-
লাভ বেশি হলে পড়ে ক্যাপিটাল বেড়ে যাবে। তখন ১০% রিস্ক নিয়ে ট্রেড করলেও তো প্রফিট তুলনামূলক বেশি হবে। সেই আবনা অনুযায়ী ২ সেন্ট থেকে সরে এসে, ৫০ সেন্ট প্রতি পিপ ভ্যালু ধরে একটি ট্রেড দিয়ে বসলাম। ২ মিনিট সময়ও সম্ভবত লাগেনি অ্যাকাউন্ট শূন্য হতে নিউজটি রিলিজ হওয়ার পর। যখনই আমি আমার স্ট্রাটেজি থেকে সরে এসে বেশি বুঝতে গেলাম, তখনই আমার অ্যাকাউন্ট শূন্য হয়ে গেলো,,,
-
কেন ফরেক্সে শুরুতে সবাই অনেক প্রফিট করে
আপনি যখন খাবার জন্য ২টি আইটেম পাবেন, স্বভাবতই আপনি ২টিই তৃপ্তি নিয়ে খাবেন। কিন্তু যখন আপনার সামনে ১০১টি আইটেম নিয়ে বলবে যত খুশি খা (!!!), তখনই শুরু হবে আসল বিপদ। আপনি বিভ্রান্তিতে পড়বেন যে কোনটা রেখে কোনটা খাবো? দেখা যাবে অর্ধেক বার্গার খেলেন, তো একটি পর ওটা রেখে পুডিং খাচ্ছেন। আবার ওটা শেষ না করেই ভাবছেন কাবাবটা একটু চেখে দেখি,,,
-
ফরেক্স ট্রেডিংয়ের খেত্রেও আমাদের ঠিক একই সমস্যা হয়। প্রথমে আমরা নতুন থাকি। তাই আমরা জানিও কম। হয়তোবা কেউ আমাদেরকে ২-১টি নির্দিষ্ট রুলস বা স্ট্রাটেজি শিখিয়ে দেয় আর আমরা অন্ধভাবে সেটাই মেনে চলি। টেক প্রফিট, স্টপ লস এগুলো ঠিকভাবে দেই কারণ আমাদেরকে সেভাবেই বলা হয়েছে,,
-
তাই দেখা যায় ফরেক্সে শুরুতে যারা এভাবে নিয়ম মেনে ট্রেড করেন, তারা ভালো প্রফিট করতে পারেন। অবশ্য সবাই প্রথম থেকেই নিয়ম মানে না, লোভী ট্রেডার থাকেই। কিছুদিন গেলেই আমরা অনেক রকম স্ট্রাটেজি শিখি। আমাদের কাছে ১০১ রকম অপশন চলে আসে। আমরা তখন আর ১টি নির্দিষ্ট স্ট্রাটেজি মেনে চলি না,,,
-
আজ এক স্ট্রাটেজি অনুসরণ করি তো কাল আরেক। দেখা যায় ট্রেড এন্ট্রি করছি ফিবোনাচ্চি দেখে, আর ট্রেড এক্সিট করছি আরেক ইন্ডিকেটর দেখে। ফরেক্স মার্কেটে টিকে থাকার একটি মূল বিষয় হল নির্দিষ্ট কিছু একটি অনুসরণ করা, সেটা ভালো হোক আর খারাপ হোক। আপনি যদি একটি স্ট্রাটেজিকে দীর্ঘসময় ধরে পরীক্ষা নাই করেন, তবে কিভাবে বুঝবেন সেটা ভালো না খারাপ? ২-৩ দিনের রেজাল্ট দেখে কিছুই বোঝা যায় না। আমরা যখন নতুন থাকি, তখন বাধ্য হয়েই সেটা করি, কিন্তু পুরনো হয়ে গেলে আমরা অনেক কিছু শিখে ফেলি, আর সবকিছু মাথায় এমনভাবে গোলমাল পাকায় যে আর আমরা লক্ষ্যে স্থির থাকতে পারি না,,,,
-
আপনার ১০১ রকম স্ট্রাটেজির মধ্যে ঘোরাঘুরি করার অভ্যাস থাকে, তবে আগে হোক পড়ে হোক আপনার অ্যাকাউন্ট শূন্য হবেই। তাই প্রথমে সব স্ট্রাটেজির মধ্যে থেকে কোনটি নিয়ে ট্রেড করতে চান সেগুলো নির্বাচন করুন। টেস্ট করুন, তারপর সেটাকে নিয়ে দীর্ঘসময় ট্রেড করুন। রিস্ক কম নিন,,,
-
স্ট্রাটেজি কাজ না করলে প্রয়োজনে যথেষ্ট পরিমাণ পরীক্ষা করার পর নতুন স্ট্রাটেজি নিয়ে টেস্ট করুন। ডেমো বা রিয়েলে অল্প মানি নিয়ে টেস্ট করুন। প্রায় সব স্ট্রাটেজি দিয়েই স্বল্প পরিমাণ লাভ নিয়মিত করা যায়। ফরেক্স ট্রেডিং শুরু করার সময় আমাদের যে ধরণের রুলস মেনে চলার মানসিকতা থাকে, তা বজায় রাখতে পারলে পরবর্তী সময়ের ট্রেডিংয়ে টিকে থাকা এবং প্রফিট করা সহজ হয়,,,
-
বোনাস - বুফে খাবার স্পেশাল টিপসঃ সব আইটেমের মধ্যে থেকে নির্দিষ্ট অল্প কোনগুলো তৃপ্তি নিয়ে খেতে চান তা নির্বাচন করুন। পানি খুব বেশি খাবেন না। কিছু মানুষ সব আইটেম যত বেশি সম্ভব খাওয়া যায় তাই খেতে চায়,,,,
-
তারা কখনও পূর্ণ তৃপ্তি পায় না। আপনার কাছে যেগুলো খেতে ভালো লাগে সেগুলো খাবেন। সবগুলো খেতে হবে এমন কোন কথা নেই। বুফেতে সব আইটেম বেশি খাওয়াটাই সার্থকতা নয়। আপনার কাছে যেগুলো প্রিয়, সেগুলো তৃপ্তি নিয়ে আপনার ইচ্ছামত খাওয়াটাই বড় সার্থকতা,,,,
-
১০% রিস্ক নিয়ে ট্রেড করলেও তো প্রফিট তুলনামূলক বেশি হবে। সেই আবনা অনুযায়ী ২ সেন্ট থেকে সরে এসে, ৫০ সেন্ট প্রতি পিপ ভ্যালু ধরে একটি ট্রেড দিয়ে বসলাম। ২ মিনিট সময়ও সম্ভবত লাগেনি অ্যাকাউন্ট শূন্য হতে নিউজটি রিলিজ হওয়ার পর। যখনই আমি আমার স্ট্রাটেজি থেকে সরে এসে বেশি বুঝতে গেলাম, তখনই আমার অ্যাকাউন্ট শূন্য হয়ে গেলো,,