সুধু মাত্র দক্ষ হলেই চলবে না , সেই সাথে লাগবে ধরজ
Printable View
সুধু মাত্র দক্ষ হলেই চলবে না , সেই সাথে লাগবে ধরজ
ভাল টেডার ভাল প্রফিট করবে সব সময়
আমি ভাল ট্রেডারদের ফল করি
যারা ভাল ট্রেডারদের ফলো করে তারা সব সময় ভাল কিছু করতে পারবে ।
ফরেক্স মার্কেটে দক্ষতা হল সফলতা লাভের অন্যতম প্রধান চাবিকাঠি।ফরেক্স মার্কেটে যে যত দক্ষতা অর্জন করবে সে ততো প্রফিট করবে।ফরেক্স মার্কেটে দক্ষতা ছাড়া আপনি আপনার একাউন্ট টিকে রাখতে পারবেন না।আর ফরেক্স মার্কেটে নিজেকে টিকে রাখা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ যা দক্ষতা ছাড়া সম্ভব নয়।ফরেক্স মার্কেটে নিজেকে দক্ষ ও সফল ট্রেডার হিসাবে গড়ে তুলতে হলে আপনাকে ফরেক্স বিষয়ে প্রচুর পড়াশুনা ও ডেমো প্রা্টিস করতে হবে।
আমি মনে করি দক্ষ ট্রেডার মানে ভাল প্রফিট । কারন দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেটে ভাল কিছু অর্জন করা সম্ভব নয় । দক্ষতা অর্জন করতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে । অনেক দিনের চেষ্টা এবং পরিশ্রমের বিনিময়ে দক্ষতা অর্জন করা সম্ভব হয় । দক্ষতা একবার অর্জন করতে পারলে সারা জীবন বসে বসে উপার্জন করা যাবে ।
যে কোন ব্যবসা করতে হলে আগে ধক্ষতার দরকার তারপর ব্যবসা শুরু করা।আর যে ফরেক্স মার্কেটে যে দক্ষতা ছাড়া ট্রেড করবে সে নিশ্চিতভাবেই অনেক বেশি লুজার হবে।তা্*ই বলব ধৈর্য্যের সাথে করলে অবশ্যই সফল হতে পারব ।
একজন দক্ষ ট্রেডার ছাড়া কারো পক্ষে ভাল প্রফিট করা সম্ভব নয়। তাই দক্ষতা ও প্রফিট একে অন্যের সাথে সম্পর্কিত। এখানে বিতর্কের কোন অবকাশ নেই। যে যত দক্ষ সেই তত লাভবান। এটাই ফরেক্স মার্কেটের নিয়ম। তাই ট্রেডিং দক্ষতা অর্জনের জন্য আমাদেরকে ভাল জ্ঞান অর্জন করা উচিত।
আপনি দক্ষ হলেই ভালো প্রফিট করতে পারবেন এইটাই স্বাভাবিক.তাই এই ভালো প্রফিট তা দক্ষ ত্রাদের রাই করতে পারে.তাই ত্রাদের হিসেবে আমাদের নিজেদের দক্ষ করে গড়ে তোলা উচিত.আর এই দক্ষতা কোনো পরে-জেনে অর্জন করা যায়না.এইটা বেবহারিক্ভাবে অর্জন করতে হয়.অর্থাত ট্রেড করতে করতে ট্রেড এর বিভিন্ন পরিস্থিতি আমাদের দক্ষ করে তুলবে.