-
আপনি একদম ঠিক কথা বলেছেন আমরা অযথা হতাশায় পড়ে অনেক সময় অনেক ট্রেড নিয়ে নি যেটি পরবর্তী সময়ে গেলে দেখা যায় যে 50 বা অনেক সময় তার অধিক হয়ে যায়। এই ক্ষুদ্র ক্ষুদ্র ট্রেড থেকে সবসময় ভালো পরিমাণে অর্থ উপার্জন করা যায় না কেননা অনেক সময় এল ট্রেড গুলি বিপরীতমুখী হয়ে যায় তখন আমরা সমস্যার সম্মুখীন হই। এমন ক্ষুদ্র ক্ষুদ্র ট্রেড গ্রহণ করার চাইতে প্রতি মাসে যদি আমরা চার পাঁচটা ভালো এন্ট্রি নিতে পারি তাহলে দেখা যায় যে আমাদের প্রফিট এর পরিমাণ সেই ক্ষুদ্র ট্রেড এর তুলনায় বেশি হয়। প্রতি সপ্তাহে দু'তিনটি নিউজ থাকে সেই দুই তিনটি নিউজ থেকে যদি আমরা দুইটি নিয়েও কাজে লাগাতে পারি তাহলেও মাসে হিসাব করলে আটটি ট্রেড হয় সে আটটি সফল ট্রেড থেকে আমরা ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারি একশটি ক্ষুদ্র ক্ষুদ্র ট্রেড করার চাইতে। প্রফিট অর্জনের জন্য বেশি বেশি ট্রেড নিলে তা থেকে সাফল্য অর্জন হবে এমন নয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেই কম ন্ট্রি নিয়েও ভাল প্রফিট অর্জন করা সম্ভব।
-
Vঅনেকেই বেশী বেশী ট্রেড করার জন্য ঝুকি নেই। আসলে যদি সঠিক মত করে চারটি-পাচঁটি করে ট্রেড করি তাহলেই এই ট্রেড থেকেই অনেক প্রফিট পাওয়া যাবে। আর যদি আমরা বেশী পেয়ার এ ট্রেড করি তাহলে দেখা যায় যে আমরা প্রফিট এর তুলনায় লস করে বসে আসি। তাই আমার মতে একাধিক ১০০ টি ট্রেড না করে সঠিক টার্গেট করে চারটি-পাচঁটি ট্রেড করলে প্রফিট করা যাবে।
-
বর্তমানে নতুন ট্রেডার ভাইগণ একটি ভুল করে থাকেন সেটি হল মার্কেট এনালাইসিস না করেই একাধিক পেট করে থাকেন আমি মনে করে একাধিক ট্রেড করার থেকে আমি যদি বুঝে শুনে একটি ট্রেড করতেও পারি তাতে অনেক লাভ এর জন্য অবশ্যই মার্কেট সম্পর্কে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা এবং ধৈর্য্য থাকা আবশ্যক না হলে ফরেক্স মার্কেটে টিকে থাকা অসম্ভব। প্রতি মাসে শুধু চারটি ট্রেড করে আপনি যা লাভ করবেন তা অত্যন্ত নগন্য হবে যদি না আপনার বড় ক্যাপিটাল না থাকে অথবা আপনি বেশি রিস্ক নিয়ে বেশি লাভের আশায় বড় লটের ট্রেড ওপেন না করেন । আর একবার ভাবুন তো যদি ক্যাপিটাল বড় থাকে তাহলে আপনি বড় লট নিবেন আর যদি লস হয় তাহলে অনেক বড় লস হবে । আর সেই ক্ষতি পোষানোর জন্য আপনাকে আরও ট্রেড করতে হবে । তাই আমি মনে করি ট্রেড করতে হবে সপ্তাহে ৩ দিন ।