-
শুরু তে ই যদি আপনি রিয়েল ট্রেড করতে যান তাহলে একটা বড় বোকামি করবেন। রিয়েল ট্রেড করার আগে আপনাকে কমপক্ষে ফরেক্স সম্পর্কে বেসিক ধারনা রাখা উচিত। আমি মনে করি ৩ থেকে ৫ মাস ডেমোট্রেড করে তারপর রিয়েল ট্রেডে করতে পারেন। তবে আপনার আয় নিরভর করবে আপনার ডিপোজিট এর পরিমান এবং দক্ষতার উপর।লোভ না করলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন।
-
:dফরেক্স মার্কেট থেকে আয় করতে পারে সকলে তবে কত আয় আসা করা জায় তার ট্রেডের অ০ভিজ্ঞতার উপর নিরভর করে ফরেক্স মার্কেট থেকে তবে মাসে ৪০ থেকে ৫০ হাজার আসা করা জেতে পারে তবে কেউ কেউ এর চেয়ে বেশি আয় করতে পারে।
-
আমার প্রথম লক্ষ টিকে থাকা। আস্তে আস্তে অভিজ্ঞতা অরজন করা। তারপর যদি সম্ভব হয় তাহলে লাভের চিন্তা করা যাবে। আর প্রথমেই লাভ করার চিন্তা করার দরকার নাই। আগে শিখি তারপরে দেখা যাবে।
-
ফরেক্স থেকে আমরা কতটা লসের আশা করব নাকি কতটা লাভের আশা করব সে বিষয়ে ক্লিয়ার না আমি মোটামুটি কিছুদিনের অভিজ্ঞতা থেকে বলছি ফরেক্স মার্কেটে প্রথমে বাস্তবিকঅর্থে লাভের আশা করা যায় না এখানে আপনি ডেমো অ্যাকাউন্টে বেশ কিছুদিন প্রাকটিসের পরে যখন লাইভ অ্যাকাউন্টে ট্রেড করবেন তখনও আপনার তিন মাস লাভের আশা বাদ দিয়ে আপনান ট্রেড প্রাক্টিস করতে হবে তখন বুযতে পারবেন কতটুকু আশা করা যায় করান অনেকের অনেক রকম আশা তাই নিশ্চিতকরে কিছুই বলা যায় না
-
ফরেক্সে আমরা ১০০ ডলার ডিপোজিট করে প্রথম প্রথম প্রতি মাসে ৭০-৮০ ডলার ইনকাম করা সম্ভব
-
ফরেক্স থেকে আমরা প্রথমে আমাদের পুঞ্জি ঠিক রাখার চেষ্টা করবে, তারপর আমাদের টার্গেট থাকবে মাসে ১৫-২০% প্রফিট হলেই চলবে।
-
ফরেক্স থেকে আমরা প্রথমে বেশি আসা করতে পারিনা কারন ফরেক্স মার্কেটে প্রথমে আসার পর ফরেক্স ট্রেড সম্পরকে ভাল কোন ধারনা থাকে না যেখানে আমরা বেশি লাভ আসা করতে পারনা তাই ফরেক্স মার্কেটে প্রথমে কিছু দিন কম লাভের আসা করা ভাল।
-
ফরেক্স থেকে প্রথমে আমাদের বেশি আশা না করা ভাল কারন ফরেক্স সম্পরকে প্রথমে কোন ভাল ধারনা থাকে না তাই প্রথমে লাভের চেয়ে ফরেক্স অভিজ্ঞতার দিক বেশি খেয়াল রাখা উচিত ফরেক্স সম্পরকে কিভাবে অভিজ্ঞতা অরজন করা জায় সেদিক নজর দিতে হবে।
-
আমারা জানি যে ফরেক্স মার্কেট থেকে খুব সহবজই টাকা আয় করা সম্ভব নয় তার জন্য আপনাকে অবশ্ই ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান লাভ করতে হবে এবং এই অর্জিত জ্ঞান এর মাধ্যমে আপনাকে সঠিক সময় ব্যবহার করে সঠিক মুহুর্তে সঠিক ট্রেড ওপেন করার মাধ্যমে আপান ভাল ফলাফল অর্জন করতে পারেন । একজন নতুন ট্রেডার যদি মাসে ১০০ ডলার আয় করতে পারে তো তা তার জন্য যতেষ্ঠ।
-
প্রথম পর্যায়ে লাভের পরিমাণ একটু কম থাকবে। আস্তে আস্তে বাড়তে থাকবে। যদি কোন ট্রেডার তরিৎ প্রফিট করার স্বপ্ন দেখে তবে তাকে খুব অল্প দিনে এই মার্কেটের বাইরে বসে থাকতে হবে। এই মার্কেট খুবই নির্মম। কোন রকম ভূল করলে আর নিস্থার নাই। তাই চেষ্টা করুন ভূল না করার। কম ভূলে অল্প প্রফিট করুন। ভবিষ্যতে তাই আপনাকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাবে।