শুরু করুন কারণ একবার ব্যার্থ হওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয়
-
এটা ঠিক ফরেক্স একটা রিক্সই বিজনেস। কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় এই ব্যবসা পরিচালনা করতে পারেন তাহলে আপনি ও পারবেন ফরেক্স এ সফল হতে। মাথা গরম করে কোন কাজই সফল ভাবে করা যায় না। তাই মাথা ঠান্ডা রাখুন। ঠিক মত এ্যানালাইসিস করুন। এক সাথে অনেক ক্ষন ট্রেডে বসড়বেন না। তাহলে সেন্টিমেল্টাল হয়ে যেতে পারেন। মাথা গরম হলে বা সেন্টিমেন্ট হয়ে পড়লে ট্রেড থেকে উঠে পড়ুন।
-
ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আপনার দৃঢ় মনোবল থাকতে হবে যে আমি এই ফরেক্স ট্রেডিং এ সফলতা অর্জন করবই । আপনি এক বার লস করে হাল ছেরে দিলে আপনি কখনই সফলতা অর্জন করতে পারবেন না । আপনার লস হলে ঐ লস হওয়ার পেছনে কারন খুজে বের করতে হবে । এবং তা কিভাবে সমধান হয় ঐ বিষয় গুলো আপনাকে জানতে হবে যেন পরবর্তী ঐ লস যেন না হয় । এভাবে আস্তে আস্তে আপনি ভালো ফরেক্স ট্রেডিং শিখতে পারলে আপনি এক সময় দক্ষ ট্রেডার হয়ে উঠবেন । আপনি হাল ছেরে দিলেনতো হেরে গেলেন ।