-
ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেডিং শিখতে চায় তাদের জন্য ডেমো একাউন্টে ট্রেডিং করার সময় লং টাইম ফেম ব্যাবহার করে যাতে ট্রেডিং করে থাকে কারন লং টাইম ফ্রেম ব্যাবহার কিভাবে করে ভাল প্রফিট করা যায় তার কলাকৌশল জানতে বা শিখতে পারলে অনেক ভাল করা যায় লাইভ মার্কেটে
-
ফরেক্স মার্কেটে একেবারে যারা নতুন তাদেরকে আমি মনে করি যে তারা যে ফরেক্স মার্কেটের রিয়াল একাউন্টে সরাসরি না করে। নতুন যারা ফরেক্স মার্কেটে আসবে তাদের কেত্রে আমার মনে হয় এক ঘন্টা এবং চার ঘন্টার টাইম ফ্রেমে ট্রেড করলে ফরেক্স মার্কেটে তারা ভাল কিছু করতে পারবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সবচেয়ে ভাল হল এক ঘন্টা ও ডেইলি মার্কেটের টাইম ফ্রেম ব্যবহার করা করতে পারসেনপিস কারন ডেইলি মার্কেটে টাইম ফ্রেম মুভমেন সঠিক ভাবে বুযা যায়।আপনার নিজের মতে একটি টাইম ফ্রেম তৈরি করতে পারলে আরও ভাল কারন নিজের একটি স্ট্রেট্রেজি তৈরি হবে।
-
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । এই টাইম ফ্রেমে মার্কেট এ্যনালাইসিস করা খুবই কার্যকারী বলে মনে হয় । তাই নতুনদের জন্য ১ ঘন্টা থেকে ১ দিনের টাইম ফ্রেম ভাল বলে আমি মনে করি । ধন্যবাদ ।।
-
নতুনদের বেপারে আমি সবারসাথে একমত রেখে বলতে চাই লং টাইম ফ্রেম তাদের জন্য ভালো.কারণ দীর্ঘ সময় এর একটি ট্রেড এর ফলে ত্রাদের গণ পর্যালোচনা করার যথেষ্ট সময় পাই ট্রেড টি সম্পর্কে.যার ফলে তারা মার্কেট বুঝতে সক্ষম হয়.,কিন্তু শর্ত টাইম ফ্রেম তা অনেকটা কঠিন কারণ মার্কেট অনেক ক্ষণিক এ ক্ষণিক এ টার্ন করে.তাই আমি মনে করি লং টাইম ফ্রেম তাদের জন্য ভালো.
-
কোন টাইমফ্রেমে ট্রেড করবেন এটি নির্ভর করবে আপনি কোন ধরনের ট্রেডিং করছেন এবং আপনাার ট্রেডিং প্লান কিরকম তার ওপর । আপনি যদি একেবারেই নতুন ট্রেডার হন এবং আপনার কোন ধরনের ট্রেডিং প্লান না থেকে থাকে তাহলে বড় টােইমফ্রেম দেখে আপনি ট্রেডে এন্ট্রি নিবেন আর ছোট টাইমফ্রেম দেখে ট্রেড থেকে বের হবেন । এটাই সাধারন নিয়ম ।
-
আমি মনেকরি, নতুনদের প্রথমে ১৫- ৩০ মিনিট এর টেড নিয়ে প্রাকটিস করা উচিত। কারন এখানে বাজার প্রতিমুহূর্ত কি পরিমাণ উঠনামা করে তা বুঝা যায়। ছুট ছুট টেডে অতটা মার্কেট বুঝা যায় না। তাই নতুনদের উচিত একটু সময় নিয়ে ডেমোতে টেড করা উচিত।
-
ফরেক্স মার্কেটে আমাদের কে টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করতে হয় কারন ফরেক্স টাইম ফ্রেমের উপর নির্ভর আমাদের সফলতা কেই বলে লং টাইম ফ্রেম আবার কেই বলে শর্ট টাইম ফ্রেম আমাকে সব গুলো টাইম ফ্রেম নিয়ে আমাদের কাজ করতে হবে।
-
আমি মনে করি যেহেতু ক্যান্ডেল স্টিকের নাড়াচড়াগুলো নতুন ট্রেডারদের লক্ষ্য করতে হয় ,সেহেতু আমি মনে করি ১৫ থেকে ৩০ মিনিটের বেশি বা কম টাইমফ্রেম ব্যবহার না করাই ভাল।এতে ট্রেডিং সিগনাল ভাল পাওয়া যায় এবং ট্রেডিং এর মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলা যায়।
-
আমি যেটা মনে করি যে ফরেক্স করতে গেল টাইম ফ্রেমের বিষয়গুলো বেশ ভালভাবেই বুঝতে হবে । কেননা এগুলে ভালভাবে বুঝতে পারলে তবেই একজন ট্রেডার নিজের মধ্য বিশ্লেষণ শক্তিটা বৃদ্ধি করতে পারবে । আর টাইমফ্রেমের ক্ষেত্রে এক অভিজ্ঞ ভাইয়া আমাকে সবসময় লং ট্রাম টাইম ফ্রেম অণুসরণ করতে বলেছেণ । কেননা এই টাইম ফ্রেমে অনেক কিছূ শিখা যায় ।