হ্যাঁ আপনি ঠিক বলেছেন। আমরা অনেকেই আছি বেশিদিন ডেমো ট্রেডিং করতে চাই না সরাসরি রিয়েল ট্রেডিং শুরু করে দেই। এই প্রবণতা সবথেকে বেশি দেখা যায় নতুন ট্রেড করতে আসা ট্রেডারদের মাঝে। ডেমো ট্রেডিং হল ফরেক্স মার্কেটের গেটওয়ে বা প্রবেশদ্বার। এই কথাটি আমরা সবাই জানলেও মানতে চাই না। ফরেক্সে বহুল আলোচিত একটি টপিক হলো ডেমো ট্রেডিং করা। ডেমো ট্রেডিং ফরেক্সের জন্য খুবই গুরুত্বপূর্ন। আসলে কতো দিন ডেমো ট্রেড করা উচিত এর এক্সাট কোন উত্তর নেই। কেই দুই মাস বা এক মাস ডেমা ট্রেডিং করেও রিয়েল ট্রেডিং এ দক্ষ ট্রেডার হয়ে ওঠেন আবার কেউ ১ বছর ডেমো ট্রেডিং করেও কাঙ্খিত দক্ষতা অর্জন করতে পারেনা। এসবের অনেকটাই নির্ভর করে ব্যক্তির বেসিক নলেজের উপর। যার বেসিক যতো স্ট্রং সে ততো তারাতারি দক্ষ ট্রেডার হয়ে উঠবে।
আমরা অনেকেই চেস্টা করি সঠিক পথে হাটতে, চেস্ট করি সঠিক ট্রেডটি নিতে বাট কতো জনে তা পারি। ডেমো ট্রেডিং এ বেশিরভাগ ট্রেডারই নির্দিষ্ট লক্ষে পৌছাতে পারিনা। ফলে রিয়েল ট্রেডিং এ বার বার লক্ষ্য পরিবর্তন করি। এগুলো ডেমো প্রাকটিসের অপুর্নতা ও সঠিক ওয়েতে না করতে পারা। আমি মনে করি একজন ট্রেডারকে ৬ মাস ডেমো প্রাকটিস করলেই যথেষ্ঠ যদি রাইট ওয়েতে করতে পারে। তাছাড়া রিয়েল ট্রেডিং এ যাওয়ার পরেও পাশাপাশি ডেমো ট্রেডিং কন্টিনিউ করা উচিৎ বলে আমি মনে করি।