-
বর মূলধন নিয়ে ব্যাবসা আরাম্ভ করলে কিছু সুবিধা আছে, যেমন মানি ম্যানেজমেন্ট এর হিশাবতা আরও শক্ত ভাবে করা যায়, যেটা আমারা ছোট অ্যাকাউন্ট করতে পারিনা। কারন অধিকাংস ত্রেদার ২০০ থেকে ৫০০ এর বেশি ডলার এর বেশি ইনভেস্ত করেন না ( আমি নতুনদের কথা বলছি), তখন অধিকাংশ সময় তারা মানি ম্যানেজমেন্ট এর নিয়ম অনুশরন না করে একটু বেশি ঝুকি নিয়ে থাকেন অপরদিকে বড় মূলধন হউয়ার কারনে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম সঠিক ভাবে অনুশরন করা যায়।
-
আমি একজন পেশাদারী ফরেক্স ট্রেডার আমি মনে করি যেকোন মূলধন দ্বারা ফরেক্স এ এ্যাকাউন্ট ওপেন করা যায় । ফরেক্স এ নিয়মিতম কাজ করলে টিকে থাকা যায় । আর যদি নিয়মিত কাজ না করা হয় তবে একাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা টিকে থাকতে অসুবিধা হয় । তবে যখন কেউ বেশী ঝুকি নিয়ে কাজ করে তখন বড় মূলধন সাহায্য করে অথ্যাৎ বড় মূলধন থাকলে কাজ করা যায় । সুতরাং বড় মূলধন ঝুকির ক্ষেত্রে সাহায্য করে ।
-
ফরেক্স
হা আমি মনে করি বড় মুলধন ফরেক্সে টিকে ঠাকতে সাহায্য করে।বড় মুলধনদিয়ে কাজ করলে তাড়াতাড়ি ব্যালেন্স সেস হই না।তাই অনেক সময় ধরে কাজ করা যাই।
-
ছোট মূলধন এ ঝুকি বেশি এবং স্বল্প সময়ের ইনভেস্টমেন্ট ছাড়া বড় ইনভেস্টমেন্ট সম্ভব নয় ............... কিন্তু নতুন দের জন্য ছোট মুলধন নিয়ে নামাই শ্রেয়
-
ফরেক্স থেকে লাভের সর্বপ্রথম শর্ত হচ্ছে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করা। এটা না মেনে এখানে যে যত বেশি ইনভেস্ট করুকনা কেন লাভের মুখ কেউ ই দেখবেনা। তবে হ্যাঁ বেশি ইনভেস্ট করতে পারলে আমরা লং টাইম ট্রেড করতে পারবো। আর লং টাইম ট্রেড করতে পারলে আমরা নিশ্চিন্ত মনে ট্রেড করতে পারবো। তখন আমাদের বেশি রিস্ক নেয়ার দরকার পরবেনা। তবে মানি মযানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া দরকার।
-
হ্যা আমি মনে করি বড় মূলধন নিয়ে ফরেক্স করলে ফরেক্স মার্রকেটে টিকে থাকা সম্ভব এতে করে মনোভল বাড়ে অনেক যা ছোট মূলধন এর ক্ষতরে হয় না । ছোট মূলধনে অনেকটা ট্রেড করতে সমস্যা হয় ।
-
আমি মনে করি বেশি মুলধন হলে যে ব্যবসা ভাল হবে তার কোন নির্চয়তা নেয় এই বিষয়ের ওপর যদি তার কোন জ্ঞান না থাকে কম মুলধন হলেও যা আবার বেশি হলেও তা একই রকম। যারা এই কাজ সর্ম্পকে ভাল জ্ঞান আছে তাদের কথা অন্য রকম। আর ভাল জ্ঞান থাকাও যদি মুলধন কম থাকে তাহলে আবার বেশি লটে ট্রেড ওপেন করা যায় না। তাই বলা যায় যে বেশি মুলধন থাকার পাশাপাশি ভাল জ্ঞান থাকা প্রয়োজন হয়।
-
হ্যা বর ক্যাপিটাল বা বেহসি ক্যাপিটাল নিয়ে ত্রাদে করলে ফরেক্স মার্কেট এ অনেকক্ষণ টিকে থাকা যায়,এতা থিক কিন্তু মানি মানাজেমেন্ত ও এক্তা মুল বেপার জা আপনাকে সথিকভাবে অ্যাপ্লাই করতে হবে।এতা একমাত্র অভিজ্ঞ ত্রাদের ই করতে পারেন।সবকিছুর মুলে অভিজ্ঞতা দরকার এজন্য ফরেক্স সম্বন্ধে সথিক জ্ঞ্যান অবশ্যই প্রয়োজন।
-
ফরেক্স এ মুলধন ছোট হক আর বড় হক , এটার যথাযথ ব্যবহার করতে হবে । মুলধন বড় হলে যে আপনি ফরেক্স এ টিকে থাকবে না এ কথাটা ঠিক না । ট্রেড করার আগে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট এবং এনালাইসিস মানতে হবে ।একজন ভাল ট্রেডার না হওয়া পর্যন্ত ফরেক্স এ বড় মুলধন দিয়ে ট্রেড করা ঠিক হবে না । কারন এতে লসের সম্ভবনা বেশি থাকে । একটি কথা মনে রাখা ভাল ,লোভে পরে ঝুকি নিলে এর ফল সব সময় ভাল হয় না । কোন না কোন একসময় এর কুফল ভোগ করতে হবে ।
-
বড় মূলধন কখনোও আপনাকে ফরেক্সে টিকে থাকার নিশ্চয়তা দিতে পারবে না কেননা আপনার টাকা থাকতে পারে কিন্তু যদি ফরেক্স ব্যবসা সম্পর্কে কোন জ্ঞান না থাকে তবে আপনি ফরেক্স ট্রেডিং এ টিকে থাকতে পারবেন না । তাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ফরেক্স সম্পর্কে ধারনা থাকা আবশ্যক ।