-
ফরেক্স মার্কেটে যারা নিদিষ্ট কমিশনের বিনিমেয়ে ট্রেডারদের ব্যবসা করার সুযোগ দেয় আমরা তাকে ব্রোকার বলি । ব্রোকার ছাড়া আপনি ফরেক্স করতে পারবেন না । সার পৃথিবীতে ছড়িয়ে রয়েছে শত শত ব্রোকার । সেবথেকে বেশি ব্রোকার রয়েছে সাইপ্রাসে । আার জানা মতে প্রত্যেক ব্রোকারের একটা কেরে অফিস রয়েছে সাইপ্রাসে ।
-
এক কথায় ব্রোকার অর্থ দালাল বা মাধ্যম। আমরা যদি ফরেক্সে ব্যবসা করতে চাই তাহলে আমাদের নির্দিষ্ট কোনো ব্রোকারের অধীনে করতে হবে। তারা আমাদের বিভিন্ন সুবিধা দিবে বিনিময়ে তারাও নেবে। তারাই আমাদের পেমেন্ট করবে আমরা তাদের অধীনে ইনভেস্ট করবো।
-
ট্রেডিং করার জন্য আমরা যে মাধ্যম ব্যাবহার করে থাকি তাকে ব্রোকার বলি,তাই আমাদের জানতে হবে ফরেক্স ব্রোকার কেমন তা জানিতে হবে,তাই আমাদের ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হলে,আমাদের ফরেক্স মার্কেট নিয়ে অনেক এনালাইসিস করতে হবে,তার পরে ফরেক্স মার্কেট একাউন্ট করে ফরেক্স ট্রেডিং।করতে হবে।
-
ফেরেক্স এবং ব্রোকার শব্দ দুটি একটি আরেকটির সাথে জড়িত । ফরেক্স ছাড়া ব্রোকার এবং ব্রোকার ছাড়া ফরেক্স অসম্ভব । সাধারনত আমরা যে সকল কোম্পানির *মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি থাকে ব্রোকার বলা হয় । ফরেক্স মার্কেটে সাধারনত দুই ধরনের ব্রোকার রয়েছে ।
১ । ডিলিং ডেস্ক ব্রোকার এবং
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার ।
-
ব্রোকার হলো সেই কোম্পানি যে আপনাকে ফরেক্স বেব্শায়ে বেবসা করার সুজর করে দিছেন. ব্রোকার ই হছে যে আপানকে প্লাটফর্ম বেবহারের সুযোগ করে দেয়, যেটা বেবহার করে আপনি ২৪ন ঘন্টা ফরেক্স এর সাথে যুক্ত থাকতে পারেন, তারা আপনার একাউন্ট মাঙ্গে করে থাকে, আপনার কারেন্সী গুলোতে ট্রেড করার বেবস্থা এবং সবশেষে আপনার লাভের টাকা আপনার হাতে.
-
ব্রোকার বলতে বুঝায় যারা ফরেক্স ট্রেডিং এ ট্রেডার এবং মার্কেট এর মধ্যবর্তী প্রতিষ্ঠান । যারা কমিশনের বিনিময়ে আপনাকে বিভিন্ন রকম সুবিধা দেবে । আমাদের দেশের জন্য সবথেকে ভাল ব্রোকার হচ্ছে ইন্সটাফরেক্স । এই ব্রোকার অত্যন্ত কার্যকরী এবং সবথেকে ভাল সার্ভিস দেয় । তাই ফরেক্স ট্রেডিং করলে এই ব্রোকারেই করা উচিত ।
-
ফরেক্সে মার্কেটে বিভিন্ন প্রকার প্রতিষ্ঠান রয়েছে যারা ফরেক্সের সকল নিয়ম কানুন অনুসারন করে তার পরে ট্রেডারদের তাদের প্লাটফর্ম থেকে কমিশনের বিনিময়ে ট্রেড করার সুযোগ করে দেয়। আর ঐ সকল প্রতিষ্ঠানকেই ব্রোকার বা ব্রোকার হাউজ বলে।
-
ব্রোকার হল ফরেক্স নিয়ন্ত্রণ সংস্থা থেকে লাইসেন নিয়ে কাজ করার অধিকার অর্জন করে। অর্থাৎ আমরা যেসব প্রতিস্ঠানেরর আন্ডারে কাজ করার অধিকার পাই তাকে ব্রোকার হাউজ বলে। ফরেক্স মার্কেটে অনেক ব্রোকার রয়েছে। আমাদের কে সেসব ব্রোকার থেকে ভাল ব্রোকার নির্বাচন করতে হয়।
-
ফরেক্স মার্কেটে নির্দিষ্ট কমিশনের বিনিময়ে আমাদের ট্রেড করার সুযোগ দেয় এবং ফরেক্স মার্কেটে আমরা সাধারন ট্রেডাররা যে কোম্পানির আধিনে ফরেক্স একাউন্ট খুলে আমরা ট্রেড করে থাকি উক্ত কোম্পানি বা প্রতিষ্ঠানকে ব্রোকার বলে।ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ব্রোকার নির্বাচন করা অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়।কারন ফরেক্স মার্কেটে অনেক স্ক্যাম ব্রোকার থাকে যারা আপনাকে অনেক প্রলোভন দেখিয়ে আপনাকে সর্বসানত করে উধাও হয়ে যাবে।
-
আমার জানামতে ফরেক্সে মার্কেটে বিভিন্ন প্রকার প্রতিষ্ঠান রয়েছে যারা ফরেক্সের সকল নিয়ম কানুন অনুসারন করে তার পরে ট্রেডারদের তাদের প্লাটফর্ম থেকে কমিশনের বিনিময়ে ট্রেড করার সুযোগ করে দেয়। আর ঐ সকল প্রতিষ্ঠানকেই ব্রোকার বা ব্রোকার হাউজ বলে। এক এক রকম ব্রোকার হাউজ ট্রেডারদের ডিপোজিট করার সময় নানা রকম ডিপোজিট বোনাস দিয়ে উতসাহিত করে থাকে।