ফরেক্স এ শেখার ব্যপারে যে বিষয়টি সবচেয়ে বেশি ভাল লাগে তা হল ডেমো ট্রেডিং । কারন পৃথিবীতে আর কোন ব্যবসা নেই যেখানে আপনি ব্যবসা শুরু করবেন, শিখবেন কিন্তু কোন টাকা বা সময় লস করবেন না । কিন্তু ফরেক্স এ আমরা টাকা ইনভেস্ট না করেও ব্যবসাটি খুব ভালভাবে শিখতে পারি । কিন্তু এই সুযোগ থাকা সত্তেও আমরা ফরেক্স এ প্রথমেই অনেক লস করতে থাকি কারন আমরা ডেমো ট্রেডিং কে অতটা গুরুত্তের সহিত নেই না । আর ডেমোতে কিছু লাভ হলেই আমরা মনে করি ফরেক্স শিখে গেছি কিন্তু বাস্তবতা এই যে সব সময় লাভ দিয়ে দক্ষতার বিচার করা বোকামি ।