-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । আমাদের মত ক্ষুদ্র ট্রেডাররা স্টপ লস ব্যবহার না করলে ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না । মার্কেট এ্যনালাইসিস করে, মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড ওপেন করতে হবে এবং ট্রেড ওপেন করার সাথে সাথে একটি পরিকল্পিত লজিকাল স্টপ লস ব্যবহার কারতে হবে। স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন ।অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে ।আর টেক প্রফিট হচ্ছে অতিরিক্ত লোভ না করে একটি নির্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে ট্রেডটি আপনা আপনি বন্ধ করে দেওয়ার একটি কৌশল ।
-
ফরেক্স ট্রেডিং এ স্টপলস এবং টেক প্রফিট লাগামের মত কাজ করে । ঘোড়া যেমন লাগামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় তেমন ফরেক্স ট্রেডিং এ স্টপলস এবং টেক প্রফিট ব্যবহারের মাধম্রে আমরা আমাদের লোভের লাগাম টেনে ধরতে পারি । স্টপলস এবং টেক প্রফিট বেশিরভাগ ক্ষেতেই ভাল ফলাফল দেয় । তাই এটি ব্যবহার করাই ভাল বেশি ।
-
যেটা থেকে কিছু ভাল আয করতে পারব।এতে দিন দিন আমাদের ফরক্সের প্রতি ইচ্ছা বাড়বে এবং আমরা ফরেক্সে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারব।আসল কথা হল যে নিয়ম মানলে প্রফিটে থাকা সম্ভব।কারণ যারা নিয়ম মেনে ট্রেড করে তারা অবশ্যই উন্নতি করতে সক্ষম হয়।
-
টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা খুবই প্রয়োজন। এতে আমাদের লাভ এবং লস দুটোই সীমার ভিতরে অবস্থান করে। আমরা যদি সীমা ছাড়িয়ে প্রত্যাশা করি তাহলেই বিপদের মুখোমুখি হই। বিশেষ করে স্টপ লস ব্যবহার না করলে আমরা বড় ধরনের ঝুঁকি নিয়ে ট্রেড করে থাকি। এটা উচিত নয়।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট ভাল একটি দিক। স্টপ লস এবং টেক প্রফিট ট্রেডারদের অনেক বড় লসের হাত থেকে বাচাতে পারে। বিশেষ করে নিউজ ট্রেডের সময় স্টপ লস ব্যাবহার করা খুব জরুরী। কারন এই সময় হটাত করে অনেক বড় লস হয়ে যেতে পারে। যদি একটি স্টপ লস সেট করা থাকে তবে এই বড় লস থেকে বাচা সম্ভব, আর এর জন্য আপনার কম্পিউটারের কাছে থাকতে হবেনা। তাই আমাদের সবার উচিত স্টপ লস ব্যাবহার করা।
-
ফরেক্স মার্কেট এ স্টপ লস টেক প্রফিট একটি গুরুত্বপুরনো বিষয়।ফরেক্সে ট্রেড করার সময় স্টপ লস টেক প্রফিট সেট করলে অনাকাঙ্ক্ষিত ক্ষতি এবং লাভ দুটই নির্দিষ্ট পরিমানে থাকে।
-
যদি আপনি ভালো ত্রাদের হয়ে থাকেন এবং আপনার সিদ্ধান্তের প্রতি আত্মবিশ্বাসী হয়ে থাকেন তবে স্টপ লস টেক প্রফিট বেবহার এর প্রশ্ন আসেনা.এইটা তারা বেবহার করে থাকে যারা অনেক বেস্ট আর যারা তাদের আশংকা জনক বিপদ এড়িয়ে যেতে চায়.তাই যেখানে আপনি ভালো ত্রাদের হয়ে থাকলে আপনার এইটি বেবহার করার প্রয়োজন পরে না.
-
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।
-
যারা ভালো ফরেক্স জানে তারা সবসময়ই স্টপলস ব্যবহার করে ট্রেড করার চেষ্টা করে।কেননা মানি ম্যানেজমেন্টের মূল হাতিয়ারই হচ্ছে স্টপলস। একটি ট্রেডে কত পার্সেন্ট বা সর্বোচ্চ কত পিপ রিস্ক নেওয়া হবে তা স্টপলস এর মাধ্যমে সমাধান করা হয়। কিন্তু আমরা যদি স্টপলস না ব্যবহার করি তবে কিভাবে মানি ম্যানেজমেন্টের প্রয়োগ করবো? সুতরাং স্টপলস ব্যবহারের চেষ্টা করবো।
-
সঠিকভাবে মানিম্যানেজমেন্ট এর মাধ্যমে স্টপ লস ও টেক প্রফিটের ব্যবহার করতে হবে । কেননা এই উভয় অপশন ব্যবহার করার মাধ্যমেই আমরা মুলত নিজেদেরকে লাভবান করতে পারি । কেননা স্টপ লস ব্যবহারে একজন ট্রেডার তার লসকে নিয়ন্ত্রনে নিতে পারে এবং টেক প্রফিট অপশন ব্যবহারে পর্যাপ্ত ও প্রত্যশিত লাভ নিয়ে ট্রেড ক্লোজ করে দিতে পারে যেখানে টেনশনের কারণ থাকে না ।