-
আসলে আমি ফরেক্স মার্কেটে নতুন তাই এমন অভিজ্ঞতা এখনো হয়নি। তবে সিনিয়রদের কাছ থেকে শুনেছি অনেকেই রাতের ঘুম হারাম করেছেন, বিষেশ করে যখন ট্রেড ওপেন থাকে এবং সেটা লসের দিকে থাকে। কোন ট্রেড লসে রেখে কিছুতেই ঘুম আসে না। যখন ট্রেড ওপেন থাকে তখন সবসময়ই টেনশন কাজ করে যেকোন সময় আরো লসের দিকে যেতে পারে এই ভেবে। আসলে সমস্যাটা বেশিরভাগ দেখা যায় নতুন ট্রেডারদের মধ্যে। প্রথমিক পর্যায়ে আবেগ এবং নার্ভাসনেস কাজ করে। তবে সময়ের সাথে সাথে যখন অভিজ্ঞতা বৃদ্ধি পায় তখন আর এমনটা হয় না।
-
মার্কেটে ট্রেড করার জন্য রাতের ঘুম হারাম করার প্রয়োজন হয় না। আপনার এনালাইসিস যদি ঠিক থাকে এবং সঠিক সময়ে ট্রেড ধরে থাকেন তাহলে টেনশন করার প্রয়োজন নেই। শুধু স্টপ লস এবং টেক প্রফিট টুলস দুইটি ব্যবহার করবেন। টেক প্রফিট অপশনে আপনি কত পিপস প্রফিট হলে আপনার ট্রেড ক্লোজ করতে চান সেই পিপস উল্লেখ করে দিন। মার্কেট যখন ওই পজিশনে চলে যাবে তখন আপনার প্রফিট হয়ে ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। অন্যদিকে অতিরিক্ত ঝুঁকি এড়াতে আপনি কত পিপস লসে আপনার ট্রেড ক্লোজ করতে চান সেটা স্টপ লস অপশনে উল্লেখ করে দিন তাহলে ওই পরিমাণ লস হয়ে আপনার ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে।