-
1 Attachment(s)
২০২২৷০৫৷০২ ইং রোজ সোমবার
আজকে দুপুর দুটার দিকে জিবিপি ইউএসডি পিয়ারে একটি সেল ট্রেড ওপেন করলাম।ট্রেডটি একটু এগ্রিসিভ ভাবে নেওয়া হয়েছে।ট্রেডটি ওপেন করতে তেমন বেশি লজিক কাজে লাগাই নি।এক ঘন্টার চার্ট এ একটি ফ্লাগ প্যাটার্ন তৈরি হয়েছে এবং ত্রিশ মিনিট এর টাইম ফ্রেমে একটি ইনসাইডবার পিনবার তৈরি হয়েছে।এই দেখে ট্রেডটি ওপেন করি।যদিও ফ্লাগ প্যাটার্ন ব্রেক না করা পর্জন্ত ট্রেডটি ওপেন করা ঠিক হয়নি।তারপেরেও যদি ট্রেড টি বিপরীতে মুভ করে তাহলে ক্লজ করে দিবো।
[ATTACH]17683[/ATTACH]
-
2 Attachment(s)
জাপানি ইউএসডি পিয়ারে সম্ভাব্য ট্রেডখ সেটাপ।
আজ বুধবার ২০২২|০৫|০৪ ইং
জাপানি ইউএসডি পিয়ারে সম্ভাব্য ট্রেড এন্ট্রি পয়েন্ট তৈরি হচ্ছে।এই পিয়ারে ডেলি টাইম ফ্রেমে লক্ষ্য করলে দেখা যায় স্ট্রং আপ ট্রেন্ড এর সাথে প্রাইস একশন সিগনাল মাল্টিপল ইনসাইড ইনসাইডবার তৈরি হয়েছে। এবং নিচের সাপোর্ট লেভেল 129.46 টার্চ করে বাই মুমেন্টর্টাম তৈরি করছে।
[ATTACH]17689[/ATTACH]
আবার চার ঘন্টার চার্ট লক্ষ্য করলে দেখা সেমিট্রিকেল ট্রাইএজ্ঞেল গঠন হয়েছে।এখানে মার্কেটে যত সময় ব্যয় করবে ততো স্ট্রং মুভ তৈরি হবে।এখন ব্রেক আউট এর জন্য অপেক্ষা করতে হবে।তবে মার্কেট যদি বাই মুভ করে সমস্যা স্ট্রং রেসিসটেন্স 135.25 লেভেল পর্জন্ত যাবে।
[ATTACH]17690[/ATTACH]
-
1 Attachment(s)
[ATTACH]17731[/ATTACH]
২০২২৷০৫৷১১ ইং রোজ বুধবার
জিবিপি ইউএসডি পিয়ারে ডেলি চার্টে একটি ইনসাইডবার ট্রেন্ড কনসলিডেশন হিসেবে গড়ে উঠেছে।জিবিপি ইউএসডি পিয়ারে যদিও ডাউন্ড ট্রেন্ড বহাল রেখেছে।এক ঘন্টার চার্ট বিশ্লষণ করলে দেখা যায় একটি সেমিট্রিকেল ট্রাইএজ্ঞেল গঠন হয়েছে।যদি মার্কেটে সেল কন্টিউনিউ করে তবে আমাদের উচিত হবে 1.2260 লেভেল ব্রেক আউট হলে একটি সেল এন্ট্রি নেয়া।তবে অনেকে চিন্তা করছে লাল লাইন ব্রেক করলে সেল এন্ট্রি নিবে।এটি নিরাপদ হবে না।তবে মার্কেটে নিজের গতিতেই চলে কারো ধারনা বা ডিসিশনে চলে না।মার্কেট যদি বাই যায় তাহলে 1.2645লেভেল ব্রেক আউট করলে বাই এন্ট্রি নেওয়াই উত্তম।আশা করি আজকে দিনটা আপনাদের জন্য ভালোই যাবে।
-
জিবিপি ইউএসডি পিয়ারে ডাউন্ড ট্রেন্ডে আছে।আর আমরা সব সময়ই ট্রেন্ড এর সাথে ট্রেড করি।তবে এই সময়ে জিবিপি ইউএসডি পিয়ার যে অবস্থায় আছে মনে খুব দ্রুতই ট্রেন্ড চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে।কারণ জিবিপি ইউএসডি পিয়ারে উইকলি চার্ট এ ডাইভারজেনস দুটি পিক ক্রিয়েট হয়েছে তৃতীয় পিক তৈরি হলে মার্কেটে আপে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে।সুতরাং আমাদের উচিত হবে ছোট ছোট ট্রেড করে প্রফিট বুক করা।লং ট্রেড বিপদের কারন হতে পারে।নিচের চিত্রে লাল বক্স হলে ডাইভারজেনস পিক।