-
আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেট এর সফলতা লাভের মূল চাবিকাঠি ই হচ্ছে দক্ষতা। দক্ষতা ছাড়া কেউ যদি ফরেক্স এ আসেন তারা হয়ত বা কিছু সময়ের জন্য লাভ করতে পারবেন তবে হ্যা আপনাকে মনে রাখতে হবে যে এই লাভ ই আপনাকে এক সময় বড় লস এর মুখে ঠেলে দিবে। তাই আগে ফরেক্স সম্পকে ভাল করে জানুন এবং ফরেক্স এর উপর ভাল দক্ষতা অজন করুন তারপর ফরেক্স এ ট্রেড করুন।
-
প্রথম প্রথম আপনি ফরেক্সে লাভ যতই করেন না কেন আপনি যদি ফরেক্সে দক্ষ না হোন আপনি দেউলিয়া হবেন এটা নিশ্চিত।আপনি যদি কোটি টাকা নিয়েও নামেন তাহলেও টিকে থাকতে পারবেন না।
-
অনেক সুন্দর পোস্ট করেছেন,আপনার পোস্ট টির জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
-
এমন অনেকেই আছে যারা কিছু না জেনেশুনে ফরেক্সে আসে। হয়ত কিছু লাভ করে আর ভাবে এভাবেই তো লাভ করতে পারি, বেশিকিছুর দরকার নেই। আর দক্ষতা অভিজ্ঞতা এদের কাছে কোন ব্যাপারই না। কিন্তু এরা যতই লাভ করুক কোন না কোন সময় ধরা খাবে। মার্কেট প্রতিটা ট্রেডার এর পরীক্ষা নেয়। অনেক ভাল ট্রেডার ও ধরা খেয়ে যায় এখানে ভাই।
-
হ্যা ভাই আপনাদের মত আমারও একই মত।অনেকেই মনে করেন ফরেক্স বুঝি খুব সহজ একটি ব্যবসা তাই অনেকেই আসে এখানে অতি সহজে ব্যবসা করতে এই ফরেক্স।তারা বুজেনা যে পচা শামুকে পা কাটা আর ফরেক্স এ ব্যবসা করা এক কথা নয়।ফরেক্স এ কাজ করতে হলে আপনাকে আগে ফরেক্স সর্ম্পকে জানতে হবে হবে জ্ঞান অর্জন করতে তাহলে আর আপনি সামান্য অদক্ষতা আর ফরেক্স মাকেটে লস করবেনা।ধন্যবাদ
-
দক্ষতা ছারা লাভ করা যাবে কিন্তু তা বেশি দিনের জন্য নয়। দক্ষতা না নিয়ে ট্রেড করতে লাগলে আমরা অল্প তেই ঝরে পরতে পারি । আপনারা কি মনে করেন । আসলে দক্ষতা ছারা কিছুই হয়না ।
আমরা বেশির ভাগ লসন করি অদক্ষতার কারণে ।
-
আসলে অদক্ষ ত্রেদার রা কখনই উন্নয়ন করতে পারে না, তারা অনেকেই ভাবেন ট্রেডিং হছে ভাগ্যের খেলা বা ইটা হছে জুয়া, মানে আপনি বাই অথবা সেল নিয়ে ভাগ্যের বশবর্তী হয়ে বসে থাকবেন, তারা ট্রেডিং বলতে মূলত এটাই বুঝেন্ম, তাই তাদেরকে নিজেদেরকে আগে ট্রেডিং শিক্ষার মাধমে ট্রেডিং করার জপ্ন্ন প্রস্তুত করে নিতে হবে. তারপর মাঠে নামতে হবে.
-
এটা ঠিক যে অনেক অদক্ষ ফরেক্স ট্রেডার রয়েছে যারা ফরেক্স ট্রেডিংয়ের তেমন কিছু জানে না কেবল জানে কিভাবে ট্রেড ওপেন করতে হয় এবং ক্লোজ করতে হয় আর তারাও প্রফিট করে তবে তা সাময়িক সময়ের জন্য তবে এটি নিশ্চিত যে তাদের অদক্ষতাই তাদেরকে বড় ধরনের লসের মাধ্যমে মার্কেটে সর্বশান্ত করবে।
-
এ ধরণের অভিঙ্গতা যাদের থাকে তারাই মার্কেট নষ্ট করে ফেলছে বা তাদের নিজেদের মূলধনটাই হারিয়ে ফেলছে।আপনি বাই সেল দিয়ে আন্দাজে ট্রেড করে সময়িক সময়ের জন্য কিছু হয়তো প্রফিট করতে পারেন ।কিন্তু এর পরবর্তী সময়ে কি হবে তা কি একবার ভেবে দেখেছেন।সুতরাং আগে নিজেকে এ বিষয়ে ভালভাবে গড়ে তুলতে হবে এবং তারপর ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের অনেক সময় আমরা অদক্ষতার সাথে ফরেক্স ট্রেডিং করে থাকি ফলে আমরা অনেক লস করে ফেলি,তাই আমাদের উচিৎ ভালভাবে ফরেক্স শিক্ষা গ্রহন করে যদি ফরেক্স মার্কেট এ এনালাই করে ফরেক্স ট্রেডিং করে থাকি তাহলে আমাদের অনেক প্রফিট হবে।