-
অনেকে আবার বাত্*সরিক ট্রেড করে থাকে।এদের ফরেক্স মার্কেটে বড় ধরণের ডিপোজিট থাকে।আর এরাই বেশির ভাগ ক্ষেত্রে প্রফিট করতে দেখা যায়।আবার ডে ট্রেডিং কিন্তু লাভজনক।আমার মতে পিভট পয়েন্টের উপর নির্ভর করে ডে ট্রেডিং করা অনেক ভাল।এতে রিস্কও কম থাকে আর লাভ লসের একটা সামঞ্জ্যস্য থাকে।সুতরাং ভাল ট্রেডিং ফ্রেম নির্বাচন করা আমাদের সকলের উচিত।
-
আমি মনেকরি ফরেক্স মার্কেটে ডে ট্রেডিং করা অনেক ভাল কারন আমি ডে ট্রেড করে থাকি,ডে ট্রেডে দিনেরটা দিন ক্লোজ করে থাকি,আবার অনেক সময় আমরা সুইং ট্রেড করে থাকি,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে নিয়ে ট্রেডিং করলে ভাল হয়।
-
আমি ফরেক্স মার্কেটে যখন প্রথম প্রবেশ করি তখন আমি ডে ট্রেড করতাম।তব পরবর্তীতে আমি সুইং ট্রেড বেছে নিই।সুইং ট্রেডে স্টপ লস বেশি দেওয়া থাকে এবং মার্কেট যদি আপনার বিপক্ষে যায় তাহলে দেখা যায় মার্কেট ব্যাক করে আপনার পক্ষে যাচ্ছে।
-
সাধারণত স্ক্যালপার বা শর্ট টাইম ফ্রেমে যারা ট্রেড করেন তারাই হলেন ডে-ট্রেডার আর যারা লংটাইম ফ্রেম দেখে ট্রেড করে থাকেন তারাই হলেন সুইং ট্রেডার৷ডে-ট্রেডারগণ প্রতিদিনই ট্রেড ওপেন ও ক্লোজ করে থাকেন আর সুইং ট্রেডারগণ ওপেনিং ট্রেডগুলো অনেক দেরিতে এবং সুইং পজিশন দেখে বুঝে ক্লোজ করে থাকেন৷যার যার মানষিক অবস্হার উপর এই দুই ধরনের ট্রেডিং নির্ভর করে ৷