-
আমি বরাবর ছয়টি মেজর কারেন্সি পেয়ারে ট্রেড করি, যথা- eurusd, gbpusd, usdjpy, usdchf, audusd ও nzdusd। মেজর কারেন্সি পেয়ারে ট্রেড করার সুবিধা হল, এই কারেন্সি পেয়ারগুলির মুভমেন্ট সবথেকে বেশি হয় এবং এই পেয়ারগুলির একদিকে স্থিতিশীল মুদ্রা usd থাকায় হঠাৎ করে মুভমেন্ট টার্ণ হওয়ার সম্ভাবনা কম থাকে।
-
আমি দুইটা কারেন্সি নিয়ে ট্রেড করি। আমি ফরেক্সে বেশ অনেক আগে থেকেই ট্রেড করছি। প্রায় আট নয় মাস ট্রেড করছি।এক মাসে আমি দুইটা কারেন্সী নিয়ে ট্রেড করেছি। মেইনলি ইউরো ইউএসডি নিয়ে ট্রেড করি। এটাই আমার ফেভারিট কারেন্সী। এছাড়া জিবিপি ইউএসডি।
-
আসলে একটা কারেন্সি পেয়ারের উপর নির্ভর করে ট্রেড করা অনেক বেশি ক্রিটিকাল একটা কারেন্সি পেয়ারের উপর নির্ভরশীল হয়ে আমরা যদি আমাদের ট্রেডিং কার্যক্রম চালায় তবে অনেককাংশে লাভ করা বেশি দুরুহ হয়ে পড়বে সে বিষয়ের উপর লক্ষ্য রেখেই আমি বেশ কয়েকটি কারেন্সি পেয়ার নির্বচিত কিরেছি যার মাধ্যমে আমি নিয়মিত ট্রেড করে থাকি এভাবে কযেকটি কারেন্সি নির্বাচন করার সুবিধা হল যে আমরা অনেক বেশি সে সব কারেন্সির মুভমেন্ট এর উপর অভিজ্ঞ হয়ে উঠতে পারি
-
আমি মনে করি একটি পেয়ার নিয়ে কাজ করা অনেক ভাল। তবে আমাদের অভিজ্ঞতার জন্য আমরা ডেমোতে আমাদের ইচ্ছে মত বিভিন্ন পেয়ারে ট্রেড করতে পারি। যারা একটি পেয়ার নিয়ে পড়ে থাকেন তাদের সেই পেয়ার সম্পর্কে ভাল অভিজ্ঞতা জন্মে। এজন্যে সব পেয়ারে বেশি সময় না দিয়ে একটি পেয়ারে সময় দেয়া অনেক ভাল।
-
কিছু কারেন্সি পেয়ার আছে যাদের স্প্রেদ বেশি মানে ব্রোকার বেশি কমিসন নেয় তাই আমি এসব পেয়ারে কাজ করি না। আমিও সবার মত ইউরো/ ইউসডি কারেন্সি তে বেশি ট্রেড করি ।
-
ফরেক্স মার্কেট এ আমি ৪থেকে ৫ টি কারেন্সি নিয়ে ট্রেডিং করে থাকি,বেশি কারেন্সি নিয়ে ট্রেডিং করা আমার ভাল লাগেনা তাই আমি ফরেক্স মার্কেট এর কয়েকটি কারেন্সি নিয়ে ট্রেডিং করি ফলে ফরেক্স মার্কেট থেকে বেশ প্রফিট করি মাঝে মাঝে লস করে ফেলি,তাই কম কারেন্সি এনালাইসিস করা ভাল।
-
হ্যা, ট্রেডিং এর জন্য eur-usd পেয়ারটি আমার কাছে অত্যান্ত ভাল বলে মনে হয় । তবে সুধূমাত্র একটি পেয়ার নিয়ে বসে থাকা উচিত নয় । মার্কেট এ্যনালাইসিস করে যে কোন পেয়ার নিয়ে কাজ করা যায় । আসল কথা হল যে পেয়ারের পজিশন দেখে পেয়ার নির্বাচন করা ভাল । তবে নতুন অবস্থায় eur-usd পেয়ারটি অনেক ভাল বলে আমি মনে করি ।
-
ফরেযমার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অনেক পিয়ারনিয়ে ট্রেড করতে হয়। অনেক সসময় অনেক পিয়ারে মধ্য যেটা ভাল পজিশনে থাকে সেটাতে ট্রেড কর*্যে পারলে অনেক লাভমান হয়া জায়। আমি এ পর্যন্ত অনেক পিয়ারে ট্রেড করিছে তার মধ্য জিপিব ইউয়াসডি পিয়ারটা খুব ভাল লেগেছ।
-
আমি আমার ফরেক্স ক্যারিয়ারের শুরু থেকেই অনেকগুলো পেয়ারে ট্রেড করে আসছি । আমার ফেবোরিট কোনো পেয়ার নেই । যখন যে পেয়ারে ভালো কোনো এন্ট্রি পয়েন্ট পাই সেই পেয়ারে এন্ট্রি নেই । তবে আমার মেটাট্রেডারে eruusd, gbpusd, usdcad, audusd, erujpy, gold, oil, s&p etc দিয়ে সাজানো আছে ।
-
আসলেই সত্য কথা ফরেক্স মার্কেট এ কারেঞ্চি টি অতি জনপ্রিয়।আমি ফরেক্স মার্কেট এ সাধারণত ১০ টি কারেঞ্চি নিয়ে ট্রেড করি।আমি জানি এগোল ফরেক্স মার্কেট এর অনেক জনপ্রিয় কারেঞ্চি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা অনেক দরণের কারেঞ্চি পেয়ে থাকি।কিন্ত সব কারেঞ্চিতে তো আমরা ট্রেড করি না।আমরা সাধারণত জুর কারেঞ্চি নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।এই কারেঞ্চি গুলোর স্প্রেড কম কাটে।তাই আমরা এই কারেঞ্চি গুলোর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।