-
আমি ফরেক্স এ নতুন অবস্থায় অনেক বার লস করেছিলাম। এতটাই লস করেছিলাম যে আমি অনেকটা আশ্বাস হারিয়ে ফেলেছিলাম। একদিন নিজেকে বুঝ দিয়ে আবার শুরু করলাম এবং কোন প্রকার অজুহাত না করে ফরেক্স এর সকল বিষয় গুলো অনুশীলন করে তারপর আস্তে আস্তে করে সব কিছু বুঝে ট্রেড করা শুরু করলাম এবং আমার মনের একটি জিদ ছিল যে এবার লস দিব না। ঠিক আমি সব কিছু বুঝে মার্কেট সঠিক এনালাইসিস করে ট্রেড করলাম তারপর থেকে আমি লাভ ও প্রফিট করা শুরু করলাম।
-
পরামর্শটি আমাদের মতো নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো কাজের সফলতার ভিত্তি হচ্ছে তার অসফলতার কষ্ট, পরিশ্রম আর বিশেষত ধৈর্য। এগুলো না থাকলে ফরেক্স তো দূরের কথা জীবনের কোনো কাজেই সাক্সেস সম্ভব নয়। প্রথম দিকে ব্যর্থতা আসবেই এইটাই স্বাভাবিক। তবে এমন সময়ে আপনাদের এমন ইন্সপিরেশন খুবই জরুরী।