-
Test, just a test
https://www.avito.ru/voronezh/zapcha..._41_1107349456
ключ для помпы авео
<a href="https://www.avito.ru/voronezh/zapchasti_i_aksessuary/klyuch_pompy_lachetti_neksiya_lanos_kruz_gm_na_41_ 1107349456">ключ для регулировки помпы ланос купить</a>
-
Test, just a test
https://www.avito.ru/voronezh/zapcha..._41_1107349456
самодельный ключ для помпы
<a href="https://www.avito.ru/voronezh/zapchasti_i_aksessuary/klyuch_pompy_lachetti_neksiya_lanos_kruz_gm_na_41_ 1107349456">ключ 41 для помпы купить спб</a>
-
আসলে লাভের আশায় মানুষ ব্যবসায় করে। কিন্তু লস সবার অনকাংক্ষীৎ। ফরেক্স মার্কেটে বেশি মুনাফা অর্জনের থেকে ঝুঁকি মুক্ত থাকাটা খুব জরুরী। বেশি লটে ট্রেড করলে লাভ বেশি কথাটা যেমন সত্য তেমনি লসও বেশি হবে। লাভ হলে ব্যালেন্স বাড়বে কিন্তু লস হলে তো একাউন্ট শূন্য হবে, তাই নয় কি? তাই আমি মনে করি, বেশি লাভের আশায় লোভের ফাদে পা না দিয়ে অল্প লটে পরিমান মত লাভ নিয়ে ঝুকিমুক্ত ট্রেড করে টিকে থাকাটা বুদ্ধিমানের কাজ।
-
Test, just a test
https://www.avito.ru/voronezh/zapcha..._41_1107349456
ключ для помпы шевроле
<a href="https://www.avito.ru/voronezh/zapchasti_i_aksessuary/klyuch_pompy_lachetti_neksiya_lanos_kruz_gm_na_41_ 1107349456">замена помпы ваз 2114 какие ключи</a>
-
বড় বড় লট থেকে আপনি যেমন অনেক প্রফিট করতে পারবেন ঠিক ট্রেড টি যদি আপনার বিপরীতে চলে যাই তাহলে বেশি লস এর স্বীকার হবেন,তাই সব সময় ম্যানি ম্যানেজমেন্ট এর ডিপেন্ড করে লট নির্ধারন করতে হবে,তাহলে আপনি ফরেক্স বিজিনেস ভালো ভাবে পরিচালনা করতে পারবেন,বড় লট এর ট্রেড থেকে বিরত থাকুন।
-
প্রায় প্রতিটা ব্যাবসার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা উচিত সেটা হল লোভ বর্জন করা কারন লোভ এমন একটা জিনিস যেটা মানুষকে ধ্বংস করে দেয় তেমন ফরেক্স মার্কেট ও যদি কেউ লোভের বশবর্তি হয়ে বড় লটে ট্রেট ওপেন করে তাহলে সেখানে রিক্স থাকে আর সেখানে লসেরও সম্ভাবনা বেশি থাকে । তাই আমাদের লোভকে বর্জন করে কম লটে ট্রেড ওপেন করাই শ্রেয় ।
-
প্রায় প্রতিটা ব্যাবসার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা উচিত সেটা হল লোভ বর্জন করা কারন লোভ এমন একটা জিনিষ যেটা মানুষকে ধ্বংস করে দেয় তেমন ফরেক্স মার্কেট ও যদি কেউ লোভের বশবর্তি হয়ে বড় লটে ট্রেড ওপেন করে তাহলে সেখানে রিক্স থাকে আর সেখানে লসেরও সম্ভাবনা বেশি থাকে। তাই আমাদের লোভকে বর্জন করে কম লটে ট্রেড ওপেন করাই শ্রেয় বলে আমি মনে করি।
-
ফরেক্স ট্রেডিং এ মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করতে পারলে অবশ্যই লসের পরিমাণ কম হবে। তবে এখানে বলছেন বেসি লটে ট্রেড করলে লসের পরিমাণ বেশি এটা আমি মানতে পারলাম না। এর কারন হলো আপনার যদি ব্যালেন্স অনেক থাকে এবং মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করতে পারেন তাহলে অবশ্যই ভালো প্রফিট করতে পারবেন তবে আপনি যদি মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড না করেন এবং ব্যালেন্স যদি কম থাকে তাহলে বেশি লটে ট্রেড করলে লসের পরিমাণ বেশি হবে।
-
ব্যবসার ক্ষেত্রে য বিষয়টি সবচেয়ে বেশি স্মরণ রাখা দরকার যে যত ঝুঁকি ততো বেশি লাভের সম্ভাবনা। একই সাথে বেশি ঝুঁকির মানেই হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। এতে করে অনেকেই হয় রাতারাতি অনেক টাকা কামিয়ে ফেলছেন আবার অনেকে হঠাৎ করেই সর্বশান্ত হয়ে যাচ্ছেন। এজন্য আমাদের সবসময়ই ঝুঁকি আর সম্ভাব্য লাভের সমন্বয় করেই বিনিয়োগ করা উচিত। সেটা বড়ো লটেই হোক আর ছোট লটেই হোক।
-
ব্যবসায়ের ক্ষেত্রে মনে রাখার বিষয়টি হ'ল বিপদ তত বেশি, নেট আয়ের পরিমাণ তত বেশি। একইসাথে আরও বিপদ আরও ক্ষতি বোঝায়। এটি করে, অসংখ্য ব্যক্তি আপাতত প্রচুর নগদ নিয়ে আসছেন এবং অসংখ্য ব্যক্তি অপ্রত্যাশিতভাবে হ্রাস পাচ্ছেন। এই কারণেই আমাদের ক্রমাগত বিপদ এবং সম্ভবত উপকারের সংমিশ্রণে সংস্থান করা উচিত। তা নির্বিশেষে এটি প্রধান অংশ বা সামান্য পার্সেল কিনা।