Originally Posted by
KAZIMAJHARULISLAM
ফরেক্স একটি স্বাধীন এবং উন্মুক্ত ব্যবসা হওয়ায়,এখানে স্বল্প ইনভেসমেন্ট এবং কিছুদিনের প্রশিক্ষণ কে কাজে লাগিয়ে, স্বাভাবিক যে কেউ ই ব্যবসা করতে পারবে। কেননা ফরেক্স ট্রেডিংয়ের সিদ্ধান্ত গ্রহণে,আপনি নারী না পুরুষ এটা মুখ্য না।মুখ্য হলো ফরেক্স সম্পর্কে আপনি কতখানি দক্ষ এবং অভিজ্ঞ ।এবং আপনি কতটা সঠিকতা এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।তাই ফরেক্সে পূর্ণাঙ্গ দক্ষ ও অভিজ্ঞ হয়ে ,স্বাভাবিক ছেলেমেয়ে,নারী-পুরুষ,শিক্ষক-ছাত্র,আবাল -বৃদ্ধবনিতা,সকলেই উপার্জন করতে পারে।