-
ফরেক্স মার্কেট লাভ লস এ দুটির সম্বন্বয় গঠিত। এখানে যারা অভিজ্ঞ তারা প্রফিট করতে পারে, আর যারা অনভিজ্ঞ তারা এখান থেকে বেশির ভাগ সময় লস করে থাকেন। আমিতো পূর্বে অনেকবার ব্যালেন্স 0 করেছি। আমার যখন প্রথম ব্যালেন্স 0 হয় তখন আমি মনে খুব কষ্ট পেয়েছিলাম। কিন্তু এর পরবর্তীতে সময় লস মেনে নেওয়া ধৈর্য অর্জন করেছি। আমি গত মাসেও ব্যালেন্স জিরো করেছি। আমার ব্যালেন্স জিরো করার পেছনে যে সকল কারণ থাকে পরবর্তী সময়ে তা সমাধান করে ঠিক করে চেষ্টা করি।
-
যে কোনো আকারের লোকসানের কারণেই মন অত্যন্ত খারাপ হয়। সেটা এক ডলারই হোক আর এক মিলিয়ন ডলারই হোক না কেন। আর যদি লসের পরিমাণ এমন হয় যে ব্যালেন্স শূন্য বা ঋণাত্মকে চলে যায় তাহলে তো কথাই থাকে না। তাই বিনিয়োগ করার সময় যথেষ্ট সচেতন থেকে সাবধানতার সাথে ব্যবসায় পরিচালনা করা উচিত। আমি ফরেস্টে খুবই নতুন একজন। এ বিষয়ে আমার খুবই সামান্য ধারণা। ধারণাটা এমন যে এক সাগর পানির মধ্যে এক ফোঁটা।আমি এই সম্পর্কে কোন চিন্তা করার পরে আছে। ভাবনা হ'ল সমুদ্রের জলে এক ফোঁটা। বলা হচ্ছে, আমার বেতন যদি শূন্য হয়, তবে আমি গুরুতরভাবে ঠেকব
-
যে কোনও আকারের হ্রাস মানসিকতাটিকে অবিশ্বাস্যরূপে ভয়ঙ্কর করে তোলে। তা ডলার হোক বা এক হাজার ডলার হোক না কেন।সেটা এক ডলারই হোক আর এক মিলিয়ন ডলারই হোক না কেন। আর যদি লসের পরিমাণ এমন হয় যে ব্যালেন্স শূন্য বা ঋণাত্মকে চলে যায় তাহলে তো কথাই থাকে না। তাই বিনিয়োগ করার সময় যথেষ্ট সচেতন থেকে সাবধানতার সাথে ব্যবসায় পরিচালনা করা উচিত। আমি ফরেস্টে খুবই নতুন একজন।নিজের কষ্টার্জিত টাকা ইনভেস্ট করে যখন ব্যালেন্স জিরো হয়ে যায় তখন খুবই খারাপ লাগে আবার যখন সেই হারানো ব্যালেন্স সমন্বয় হয়ে যায় তখন প্রফিট অর্জনের চেয়েও আনন্দের মনে হয়।এজন্য মাঝে মাঝে আমার মনে হয় হারানো ব্যালেন্স উদ্ধারের জন্য যত অপেক্ষা করতে পারি। প্রফিট অর্জনের জন্য তত অপেক্ষা করা সম্ভব হয় না। যদি ব্যালেন্স জিরো না করে সেই সময়টায় আমরা অল্প অল্প করে প্রফিট অর্জন করতে পারতাম তাহলে অনেক ভাল হত। এজন্য প্রয়োজন মানি ম্যানেজমেন্ট অনুসরণ।
-
লস করলে খারাপ লাগবে এটাই স্বাভাবিক। ফরেক্স মার্কেটে কেউ লস না করে ভালো ট্রেডার হতে পারে না। প্রথম সময়টা খুব হতাশায় কাটে, মনে হয় যে ফরেক্স ছেড়ে দেই এবং অন্য কাজ করি। মাঝে মাঝে দুই এক দিন বিরতি নেই যখন একাউন্ট শূন্য হয়ে যায়। পরে আবার চিন্তা করি যে এটি আমার কর্মস্থল এখানে আমাকে ফিরে যেতে হবে এবং এখানেই ভালো-খারাপ সব মিলিয়ে মেনে নিয়ে থাকতে হবে। কোন ব্যবসাতেই সব সময় প্রফিট হয় না কিছু কিছু সময় লসের মুখ দেখতে হয়। আমাকে অনেক ভালো সময় দিয়েছে ফরেক্স তার জন্য খারাপ সময়গুলোতে ভুলে থাকতে চাই এবং ভুল থেকে ভালো কিছু করতে চাই।