-
ফরেক্স মার্কেট এ একজন সফল ফরেক্স ব্যাবসায়ি ফরেক্স থেকে অনেক সহজে দক্ষতার সাথে ইনকাম করতে পারে কারন তারা ফরেক্স মার্কেট এ সফল,তারা অনেক কিছু দেখে ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করে ইনকাম করে থাকে তারা মানি ম্যানেজমেন্ট সিস্টেম,ফরেক্স মার্কেট এনালাইসিস, ফরেক্স নিউজ দেখে ট্রেডিং করে থাকে।
-
আবেগ নিয়ন্ত্রণ করাই ফরেক্স মাকের্টে সবচেয়ে বড় বিষয় বলে আমার মনে হয় । সব জায়গায় যেমন সবকিছু চলেনা তেমনি ফরেক্স মাকের্টেও আবেগ চলেনা । এখানে আপনাকে লজিক দিয়ে কাজ করতে হবে । আর ধৈর্যের ক্ষেত্রেতো আরো বেশি বলে আমার মনে হয় । প্রচুর ধৈর্য লাগে এখানে টিকে থাকতে হলে ।
-
হা ভাই আপনার কথার সাথে আমি একমত। ফরেক্স ট্রেডিংএ আবেগের কোন স্থান নেই। আবেগ নিয়ে ট্রেডিং করতে গেলে হবে না। লস করতে হবে। আগে পিছে ভেবে তারপরে ট্রেডিং করতে হবে। কারন এটা তাকার খেলা। এখানে লস করা যাবে না। লস করলে সেটা পুরন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে এসে আমি অনেক কিছু শিখতে পারলাম আবেগ দিয়ে কখনো কিছু করা যায় না। ফরেক্স মার্কেটে যদি আবেগ ধরে রাখতে নাপারেন তাহলে এই মার্কেট থেকে আপনাকে বিদায় নিতে হবে একটু সময়ের অপেক্ষা। ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের এই মার্কেটের কুটি নাটি দিক নিয়ে বেশিকরে কাজ করতে হবে।
-
ব্যাবসা মানে লাভ এবং ক্ষতি।সকল ব্যযবসায় লাভ এবং ক্ষতি দুটোই আছে।যারা ব্যাবসা করে লাভ করতে পারে তার সফল ব্যাবসায়ী আর যারা পারে না তারা সফল হতে পারে না।
কিন্তু কোন ব্যাবসায়ে আবেগ থাকা ভালো না।আবেগ খুব খারপ জীনিস। ব্যাবসায়ে আবেগ থাকলে অনেক বড় ক্ষতি হতে পারে।একজন সফল ব্যাবসায়ী হতে হলে অবশ্যই আবেগ বাদ দিইয়ে নিজেকে নিয়ন্ত্রন লরতে হবে।
-
একজন সফল ব্যবসায়ী নিজেকে সম্পূর্ণরুপে নিয়ন্ত্রন করতে পারে।আর ফরেক্সে এটাই হচ্ছে একজন সফল ব্যবসায়ী প্রধান ণ্ডণ।একজন সফল ব্যবসায়ী ফরেক্সে অতিরক্ত ট্রেড করেনা তারা সুযোগের অপেক্ষায় অর্থাৎ ভালো সিগনালের জন্য আপেক্ষা করে।
-
আবেগের বসে ফরেক্স মার্কেটে ট্রেড করলে সফল হওয়া খুবই কষ্ট সাধ্য ব্যাপার । একজন ট্রেডার এর বৈশিষ্ট হচ্ছে তার নিয়ন্ত্রীত ট্রেড করার কৌশল । কেননা লোভের বসে বা আবেগের বসে ফরেক্স মার্কেটে ট্রেড করলে ব্যলেন্স শূন্য হতে মূহুর্ত সময় লাগবে না । মানি ম্যানেজমেন্ট এবং মার্কেট এ্যনালাইসিস ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
-
একজন সফল ব্যবসায়ী অবশ্যই তার কিছু গুণ থাকা প্রয়োজন । এই গুণ যার ভিতরে আছে সে অবশ্যই জীবনে উন্নতি করতে পারে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অবশ্যই আপনারা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে তাহলে অবশ্যই সফলকাম হতে পারব ।
-
আমি ডেমো ট্রেড করার সময় আবেগি হয়ে যায় এই খানে পড়ে যা বুঝলাম ফরেক্স মার্কেটে আবেগের কোন স্হান নেই । আবেগ নিয়ত্রন করতে হলে আমকে কি করা উচিত কারন ফরেক্স মার্কেটের গুরুত্বপুর্ন কয়েকটি নিয়মের মধ্যে একটি হল আবেগ আর আবেগ থেকে দুরে থাকতে হবে ।
-
একজন সফল ব্যবসায়ী আবেগ প্রবণ হলে চলবে না। তাকে অবশ্যই নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। ফরেক্স ট্রেডে ভাল সুযোগ বার বার আসে না। যখন সুযোগ আসে বুঝে শুনে তখনই কাজে লাগাতে হবে। ধৈর্যের সাথে সুযোগের অপেক্ষা করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না- এটাই হলো নিজেকে নিয়ন্ত্রণ করা। নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারলেই আস্তে আস্তে সফলতা ধরা দিবে।