-
1 Attachment(s)
h1 টাইমফ্রেম আর h4 নিয়ে সহজ এবং সরল একটা কথা বলবো এটা পালন করতে পারলে আপনার ট্রেড স্টাইল চেন্জ হয়ে যাবে কথা দিলাম। রুল্স (১)প্রতি ঘন্টার শুরুতে মার্কেট গুলো এক নজর করে দেখা (২) এবং সেই সাথে স্ট্রং সাপোর্ট এবং রেজিস্টেন্স ড্র করা। এই একই রুলস h4 এর ক্ষেত্রে চার ঘন্টা পর পর ক্যানডেল ক্রিয়েট করার শুরুতেই একনজর করে দেখে জাবেন সেই সাথে স্ট্রং সাপোর্ট এবং রেসিসট্যান্স ড্র করবেন আপনার কাজ এই দুইটা। এখন বলবেন যে ভাই স্ট্রং সাপোর্ট এবং রেসিসট্যান্স চেনার উপায় কি? উত্তরটা হচ্ছে ইউ টিউবে সার্চ দেন এই সম্পর্কে বহুত ভীডিও দেওয়া আছে পেয়ে যাবেন।ওভার ট্রেড আমাদের লুজার হওয়ার বড় একটা কারন।দিনে ১০ /১৫ টা এন্ট্রি না নিয়ে ১ /২ টা এন্ট্রি সিলেক্ট করেন দেখবেন টিপি সংখ্যাটা বাড়তে থাকবে এবং মাস শেষে প্রফিটে থাকবেন।আমি যেভাবে ট্রেড করি।আমার টার্গেট ৫% প্রফিট মাসে।ধরেন আমি ১০০ ডলার ইনভেস্ট করেছি। আমার টার্গেট সপ্তাহে ১.২৫ ডলার আয় করা সেক্ষেত্রে আমার কোন প্যারা থাকেনা।মাস শেষে অনায়াসে ৫ ডলার প্রফিট হয়ে যায়।এক এক জন এক এক সিস্টেমে মানিম্যানেজমেন্ট করে থাকে।আমি ১০০০ ডলারে লট সাইজ নেই ০.৩ সেন্ট । সেক্ষেত্রে যদি ৫০০০ ডলার একাউন্ট হয় তাহলে লট সাইজ হবে ০.১৫ সেন্ট। প্রফিট টার্গেট থাকতে হবে ইনভেস্ট এর ৫% এতে ফান্ড অনেক বেশি ঝুকি মুক্ত থাকে।
[ATTACH=CONFIG]15638[/ATTACH]
-
ফরেক্স মার্কেটে চার্ট এনালাইসিস তথা টেকনিক্যাল এনালাইসিস এর গুরুত্ব অনেক। তবে শুধুমাত্র চার্ট এনালাইসিস করেই ট্রেডিং করা যাবে না। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে প্রপার এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করতে হবে। আমাদের ফরেক্সে বারবার লস করার মূল কারণ হলো প্রপার এনালাইসিস না করতে পারা। এনালাইসিস করার ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটি এনালাইসিসকে সমান গুরুত্ব দিতে হবে। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল সব ধরনের অ্যানালাইসিসের কম্বিনেশনে ট্রেড করতে হবে। কোন একটি এনালাইসিস এর উপর শতভাগ নির্ভর হয়ে ট্রেডিং করা যাবে না। আপনি যতই টেকনিক্যাল এনালাইসিস করেন না কেন একটা ফান্ডামেন্টাল নিউজ আপনার যেকোন এনালাইসিসকে ভেঙে দিয়ে মার্কেট বিপরীত দিকে মুভ করাতে পারে। আবার আপনি ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করলেও সেন্টিমেন্টাল এনালাইসিসকে গুরুত্ব না দিলে যেকোনো সময় বড় ধরনের লসের মুখোমুখি হতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট এনালাইসিস হলো প্রাইস একশন ট্রেডিং। এটি মার্কেটকে ব্যাপকভাবে প্রভাবিত করে। কোন এন্ট্রি নেয়ার আগে অবশ্যই ভালোভাবে প্রাইজ একশন ট্রেডিং আয়ত্ত করতে হবে। আমি মনে করি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস এর পাশাপাশি প্রাইজ একশন ট্রেডিংকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ট্রেডিং করতে পারলে আপনি বেশিরভাগ ট্রেডেই প্রফিট করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তাদের কাছে চার্ট এনালাইসিস অনেক গুরুত্বপূর্ণ আপনি কোন চার্টে ট্রেড করতে স্বাচ্ছন্দবোধ করেন বা কোন চার্টে আপনার এনালাইসিস করতে সুবিধা হয় সেই চার্টটিই আপনি ব্যাবহার করতে পারেন।ফরেক্স এ্যানালাইসিসে যত ধরণের এ্যানালাইসিস আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফরেক্স চার্ট এ্যানালাইসিস। অনেক ধরণের চার্ট থাকলেও সবগুলো তেমন প্রয়োজন হয় না। লাইন চার্ট,ক্যান্ডেল স্টিক এবং বার চার্ট এই তিনটি চার্টই বেশী ব্যবহৃত হচ্ছে।মুলত তিনটি চার্ট বেশি ব্যাবহিত হয় তাহলো লাইন চার্ট, বার চার্ট ও ক্যান্ডেলস্টিক চার্ট। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় ও এনালাইসিস করতে সুবিধা হয় ক্যান্ডেলস্টিক চার্টে কারন অনেক সময় ক্যান্ডেলস্টিক বার দেখেও মার্কেট এনালাইসিস করতে অনেক সুবিধা হয়। আমি সবসময়ই ক্যান্ডেলস্টিক চার্ট ব্যাবহার কর আর মাঝে মাঝে লাইন চার্টের উপরও ফোকাস রাখি।একজন ট্রেডার চার্ট দেখে মার্কেটের বর্তমান মার্কেট প্রাইজ এবং পূর্বের মার্কেট প্রাইজ জানতে পারে এবং পাশাপাশি ফিউচারে কেমন হতে পারে তার একটি ধারণা পেতে পারে।তাছাড়া প্রতিটি ক্যান্ডেল স্টিক চার্ট দেখে সে পিভোট পয়েন্ট বের করতে পারে। তাই চার্ট এনালাইসিস শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
-
চার্ট এনালাইসিস বা টেকনিক্যাল এনালাইসিস হলো ফরেক্সে ট্রেড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এনালাইসিস। এনালাইসিস এর উপর নির্ভর করে আপনি সঠিকভাবে ট্রেড সিদ্ধান্ত নিতে পারবেন। এজন্য এনালাইসিস এর উপর একজন দক্ষ ট্রেডার বেশি গুরুত্ব দিয়ে থাকে। আপনার ট্রেড এর ফলাফল নির্ভর করে আপনার এনালাইসিস এর উপর। তাই আমি সব সময় ট্রেড করার ক্ষেত্রে চার্ট এনালাইসিস এর উপর ভিত্তি করে ট্রেড সিদ্ধান্ত নেয়। যদিও সঠিক ও নিখুঁত এনালাইসিস করতে যথেষ্ট সময়ের প্রয়োজন তাই আমি প্রতিনিয়ত শিখছি।
-
একজন নতুন ট্রেডার হিসেবে আমি সবথেকে বেশি গর্বিত ফোরাম নিয়ে। কারণ এখানে এমন কোন বিষয় নেই যে আলোচনা করা হয় না। যা আমাদের সকল নতুন ট্রেডারদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। আমি আমার ফরেক্স লাইফে সব থেকে বেশি শিক্ষা অর্জন করতে সক্ষম হয়েছি ফরেক্স এর মাধ্যমে।
-
অনেক ধরণের চার্ট থাকলেও সবগুলো তেমন প্রয়োজন হয় না। লাইন চার্ট,ক্যান্ডেল স্টিক এবং বার চার্ট এই তিনটি চার্টই বেশী ব্যবহৃত হচ্ছে। তার মধ্যে আমরা ক্যান্ডেলস্টিক ভিবিন্ন টাইমফ্রেমে দেখে দেখে ট্রেড করি। তবে ক্যান্ডেলস্টিক চার্টটি অত্যন্ত কার্যকরী। চার্ট এনালাইসিস টেকনিক্যাল এনালাইসিস এর একটি গুরুত্বপূর্ণ পার্ট। একজন ট্রেডার চার্ট দেখে মার্কেটের বর্তমান মার্কেট প্রাইজ এবং পূর্বের মার্কেট প্রাইজ জানতে পারে এবং পাশাপাশি ফিউচারে কেমন হতে পারে তার একটি ধারণা পেতে পারে।