-
বর্তমানে আমি ফরেক্সের লার্নার ট্রেডার হিসেবে, পার্টটাইম ট্রেডিং করছি। এবং প্রতিনিয়ত ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করে যাচ্ছি।বেশ কিছুদিন যাবৎ ফরেক্সে থাকায়, আমি ফরেক্স থেকে প্রতি মাসেই মোটামুটি একটা উপার্জন করতে পারছি।বর্তমানে পার্ট টাইম ট্রেডার হিসেবে থাকলেও,আমি ভবিষ্যতে ফরেক্সকে ফুলটাইম হিসেবে পেশা হিসেবে বেছে নিতে চাই।এবং নিজের পরিবারকে উদ্বুদ্ধ করে,সকলকে ফরেক্স এর সফলতা জানিয়ে একজন ফরেক্স ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাই। কেননা এত সহজে উপার্জন,ফরেক্স ছাড়া আর কোথাও সম্ভব নয়।
-
আমি চাকরির পাশাপাশি ফরেক্স ট্রেডিং কর। অবসর সময় যদি কাজে লাগিয়ে ভাল কিছু করা যায় তাহলে ক্ষতি কি।তবে আপনি যাই করেন ফরেক্স মার্কেটে ভাল কিছু করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।দক্ষতা অর্জন করে কাজ করতে হবে,না হলে আপনি লসের মুখে পরবেন।বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে যা রিয়েল ট্রেড এর জন্য অনেক কার্যকর।
-
আমি একজন চাকুরী জিবি । আমি সময় পেলে ফরেক্স নিয়ে কাজ করি। বর্তমানে ফরেক্সে প্রচুর সময় দিয়ে কাজ করতে ছি। এখানে কাজ করে আমি সফল হতে চাই।
-
আমি মনে করি ফরেক্সকে যারা পেশা হিসেবে নিতে চান তাদের ফরেক্স কে আসলে পেশা হিসেবে নেয়ার আগে অন্তত পক্ষে ৪/৫ বছর সময় ফরেক্সের সাথে থাকা উচিৎ। কারন ফরেক্স মার্কেট খুব রিস্কি একটা মার্কেট ,এখানে কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না । তাই শুধু থেকেই এখান থেকে যে কন্টিনিউয়াসলি প্রফিট পেতেই থাকবেন এমন কিন্তু কোন কথা নেই। আর একটা পরিবার চালানোর জন্য মাসে প্রায় কমপক্ষে ২০-৩০ হাজার টাকার প্রয়োজন হয়। সে হিসেবে আমাদের ফরেক্সে যে পরিমান ডিপোজিট করা দরকার সে পরিমাণ ডিপোজিট আমরা করতে পারবো না । তাই প্রথম প্রথম ফরেক্স কোন কিছুর পাশাপাশি করুন
-
ফরেক্স বর্তমানে একটি জনপ্রিয় ব্যবসা। এখানে যে কেউ এই ব্যবসাটি করতে পারে। শুধু তার জন্য চাই ধৈর্য। আমি লেখা পড়ার পাশাপাশি এই কাজটি করে থাকি।
-
আমার জানামতে এমন অনেকেই রয়েছে যারা দীর্ঘ
সাত থেকে আট বছর ধরে ফরেক্সেের সঙ্গে জড়িত।
তারা এখন ফরেক্স হিসেবে বেছে নিয়েছে। এখানে
আমি রাকিব ভাই এর সঙ্গে একমত পোষণ করছি।
ফরেক্স পেশা হিসেবে বেছে নিতে হলে কমপক্ষে
চার থেকে পাঁচ বছর পার্টটাইম হিসেবে বেছে
নিতে পারেন। এই সময় যদি আপনি সাফল্য অর্জন
করতে পারেন তাহলে পরে ফরেক্স পেশা হিসেবে
বেছে নেওয়া যেতে পারে। আমি নিজেও ফরেক্সে
টাইম হিসেবে কাজ করি
-
আমি আপাতত চাকরির পাশাপাশি ফরেক্স ট্রেডিং করছি। ফরেক্স একটি অনলাইনভিত্তিক আন্তর্জাতিক ব্যবসা বিধায় এখানে চাকরি, ব্যবসা কিংবা অন্যান্য যে কোন পেশার পাশাপাশি যে কেউই ফরেক্স ট্রেডিং করতে পারেন। শুধু ইন্টারনেট সংযোগ সহ একটি ডেক্সটপ, ল্যাপটপ অথবা একটি স্মার্ট ফোন হলেই ফরেক্সে ট্রেডিং করা যায়। আসলে আমরা অনেকেই ফরেক্সের পাশাপাশি অন্যান্য কাজ করে থাকি। কেউ চাকরি, ব্যবসা বা অন্য কিছু করে থাকি। অবশ্য এতে করে ফরেক্সে কনসেন্ট্রেশন ব্রেক হয়, পুর্ন কনসেন্ট্রেশন দেয়া যায় না ফলে আমরা ফরেক্সে ভালো দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারি না। আমি যখন একই সাথে দুটি কাজ করবো তখন আমার মনোযোগ ও ব্রেন দু’দিকে কাজ করবে। এতে করে কোনটাই সঠিক ভাবে সম্পাদন করা হয় না।
যদিও আমি বর্তমানে পার্টটাইম হিসেবে ফরেক্স করছি বাট আমার ইচ্ছা আছে যদি ফরেক্সে ভালো অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারি তাহলে ফরেক্সকে ফুলটাইম বা প্রধান পেশা হিসেবে নিতে চাই। আমি মনে করি কেউ যদি এখানে পুর্ন সময় দেয় তাহলে অন্যান্য যে কোন পেশার থেকে এখানে ভালো করার যথেষ্ঠ সুযোগ আছে। আমরা লেখাপড়া শেষ করতে জীবনের অর্ধেক সময় ব্যয় করে ফেলি। সে তুলনায় আমরা যদি পাঁচ বছর ব্যয় করি তাহলে ফরেক্সে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।
-
আমি একজন নারী হিসেবে শুধু ফরেক্স ব্যবসাটি করে থাকি। কেননা ফরেক্স হচ্ছে একটি স্বাধীন ব্যবসা। এই ব্যবসাটি ঘরে বসেই করা যায়। এছাড়া ফরেক্স আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। কাজেই আমি সহজেই ব্যবসাটি করতে পারছি এবং পরিবারকে সময় দিতে পারছি। তাছাড়া ফরেক্স ফোরামে এ পোস্ট করে আমি যে টাকা বোনাস পেয়ে থাকি সেই বোনাস দিয়ে আমি ট্রেড করে থাকি। এতে যে টাকা আয় করি তা দিয়ে আমার সংসার চলে। অন্য কোন জব খুঁজতে হয় না। ফরেক্স থেকে আমি অনেক সহযোগিতা পেয়ে থাকি। সুতরাং আমি আমার জীবনের একমাএ পেশা হিসেবে বেছে নিয়েছি ফরেক্সেকে।
-
ফরেক্সকে যারা পেশা হিসেবে নিতে চান তাদের ফরেক্স কে আসলে পেশা হিসেবে নেয়ার আগে অন্তত পক্ষে ৪/৫ বছর সময় ফরেক্সের সাথে থাকা উচিৎ। কারন ফরেক্স মার্কেট খুব রিস্কি একটা মার্কেট ,এখানে কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না । তাই শুধু থেকেই এখান থেকে যে কন্টিনিউয়াসলি প্রফিট পেতেই থাকবেন এমন কিন্তু কোন কথা নেই। আর একটা পরিবার চালানোর জন্য মাসে প্রায় কমপক্ষে ২০-৩০ হাজার টাকার প্রয়োজন হয়। সে হিসেবে আমাদের ফরেক্সে যে পরিমান ডিপোজিট করা দরকার সে পরিমাণ ডিপোজিট আমরা করতে পারবো না ।
-
আমি ফরেক্স ব্যবসার পাশাপাশি পরাশোনা ও ইলেকট্রনিক্স এর কাজ করে থাকি। আমি দিনে বাহিরে ইলেকট্রনিক্স কাজ করার পাশাপাশি ফরেক্স করে থাকি। আমার এক বন্ধু ও আবার কোন কাজ করে না শুধু ফরেক্স নিয়েই কাজ করে যাচ্ছে। আমি ফরেক্স বেশীর ভাগ রারে কারে থাকি। কারন আমি একমাত্র রাতেই সময় পাই আর রাতে অনেকটা নিরিবিলি পরিবেশ থাকে এবং রাতে মার্কেট অনেকটা ভাল থাকে গতিও থাকে তাই আমি রাতে ফরেক্স করে থাকি।