অনুমোদন নাই আবার নিষেধও নাই। অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। আশা করা যায় অতি দ্রুত অনুমোদন করা সম্ভব হবে। অনুমোদনের জন্য ফরেক্স ফোরাম এর নিয়ম কানুন আরো উন্নত করা প্রয়োজন। আশা করি জুন/১৬ এর মধ্যে সকল সমস্যার সমাধান হবে।
Printable View
অনুমোদন নাই আবার নিষেধও নাই। অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। আশা করা যায় অতি দ্রুত অনুমোদন করা সম্ভব হবে। অনুমোদনের জন্য ফরেক্স ফোরাম এর নিয়ম কানুন আরো উন্নত করা প্রয়োজন। আশা করি জুন/১৬ এর মধ্যে সকল সমস্যার সমাধান হবে।
আমরা জানি ফরেক্স মার্কেট হচ্ছে একটি আন্তর্জাতিক মার্কেট । যেখানে সব্বাই স্বাধীন ভাবে ট্রেড কোরতে পারে। তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট সারা পৃথিবীতে অনমুদিত। ফরেক্স মার্কেট এ সব্বাই স্বাধীন ভাবে আমরা সব্বাই ট্রেড কোরতে পারি। ফরেক্স মার্কেট এ আমরা বিনা পুজিতে ট্রেড কোরতে পারি। ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা আমাদের দেশের বেকারত্ব দুর কোরতে পারবো। তাই আমি জতটুকু জানি ফরেক্স মার্কেট এ ট্রেড করা বৈধ।
না বাংলাদেশে ফরেক্স ব্যবসা এখনও বৈধতা পায়নি । তবে *আপনি ইচ্ছে করলে বাংলাদেশ থেকেও ফরেক্স ব্যবসা করতে পারবেন এবং খুবই সহজে আপনি আপনার আয়কৃত ডলার আপনার ব্যাংক একাউন্টে নিয়ে আসতে পারবেন । আমার যতটুকু মনে হয় খুব তাড়াতাড়িই ফরেক্স মার্কেটকে বাংলাদেশ সরকার অনুমোদন দিবে ।
আমার জানামতে বাংলাদেশে ফরেক্স ট্রেডিং আজও বৈধ নয়। কেননা এখানে মানি লন্ডারিং বলে একটা বিষয় জড়িয়ে আছে বলে বাংলাদেশ ব্যাংক এর একটা ঘোষনা আছে। তাই আমি মনে করি একটু রয়ে সয়ে বুঝে শুনে ট্রেড করা যেতে পারে এবং এই বস্তু নিয়ে এত ধাপাধপি না করািই উত্তম।
ফরেক্স আন্তর্জাতিক ফাইনান্সিয়াল ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । কিন্তু আমি জানি যে বাংলাদেশের ফরেক্স ব্যবসা এর অনুমোদন পুরোপুরি ভাবে নাই । তবে বাংলাদেশের ফরেক্স ব্যবসা এখন অনেক জনপ্রিয় । আমি ফরেক্স ব্যবসাকে অনেক পছন্দ করি ।
হ্যা ভাই এটি একটি আন্তর্জাতিক মানের ব্যবসা প্রতিষ্ঠান যেখানে সব্বাই স্বাধীন ভাবে ট্রেড কোরতে পারবে, সবাই এখানে অংশগ্রহনের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে। আর তাছাড়া মনে করেন যে এখানে খুব সামান্য ইনভেস্ট করে ব্যবসা পরিচালনা করা যায়। তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট সারা পৃথিবীজুড়ে অনুমোদন প্রাপ্ত। তাই এখানে আমি আপনার সঙ্গে একমত কারন যদি অনুমোদন না থাকত তাহলে, বাংলাদেশে ফরেক্স ফোরাম থাকতোনা। সুতরাং ধরে নেওয়া যায় যে বাংলাদেশে ফরেক্স ব্যবসার অনুমোদন অছে।
হ্যা ভাই বাংলাদেশে ফরেক্স ব্যবসা অবশ্যই অনুমোদন আছে কেননা এটি একটি আন্তর্জাতিক মানের মার্কেট। আর এই মার্কেটে আপনি অংশগ্রহণ করে খুব সহজেই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন এটা আমার বিশ্বাস। তাছাড়াও এই মার্কেটে আপনি অল্প ইনভেষ্ট করে ভা্ল সফলতা অর্জন করতে পারবেন। যেহেতু বর্তমানে বাংলাদেশ সরকার অনলাইন ভিত্তিক কাজের উপর প্রচারণা বেশি চালাচ্ছে সেহেতু অবশ্যেই ফরেক্স বাংলাদেশের জন্য বৈধ আমি মনে করি।
ফরেক্স মার্কেটে ব্যবসা করে আয় রোজগার করার অর্থই হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করা অর্থাৎ রেমিটেন্স অর্জন করা৷আমরা বাংলাদেশের অনেক মানুষই বর্তমানে অনলাইনে আউটসোর্সিং এর কাজ করে নিয়মিত আয়-রোজগার করছি এবং উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছি৷এই বিষয়টা আমরা সবাই যেমন জানি তেমনি সরকারসহ বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ সবাই অবগত রয়েছেন৷এখানে প্রশ্ন হলো-অবশ্যই লাইসেন্স ছাড়া ব্যবসা করা বৈধ নয়,তাহলে অনলাইনের মাধ্যমে আউটসোর্সিং করে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি বা রেমিটেন্স অর্জন করি তা কি সবই অবৈধ ? আরেকটা বিষয় সবাই জেনে রাখবেন তা হলো আমাদের বাংলাদেশ ব্যাংকও ফরেক্স মার্কেট থেকে বিভিন্ন পেয়ার ক্রয় বিক্রয় করে থাকেন৷আমরা ব্যবসা করি বিভিন্ন আন্তর্জাতিক regulated বা লাইসেন্সধারী ব্রোকারের মাধ্যমে৷ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে আমাদের নিজেদের কারো কোনো ব্যক্তিগত ট্রেডিং লাইসেন্সের প্রয়োজন হয়না,প্রয়োজন হয় একটি বৈধ ব্রোকার৷কারণ আমি নিজে ব্যক্তিগত যা প্রফিট করেছি তা আমাদের দেশীয় সরকারি অগ্রণী ব্যাংকের মাধ্যমে withdraw করেছি৷এই সরকারি অগ্রণী ব্যাংক আমার এই আয়ের ওপর কিছু টাকা ট্যাক্স হিসেবে কেটে রাখে৷তাহলে আমি কিভাবে আমার এই ব্যবসাকে অবৈধ জানবো ? এবং আমাদের সরকার এই আয়কে কিভাবে অবৈধ ঘোষণা করবে ? এটা সম্ভব নয়৷কারণ রেমিট্যান্সকে কখনো অবৈধ ঘোষণা করা যায় না বরং এটা আমাদের দেশের জন্য অত্যন্ত সুসংবাদ৷
ফরেক্স বৈধ না অবৈধ তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। ফরেক্সকে আমরা একবারে বৈধ বলতে পারি না আবার অবৈধও বলতে পারিনা। কারন হল ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে সরকার এখনো কোন সুনির্দিষ্ট আইন প্রনয়ন করেনি। একটি এখনো সেই আগের আইন দিয়ে চলছে।
আরেকটি বিষয় সরকার মূলত ভয় পায় যে মানি লন্ডারিং নিয়ে, কারন ফরেক্সের মাধ্যমে লন্ডারিং হওয়ার কিছুটা সুযোগ রয়েছে। তবে আমরা যদি ফরেক্স ট্রেডাররা এই খাত থেকে বেশি আয় করতে পারতাম তাহলে অবশ্যই সরকার এর দিকে সু নজর দিত। ফ্রীলান্সিং এর মত এটাকে সহায়তা করত। তবে আশা করি এমন সুদিন আসবে।
ফরেক্স বিজিনেস টি বাংলাদেশ এ অনুমোদন আসে কিনা আমার জানা নেই,আমি মনে করি যদি বাংলাদেশ এ এই বিজিনেস এর অনুমোদন না থাকে তাহলে বাংলাদেশ সরকার এর অনুমোদন দেওয়া উচিত,কারণ আমি মনে করি ফরেক্স আমাদের দেশ এর অর্থনীতি তে উন্নয়ন এর ভূমিকা পালন করবে এবং বেকারত্ব দূর করতে সাহায্য করবে।