ফরেক্স মার্কেট যেহেতু একটি অনলাইন ব্যবসা তাই এখানে আপনি আপনার ইচ্ছামত ট্রেড করতে পারেন । তাই আপনাকে অনেক বেশি বুঝে কাজ করতে হবে এত রিক্স না নিয়ে সুযোগের অপেক্ষা করা উচিৎ।
Printable View
ফরেক্স মার্কেট যেহেতু একটি অনলাইন ব্যবসা তাই এখানে আপনি আপনার ইচ্ছামত ট্রেড করতে পারেন । তাই আপনাকে অনেক বেশি বুঝে কাজ করতে হবে এত রিক্স না নিয়ে সুযোগের অপেক্ষা করা উচিৎ।
ফরেক্স মার্কেটে রিস্ক নিয়ে ট্রেড করা মানে হচ্ছে নিজে পায়ে নিজে কুড়াল মাড়ার মত, এই ক্ষেত্রে ভাগ্য সহায় না হলে রিস্ক তখন আপনার ব্যালেন্স এর জন্য রিস্ক হয়ে যাবে। সবসময় ভাগ্য আপনার সাথে নাও থাকতে পারে আর তখন ওভার কনফিডেন্ট কাজে লাগবে না। কনফিডেন্ট থাকা ভাল তবে ওভার কনফিডেন্ট ভাল না। একদিকে ঝুকি যেমন আপনাকে ভাল প্রফিট এনে দিতে পারে আবার অন্যদিকে মার্কেটের উলটা মুভমেন্ট আপনার ব্যালেন্স জিরোও করে দিতে পারে।
ফরেক্সে রিক্স নিয়ে ট্রেড মোটেও ভালো না। কারন আপনি লসে পরতে পারেন। রিস্ক নিলে আপনার আকাউন্ট এর জন্য ক্ষতিকর। আপনি সবসময় চেস্টা করবেন রিস্ক কম নিয়ে বেশি প্রফিট করার জন্য। আর ফরেক্স সবাই চাই লাভ করার জন্য।
ফরেক্সে রিক্স নিয়ে ট্রেড করে যতটা
লাভবান হওয়া যায় আবার ততোটা লসও হতে পারে। আমরা সবাই কোম রিস্ক নিয়ে ট্রেড করার চেষ্টা করব। বাংলাদেশে প্রবাদ আছে। আপনারা অবস্যই জানেন। আমি সবোর্চ্চ ০০.৫ এ ট্রেড করি আপনারা কত দিয়ে ট্রেড করেন?
ফরেক্স মূলত রিস্কের ব্যবসা অর্থ্যাৎ ফরেক্সে প্রতিটিা ট্রেডেই প্রচুর ঝুঁকি থাকে কারণ মার্কেট সবসময় আমাদের অনূকূলে থাকে না যার কারণে আমরা যে সব ট্রেড ওপেন করি তা সবসময় উঠানামার মধ্য দিয়ে যায় এতে করে কেউ আগে থেকে বলতে পারে না যে এখানে নিশ্চিত লাভ হবে ! আমরা যারা নতুন ট্রেডার আছি তাদের সবসময় উচিত হবে যত পারা কম করে রিস্ক নেওয়ার চেষ্টা করা কারণ বেশি রিস্ক নিলে অনেক সময় একাউন্ট জিরো হতে বেশি সময় নেয় না
হুম , ফরেক্স এ কিছুটা রিক্স নিয়ে ট্রেড করা যায়। তবে শর্ত আছে আপনার রিক্স নেওয়ার পরিমান এ লাভ বা লসের অনুপাত হিসাব করে নিন। আমি মনে করি এক্ষেত্রে ৬০/৪০ ভালো হয়। তবে এনালাইসিস ছাড়া রিক্স নিয়ে কোন লাভ নায়। আনাড়ি ট্রেডার হিসেবে বিবেচিত হবেন তখন। তাই লাভের বা লসের ক্ষেত্রে নির্দিষ্ট লিমিট রাখুন।
প্রত্যক মানুষেই কথায় কথায় বলে রিক্স না নিলে নাকি জিবনে উন্নতি করা জায়না। কিন্তু ফরেক্স মার্কেটে আপনি যদি রিক্স নিয়ে ট্রেড করতে যান তাহলে আপনার লাভের ছেয়ে ক্ষতি বেশি হবে। তবে একাউন্ট বেশি ব্যলেন্স থাকলে রিক্স নেওয়া যায়।
যাদের রিস্ক নেওয়ার অভ্যাস আছে রিস্ক নিতে পছন্দ করেন তবে ভাই আপনাদের জন্য বলছি রিস্ক নিলে অন্য জায়গায় নেন ভাই ফরেক্স মার্কেটে রিস্ক নিলে পথে বসতে হবে পরিনাম অশুভ একটা আছে প্রচলিত নো রিস্ক নো গেইন তবে এটা ফরেক্স এর ক্ষেত্রে প্রযোজ্য না বলে আমি মনে করি কারন ফরেক্স ট্রেড যারা করছে তারা বেশির ভাগ ট্রেডার লস করতে করতে এই পর্যস্ত এসেছে।
প্রতিটা ব্যবসাতেই রিস্ক আছে। রিস্ক ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সেও তেমনি রিস্ক আছে। এখানে রিস্ক নিতেও হবে। কিন্তু এর জন্য আপনার পর্যাপ্ত ব্যাক আপ থাকতে হবে। রিস্ক সবসময় ভেবে চিনতে নিতে হবে। ভুলভাল রিস্ক নিলে তো লসের চান্স বেশি থাকবেই। তবে আমার মনে হয় শুরুর দিকে রিস্ক না নেয়াই উচিত।