-
1 Attachment(s)
[attach=config]16337[/attach]
bbs ডাবল হওয়ার মত অবস্থানে এসে বসে আছে। তার কমতে কমতে দেয়ালে পিঠ থেকে গিয়েছে ...প্যাটার্ন অনেক ভাল তার একটা স্ট্রং ব্রেক আউট দরকার হবে ২৩-২৪ টাকায় -- তার বর্তমান প্রাইচ ১৭ টাক --- আমার ধারনা শেয়ারটা ৩৪-৩৭ টাকা মিনিমাম হওয়ার মত অবস্থায় আছে । এটা বিগ গেইম হলে আরও অনেক বেশি বারবে।
-
1 Attachment(s)
চ্যানেল ব্রেক অউট সাক্সেস্ফুল্লি ...সামনে আস্তে আস্তে সব ইনডিকেটর পজেটিভ ট্রেন্ড শো করবে, macd যদিও সিগন্যাল লাইনকে ক্রস করে তবে সেটা জির লাইনের নিচে অবস্থান করছে , খুব শিগ্রি এটা জির লাইনের উপরে অবস্থান করবে, rsi ভ্যলু সামনে বুলিশ জোনে ধুঁকতে শুরু করবে ,ড়েজিস্টেন্স ব্রেক করবে, হায়ার হাই করবে... তাহলে সবাই মার্কেট নিয়ে পজেটিভ হবে। মার্কেট তাহলে নতুন উচ্চতায় যাওয়ার জন্য যাত্রা শুরু করবে , জাস্ট একটু অপেক্ষা করেন , স্মার্ট মানি কিনতে শুরু করবে শেয়ার ...বিস্তারিত চিত্রে , ভাল ভাবে লক্ষ করলে আপনি নিজেই সব পরিষ্কার হয়ে জাবেন
[attach=config]16377[/attach]
-
1 Attachment(s)
ডাউন ট্রেন্ড এ ১১ টা ক্যান্ডেল পাওয়া গিয়েছে রেড (Bearish) ১৩ টা ক্যান্ডেল এর মদ্ধে । আপ ট্রেন্ড এ ৪ টা ক্যান্ডেল পাওয়া গিয়েছে সবুজ (Bullish) ৫ টা ক্যান্ডেল এর মদ্ধে ।
[ATTACH=CONFIG]16432[/ATTACH]
-
1 Attachment(s)
বর্তমান মার্কেট এর এমন সক্ষমতা আছে । যদি সে মুভমেন্ট কাল থেকেই শুরু করে তাহলে নেক্সট ৩ দিনে ১২০-১৩৫ পয়েন্ট মুভমেন্ট করতে পারে বলে আমি মনে করছি ।
কাল মিনিমান ৪৫ পয়েন্ট পজেটীভ আশা করছি , আর যদি সেটা হয়ে যায় তাহলে নেক্সট যাত্রা শুরু... যারা শেয়ার কমলে কিনবেন বলে এখন ও বসে আছেন তাদের হয়তো এমন সুযোগ মার্কেট মুভার/ স্মার্ট প্লেয়ার / ইনিস্টিটিউট না ও দিতে পারেন । ইনডেক্স ধরে তুলে দিতে পারেন , ক্রিস্ট্রাল ক্লিয়ার ব্রেক অউট ।
এতে আপনার আর মার্কেট নিয়ে সন্দেহ যেন না থাকে , এমন স্লুইশন করে দিতেই পারেন ।
DSEX :
RSI=61.34 Bullish
MFI=70.97 Bullish
৩৯ দিনের হাইস্ট ক্লোজিং প্রাইচ এ অবস্থান করছে
[ATTACH=CONFIG]16520[/ATTACH]
-
1 Attachment(s)
মার্কেট এর সাপোর্ট দেওয়ার জন্য অনেক সময় অনেক শেয়ার অনেক বড় ভুমিকা রাখে । শেয়ার মার্কেট শেয়ার প্রাইচ কিছু সময় কিছু কিছু শেয়ার এর বৃদ্ধি পাবে , এবার পুনরায় তাদের শেয়ার প্রাইচ কারেকশন হবে এটা স্বাভাবিক বিষয় , প্রবলেম সেখানেই হয় , যেখানে কোন শেয়ারের প্রাইচ শার্প ফল করে , যা অনেক সময় ইনডেক্স এর উপর প্রভাব বিস্তার করতে পারে । তখন ওই জাতীয় শেয়ারের শার্প ফল এর কারনে ইনডেক্স যেন প্রভাবিত না হয় তখন মার্কেট মেকার অনেক সময় তাদের শার্প ফ্লের বিপরীতে অন্য কিছু শেয়ার যারা হয়তো নিচে পরে ছিল অথবা তাদের কারেকশনের মধ্যে অন্য শেয়ারের বাড়ার সুযোগ করে দেওয়ার মাধ্যমে ব্যলেন্স করার ব্যবস্থা করে থাকেন, এতে করে মার্কেট এর সার্বিক কোন পরিবর্তন ইনডেক্স এর মাধমে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না । যাদের কারেকশন হওয়া দরকার তাদের কারেকশন সঠিক ভাবে করিয়ে মার্কেট কে সঠিক অবস্থানে ধরে রাখতে পারেন ,
কারেকশন আর মার্কেট এর এক্সজিট এক না , মার্কেট তো তার লং টার্ম কারেকশন শেষে হায়ার হায় ই করতে সক্ষম হয় নাই , তাহলে মার্কেট এর মাইর কোথায় থেকে আসলো , মার্কেট এ টাকার জোয়ার যে সব শেয়ারে এত দিন কন্টীনিউ আসছিল , সেখানে এখন ওই টাকার জোয়ার আপাতত ওই সব শেয়ার এ আগের মত না থাকার সম্ভাবনা । টাকার জোয়ার এখন হয়তো অন্য কোন দিকে যেতে পারে , আর যদি টাকার এই জোয়ার একাধারে এক সপ্তাহে একই দিকে ধুঁকতে শুরু করে তাহলে হয়তো , যে দিকে এই টাকার ফ্লো প্রবাহিত হবে , সেদিকে সোনার ফসল ফলতে পারে
[ATTACH=CONFIG]16539[/ATTACH]
-
1 Attachment(s)
এই মার্কেটে অনেক শেয়ার এর মদ্ধে , আপনাদের শেয়ার , জনপ্রিয় প্যাটার্ন ফরমেশন এর জন্য রেডি হচ্ছে , সামনে তার কাপের সেপ প্রথমে রেডি করবে যা ১০৬ টাকা , এর পর হ্যান্ডেলের অপেক্ষায় ।।
orioninfu
[attach=config]17858[/attach]