-
টেকনিক্যাল এনালাইসিস এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো লাইন ট্রেড।মুলত লাইন চার্ট ট্রেডাররা ব্যাবহার করে মার্কেটের প্রাইজ একশন বুঝার জন্য।তাই লাইন চার্ট যারা ভালো বুঝতে পারে তারা কখনো ফরেক্স মার্কেটে লস করে না।বরং প্রচুর পরিমাণ অর্থ উপার্যন করতে পারে এই লাইন চার্ট এর মাধ্যমে।
লাইন চার্ট মুলত ৩ প্রকারঃঃ
১। উপট্রেড
২। ডাউন ট্রেড।
৩। সাইডওয়ে ট্রেড।
-
মার্কেট ট্রেন্ড কখনো স্ট্রেট বা সোজাসুজি গতিতে চলে না । মার্কেট সব সময় প্রগতিশীল অর্থাৎ কখনো উর্ধ্বমুখী,কখনো নিম্নমুখী আবার কখনো সমান্তরাল। টেকনিক্যাল এ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুল হলো ট্রেন্ড লাইন। মার্কেট ট্রেন্ড লাইন যদি সঠিক ভাবে আঁকা যায় তবে অন্য সকল মেথড থেকে ভাল ফলাফল দেয়। ট্রেন্ড লাইন তিনপ্রকার : যথা- আপট্রেন্ড, ডাউনট্রেন্ড এবং সাইডওয়ে বা সমান্তরাল।
-
মার্কেটের একটি নির্দিষ্ট সময়ের এভারেজ গতিবিধিই হলো ফরেক্স মার্কেটের ট্রেন্ড। ট্রেন্ড বুঝে বা আইডেন্টিফাই করে ট্রেড করতে পারা ফরেক্স মার্কেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। ট্রেন্ড বুঝে ট্রেড করতে পারলে বেশিরভাগ ট্রেডেই প্রফিট আসার সম্ভাবনা থাকে। ফরেক্স মার্কেটে সাধারণত তিন ধরনের ট্রেন্ড দেখা যায়। ১. আপ ট্রেন্ড ২. ডাউনট্রেন্ড ৩. ট্রেন্ড লেস। মার্কেট যখন আপট্রেন্ডে থাকে তখন বাই অর্ডার নেওয়ার উপযুক্ত সময় এবং যখন ডাউনট্রেন্ডে থাকে তখন সেল অর্ডার নেওয়ার উপযুক্ত সময় আর যদি মার্কেট স্থিতিশীল থাকে তখন ট্রেড থেকে দূরে থাকাই ভালো। মার্কেট যখন স্থিতিশীল বা ভোলাটাইল অবস্থায় থাকলে ঠিক বোঝা যায়না মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে সেই মুহূর্তে ট্রেড নেয়া অনেকটা রিস্কি। রিস্ক নিয়ে ট্রেড নিয়ে লস করার থেকে প্রফিট বিহীন থাকা অনেক ভালো। কোন ট্রেডার যদি মার্কেট ট্রেন্ড বুঝতে পারে তাহলে তাকে আর কোন কৌশল অবলম্বন না করলেও চলে। ফ্রেন্ড এর উপর ভিত্তি করে ট্রেড নিয়েও অনেক প্রফিট করা সম্ভব। অভিজ্ঞ ট্রেডাররা সাধারণত ট্রেন্ড বুঝে ট্রেড করেন তাই ম্যাক্সিমাম ট্রেডে প্রফিট করে থাকেন।
জনৈক ট্রেডার বলেছিলেন, ‘ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড’। ফরেক্স মার্কেটে ট্রেন্ডের মতো ভালো ফ্রেন্ড আমাদের আর দ্বিতীয়টি নেই। আমাদের সব সময় ট্রেন্ডের দিকে ট্রেড করা উচিত। ট্রেন্ড এর বিপরীতে গিয়ে ট্রেড করা একেবারেই ঠিক নয়। তাতে করে যেকোন সময় আপনার ব্যালেন্স জিরো করে দিতে পারে। সঠিক সময়ে সঠিক এন্ট্রি নেয়া এবং সঠিক সময়ে মার্কেট থেকে বের হয়ে আসা স্মার্ট ট্রেডিং এর একটি অংশ। আপনি ট্রেন্ডের সময় ঠিক পয়েন্টে এন্ট্রি নিতে না পারলে অপেক্ষা করা উচিত কখন ট্রেন্ড তার দিক পরিবর্তন করে স্ট্রং হবে ঠিক তখনই আবার ট্রেড নেয়া উচিত। ট্রেন্ডের দিকে থেকে আমরা যদি ট্রেডিং করতে পারি তাহলে একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত হওয়া সম্ভব।
-
ফরেক্স মার্কেটের স্বাভাবিক গতিবিধি বা মুভমেন্ট। মার্কেট ট্রেন্ড কখনো স্ট্রেট বা সোজাসুজি গতিতে চলে না । মার্কেট সব সময় প্রগতিশীল অর্থাৎ কখনো উর্ধ্বমুখী,কখনো নিম্নমুখী আবার কখনো সমান্তরাল। টেকনিক্যাল এ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুল হলো ট্রেন্ড লাইন। মার্কেট ট্রেন্ড লাইন যদি সঠিক ভাবে আঁকা যায় তবে অন্য সকল মেথড থেকে ভাল ফলাফল দেয়। ট্রেন্ড লাইন তিনপ্রকার : যথা- আপট্রেন্ড, ডাউনট্রেন্ড এবং সাইডওয়ে বা সমান্তরাল।
-
স্বাভাবিকভাবেই ফরেক্স মার্কেটে তার প্রায় স্থিতিশীল থাকে না। সেটি চলমান অবস্থায় থাকে। আর এ চলমান অবস্থায় গতিবিধিকে ট্রেন্ড বলা হয়। আরে ট্রেন্ডে যদি আপনি সঠিকভাবে এন্ট্রি নিতে পারেন তাহলে পর্যাপ্ত প্রফিট করতে পারবেন। ট্রেন্ড সাধারণত তিন ধরনের হয়ে থাকে - প্রথমত আপার ট্রেন্ড দ্বিতীয়তঃ ডাউন ট্রেন্ড এবং তৃতীয়তঃ হলো সাইডওয়েজ ট্রেন্ড। প্রাইজ যখন একাধারে ঊর্ধ্বমুখী মুভমেন্ট করে এবং হায়ার হাই ইন্ডিকেট করে তখন সেটা আপার ট্রেন্ড বলা হয়। অপরদিকে যখন প্রাইস নিম্নমুখী মুভমেন্ট করে সেটা ডাউনট্রেন্ড বলা হয়। সাইড ওয়েজ ট্রেন্ড হল যখন প্রাইস একটি নির্দিষ্ট লেভেলে পাশাপাশি মুভমেন্ট করে থাকে।
-
ফরেক্স মার্কেটের স্বাভাবিক গতিবিধি বা মুভমেন্ট। মার্কেট ট্রেন্ড কখনো স্ট্রেট বা সোজাসুজি গতিতে চলে না । মার্কেট সব সময় প্রগতিশীল অর্থাৎ কখনো উর্ধ্বমুখী,কখনো নিম্নমুখী আবার কখনো সমান্তরাল। টেকনিক্যাল এ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুল হলো ট্রেন্ড লাইন। মার্কেট ট্রেন্ড লাইন যদি সঠিক ভাবে আঁকা যায় তবে অন্য সকল মেথড থেকে ভাল ফলাফল দেয়। ট্রেন্ড লাইন তিনপ্রকার : যথা- আপট্রেন্ড, ডাউনট্রেন্ড এবং সাইডওয়ে বা সমান্তরাল।
-
ট্রেন্ডলাইন ফরেক্স মার্কেটে অনেক বেশি গুরুত্বপূর্ণ সঠিকভাবে ট্রেন্ড লাইন বুঝতে পারলে মার্কেট থেকে ভালো প্রফিট করাও সম্ভব হবে। ট্রেন্ডলাইন মুলত তিন প্রকার যথা আপট্রেন্ড, ডাউনট্রেন্ড ও সাইডওয়ে ট্রেন্ড।ট্রেন্ড হলো ফরেক্স মার্কেটের স্বাভাবিক গতিবিধি বা মুভমেন্ট। মার্কেট ট্রেন্ড কখনো স্ট্রেট বা সোজাসুজি গতিতে চলে না । মার্কেট সব সময় প্রগতিশীল অর্থাৎ কখনো উর্ধ্বমুখী,কখনো নিম্নমুখী আবার কখনো সমান্তরাল। টেকনিক্যাল এ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুল হলো ট্রেন্ড লাইন। মার্কেট সবসময়ই কোননা কোন ট্রেন্ড লাইনে থাকে আর সে অনুযায়ী ট্রেড করতে পারলে ভালো প্রফিট করা সম্ভব। এনালাইসিস এর মধ্যে এই ট্রেন্ড এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটি এনালাইসিস। মার্কেট মার্কেট এর প্রত্যেকটা ট্রেন্ড এর মাধ্যমে লাভ লস করে থাকে।