ফরেক্স করবেন আর লস করবেন না সেটা তো আর হতে পারে পারেনা । তবে আপনার কথা শুনে বুঝতে পারলাম আপনি নিয়মিত লস করতেছেন ।এর থেকে বাচার উপায় হলো মন দিয়ে ট্রেড করুন । অ্যানালাইসিস ছাড়া কোন ক্রমেই ট্রেড করবেন না । মানি ম্যানেজমেন্ট করতে কখনো যেন ভুল না হয় ।
Printable View
ফরেক্স করবেন আর লস করবেন না সেটা তো আর হতে পারে পারেনা । তবে আপনার কথা শুনে বুঝতে পারলাম আপনি নিয়মিত লস করতেছেন ।এর থেকে বাচার উপায় হলো মন দিয়ে ট্রেড করুন । অ্যানালাইসিস ছাড়া কোন ক্রমেই ট্রেড করবেন না । মানি ম্যানেজমেন্ট করতে কখনো যেন ভুল না হয় ।
আপনাকে ফরেক্স ট্রেডিং আগে ভালোভাবে শিখতে হবে।সবধরনের আবেগ পরিহার করে ফরেক্স করার চেষ্টা করুন।দীর্ঘ সময় ডেমো প্রাকটিস করুন।ফরেক্সের পেছনে অতিরিক্ত সময় দেবেন ব্যাপার না কিন্তু প্রয়োজনীয় কাজগুলো ফেলে ফরেক্সে সময় দেওয়ার প্রয়োজন নেই।স্টপলস টেকপ্রফিট ব্যবহার করুন এবং সময়মতো ঠিকঠাক ঘুমানোর চেষ্টা করুন।
ফরেক্স থেকে এখন প্রযন্ত অনেক লস করেছি অনেক হতাশা গ্রস্ত হয়েছি তাই বলে ফরেক্স এর হাল ছেড়েদেইনি আমি এখনো ফরেক্স এর জন্য কাজ করে যাচ্ছি আমি জানি আমি সফলতা আনবোই তাই আমি ফরেক্স যে পেইন দেয় তা নিতে পারি। তাই আমি বলবো ফরেক্স এ লস করলে নতুন উদ্দামে ফরেক্স ট্রেড শুরু করতে হবে । তাহলে আপনি একদিন ফরেক্স এ ভালো ট্রেডার হতে পারবেন।
ফরেক্স এ পেইন বলতে কিছু নেই। আপনি যদি পেইন নিয়ে থাকেন তাহলে পেইন আপনার হবে। কারন মার্কেট সর্বদা তার মতো করে চলবে। আর মার্কেট যেভাবে চলে আপনাকে ও সেভাবে চলতে হবে। তাই সবসময় মার্কেট যেটা বলে সেটা মেনে ট্রেড করুন। আর পেইন গেইন হবে না।
অনলাইন ব্যবসার মধ্যে ফরেক্স একটি ভাল ব্যবসা । এই ব্যবসাই ভাল করতে হলে বেশি সময় ডেমো প্রাকটিস করতে হবে , ট্রেডিং সম্পর্কে ভাল জান্তে হবে , অতিরক্ত লোভ করা যাবে না। উল্টা পাল্টা ট্রেড না
করে বুজে ট্রেডিং করলে অবশ্যই ভাল ফল লাভ করতে পারবেন।
ফরেক্স ব্যবসা করার মাধ্যমে অবশ্যই আপনি একটা জিনিস খুব ভালোভাবে নজর দিতে পারবেন যে সব দেশের মুদ্রা সর্ম্পকে সম্পক ধারণা রাখতে পারা যায় । সুতরাং আমরা সব সময় এই অভিজ্ঞতা রাখব যে ফরেক্স করে আমরা একদিন সফলতা হব ।
আমার মতে ট্রেড এর উপর জ্ঞান অর্জন করে তরপর ট্রেড করা ভাল।তাই ট্রেড সম্পর্কে জ্ঞান অর্জন করুন তারপর ট্রেড করুন তাহলে ফল ভাল পাবেন ।:ok:
ফরেক্সে বারবার লস করার মানে আপনার ফরেক্স ট্রেডিং এ যথেষ্ট অভিজ্ঞতা নেই।। ফরেক্সে অভিজ্ঞতা ছাড়া ট্রেড করলে আপনি বারবার ঈ লস করবেন।। ফরেক্সে লস করেনি এমন কোনো ট্রেডার নেই।। লস হবে এটাই সাভাবিক তবে আমাদের লস করার কারন খুজে বের করতে হবে আর একই ভুল যাতে দিতিয় বার না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।।
ফরেক্স এ প্রথম দিকে সবাই লস করে ।তবে একসময় লাভ করতে পারে । আর এজন্য ধৈর্য্য ধরে আপনাকে ফরেক্সে লেগে থাকতে হবে ও আপনাকে আরও শিখতে হবে।তাহলে ভাল ফল পাওয়া যাবে।