-
আমি ফরেক্সে প্রতিমাসেই একটি টার্গেট নিয়ে ট্রেড করি আর আমি সেই টার্গেট অনেকটাই বাস্তবায়ন করতে পেরেছি আর এই সফলতার জন্য অবশ্যই আমার ট্রেডিং কেৌশল এবং নিয়মাবর্তিতার অবদান রয়েছে আমি আমার ইনভেস্টের ৩০% প্রফিট পেলেই খুশি থাকি এবং সেই লক্ষ বাস্তবায়নের লক্ষে আমি ফরেক্সে ট্রেড করে থাকি।
-
আমি আমার মুল বেলেন্স ২৫ % প্রপিট করতে পারলে খুশি। তাই ফরেক্স মার্কেটে আমাদের একটু একটু করে ভাল একটা এমাউন্ট তৈরি করতে পারব। আমি মনে করি ফরেক্স মার্কেটে এটাকে বিসাল সফলতা বলা যায়।তার জন্য আমাদের কে কঠোর পরিশ্রম করতে হবে।
-
আমি আমার কথা বললে বলতে পারি সবার প্রথমে আমি আমার যে পরিমান বিনিয়োগ করা থাকবে মার্কেটে সেই পরিমান তুলার পর শুধু মাত্র ২০% লাভ হলে আমি অনেক খুশি থাকব । যেমন আমি যদি ৫০০ ডলার বিনিয়োগ করে যদি ২০% পাই লাভ তাহলে এক মাসে এর থেকে আর কিছু চাওয়া নেই । আর যদি সুযোগ পাওয়া যায় তাহলে এর থেকে ৮০% লাভ করা যায় এক মাসে ।
-
আমাদের ফরেক্স মার্কেটে অবশ্যই ধৈর্য্যের সহিত এই ব্যবসা করতে হবে । যদি আমরা এই ব্যবসা করে দক্ষতা অর্জন করতে পারি তাহলে অবশ্যই সফলকাম হওয়া সম্ভব । আর ফরেক্স মার্কেটে যদি ধৈর্য্যের সহিত না করা যায় তাহলে সে উন্নতি করতে পারবে না । আর যদি ধৈর্য্যের সহিত এই ব্যবসা করে তাহলে অবশ্যই সে প্রতিমাসে কমপক্ষে ২৫% আয় করা সম্ভব ।
-
ফরেক্স মার্কেট হতে ডিপোজিট এর ১০ % প্রফিট করতে পারলে অনেক ভাল কারন ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারলে প্রফিট হবে,তাই আমি অনেক খুশি যদি ২৫ % ইনকাম করতে পারি,ফরেক্স মার্কেটে ইনকাম করতে হলে আমাদের রিস্ক রেশিও মেনে নিয়ে ট্রেডং করতে হবে।প্রতি সপ্তাহে কিছু প্রফিট ফরেক্স মার্কেট হতে উঠাতে হবে।
-
ক্যাপিটাল বা মূলধনের বিপরীতে ২৫ শতাংশ প্রফিট আমি মনে করি বেশ ভাল একটি লাভাংশ আর আমি মনে করি যদি এই লার্ভাং লাভ করতে কোন প্রকার ঝুকি গ্রহন করতে না হয় অর্থাত অ্যাকাউন্ট যদি ঝুকিমুক্ত থাকে তা হলে ঐ প্রফিট বা লাভাংশেই আমি খুশি। কারন এতে করে অ্যাউন্ট হারানোর কোন ঝুকি থাকে না্
-
ফরেক্স মার্কেট থেকে প্রতি মাসে ২৫ ভাগ ইনকাম করতে পারলে আমার জন্য অনেক কিছু। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে মাঝে মাঝে এর চেয়ে কম আয় হলে ভাল। আমার মনে হয় ২৫ ভাগ অনেক প্রপিট অনেক বেশি।
-
আমি ফরেক্স মার্কেটে একজন নতুন কারেন্সি ট্রেডার। আমার ব্যালান্স খুব কম। ২৫ ডলার মাত্র। এর ২০% হলো ৫ ডলার। ৫ ডলার কে ভাংগালে ৩৫০ বিডিটি পাওয়া যাবে। এই টাকায় কি আমার পুরো মাস চলবে ভাই? তাই আমার মুলধন আরো বাড়াতে হবে।
-
ফরেক্স এ আমি প্রতি মাসে ২৫ ভাগ ইনকাম করে খুশি। তবে আমি ফরেক্স থেকে যাতে আরও বেশি ইনকাম করতে পারি সে জন্য আরও অনেক কিছু শিখতেছি। ফরেক্স এ ভাল ইনকাম করতে হলে কিছু কিছু সময় আছে সে সময়ে ট্রেড করলে অনেক অর্থ উপার্জন করা যায়। তাছাড়া ফরেক্স এ ২৫ ভাগের বেশি ইনকাম করতে হলে বড় ইনভেস্ত করে বড় লট ওপেন করে প্রফিত করতে পারলে অনেক ইনকাম হবে।
-
আগে হিসাব করতে হবে যে আমার মুল ব্যালেন্স কত আছে । তারপর কাজ করে কত টাকা পাওয়া যেতে পারে । ফরেক্সে যদি নিজের একাউন্টে ১০০ ডলার থাকে আর যদি তার ২৫ ভাগ প্রতিমাসে ইনকাম করার কথা বলা হয়ে থাকে তাহলে আমি বলব এটা তেমন একটা বেসী আয় নয় । যদি এর থেকে ডলার বেশি থাকে তাহলে তার ২৫ ভাগ কম না । তাই ডলার বা ব্যালেন্স যদি বেশি থাকে তাহলে ২৫ ভাগ ইনকাম অনেক ভাল ।