যে ভাই যা লিখেছেন অনেক গুরুত্বপূর্ণ এবং কাজের একটা ব্যাপার। অনেক জিনিসই পয়েন্ট আউট করেছেন যা ভবিষ্যৎ আমাদের সকলের কাজে লাগবে যারা নতুন এ সম্পর্কে জানেনা তাদের অনেক সাহায্য হবে বলে আমার মনে হয়।
Printable View
যে ভাই যা লিখেছেন অনেক গুরুত্বপূর্ণ এবং কাজের একটা ব্যাপার। অনেক জিনিসই পয়েন্ট আউট করেছেন যা ভবিষ্যৎ আমাদের সকলের কাজে লাগবে যারা নতুন এ সম্পর্কে জানেনা তাদের অনেক সাহায্য হবে বলে আমার মনে হয়।
একজন সফল ট্রেডারের নিম্নরুপ বৈশিষ্ট্য থাকা দরকারঃ-
১। ফরেক্সে সফল হওয়ার জস্য সর্বোপ্রথম ফরেক্স সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে
২। দ্বিতীয়ত লোভ নিয়ন্ত্রন করা সফলতার অন্যতম পন্থা
৩। উচ্চাভিলাষী না হওয়া- উচ্চাভিলাষী মনোভার নিয়ে কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়।
৪। ধৈর্যশীলতা- সঠিক সময়ের জন্য অপেক্ষা করা
৫। সহজে মানিয়ে নেয়ার প্রবনতা- মার্কেটের গতিবিধির সাথে তাল মিলিয়ে চলা ইত্যাদি।
৬। মানসিক দৃঢ়তা- মনের সাথে যুদ্ধ করে টিকে থাকা ইত্যাদি।
এসব বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে আপনি সফলতার পথে অরেকদূর এগিয়ে থাকবেন।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।