-
ফরেক্স মার্কেটে আমরা হেজিং বলে থাকি এক সাথে একি সময়ে বাই ট্রেড করা তার সাথে সেল ট্রেড অপেনিং করা,এই ভাভে ফরেক্স মার্কেটে ট্রেডিং করা ঠিকনা,তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে হেজিং না করে যে কোন একদিকে ট্রেডিং করা অনেক ভাল,তাহলে লস অনেক কম হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করা শুরু করেছি অনেক দিন হলো । অামিও আমর এক ভাইয়ের কাছে থেকে ধারণা নিয়ে হেজিং স্ট্রেটিজি করা শুরু করেছিলাম । ভালই প্রফিট হয় । তবে যেদিন একটা ট্রেড আপনার আয়ত্বের বাইরে চলে যাবে সেদিন আপনাকে আপনার ব্যালেন্স খালি করতে হবে । তাই ঐসব চিন্তা আপাদত বাদ দিন । ফরেক্স শিখুন পরে ট্রেড করুন ।
-
আমি মনে করি একাউন্টকে মাত্রাতিরিক্ত লসের হাত থেকে রক্ষা করার জন্য হেজিং উপকারী।ফরেক্স মার্কেটে কোন স্ট্রাটেজিই স্বয়ং সম্পূর্ণ নয়।সেজন্য আমার মতে আমাদের একাউন্ট যখন লসের দিকে যাবে তখন হেজিং করে তা কন্ট্রোল করতে পারি।আর আমরা এর বিভিন্ন ব্যবহার বিস্তারিত জানলে ভাল হয়।
-
ফরেক্স ট্রেডিং এ হেজিং এ বলতে একই পেয়ারে দুইটি কারেন্সি এর মধ্যে ট্রেডিং করার সময়। ফরেক্স এ আমরা উভয় কারেন্সি তে বাই এবং সেল করে ট্রেড করতে হবে।। ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদের প্রচুর সময় দেয়ার প্রয়োজন নেই ।। বাই এবং সেল ট্রেড করার সময় আমরা যখন একটি ট্রেড সবচেয়ে বেশি লাভে থাকবে তুখন লাভে থাকা ট্রেডটি ক্লোজ করে দিতে হবে।।।
-
বাংলাদেশে মোট কতজন ফরেক্স ট্রেডার আছে তার সঠিক হিসাব কার কাছে নেই । কারন এখন ফরেক্স ট্রেডারদের জন্য কোন শক্তিশালী কমিনিউটি গড়ে ওঠেনি । আর এ সেক্টরে সরকারের তেমন কোন উদ্যোগ নেই ।
-
আমার জানামতে ইহা একটি চরম ফাউল স্ট্রাটেজি। কেননা এখানে একদিকে লাভে লাভ হতেই থাকবে আবার অন্যদিকে খালি লস এর পাল্লা বাড়তেই থাকবে। তবে যারা হেজ করে আমি আমার দৃষ্টিকোন থেকে তাদেরকে ট্রেডার হিসেবে মানতে নারাজ। কারণ মার্কেট এ দুইটার যে কোন একটা ঘটবেই তা হল হয় আপ না হয় ডাউন। যে কোন একটা প্রেডিক্ট করতে পারাই ট্রেডিং তাই নয় কি।
-
আপনার কাছে প্রথম শুনলাম "হ্যাজিং" একটি স্ট্র্যাটেজী !!!হ্যাজিং হলো একটি পেয়ারে সেল ও বাই দুইটি সমপরিমান লটে এন্ট্রী নিয়ে ব্যালেন্স বাচানোর বৃথা ও রিস্কি চেষ্টা করা৷আপনার ভূল এনালাইসিসের ফলে একটি ওপেনিং ট্রেড যখন প্রচুর লসের দিকে চলে যাচ্ছে তখন ঐ অপেনিং লটের সমপরিমান আরেকটি বিপরীত এন্ট্রী করা হয়,যেন ব্যালেন্সটা জীরো হয়ে না যায়৷এটা নতুন ট্রেডারগন এনালাইসিস না বোঝার কারনে প্রায়ই করে থাকেন৷ তাই যদি হয় তাহলে হ্যাজিং কখোনোও স্ট্র্যাটেজী ই হতে পারে না৷আবার বলছেন লাভজনক স্ট্র্যাটেজী!!! এসব ভূল কথা বলে নতুন ট্রেডারদের মাথা নষ্ট করে দেওয়ার কুট কৌশল ছাড়া আর কিছু নয়৷পারলে প্রাইস একশন বা সুইং স্ট্র্যাটেজী নিয়ে কথা বলা উচিৎ৷
-
সাধারনত একই পেয়ারে একই লটে বাই এবং সেল নেয়াকেই হেজিং বলে।টিক মত ট্রেড না দিতে পারলে লস করার সম্ভাবনা অনেক বেশিআমি নিজেও মাঝে মাঝে হেজিং স্ট্রাটেজি ব্যবহার করে প্রফিট করে থাকি।
-
ভাই এখানে একসাথে দুইটা ট্রেড, মানে একটা বাই একটা সেল করাই হল হেজিং। আপনি মনে করেন যে একই সময়ে, একই পেয়ারে একই লর্টে অথবা ভিন্ন লর্টে বাই কিংবা সেল করার প্রক্রিয়াকে এখানে হেজিং বলা হয়ে থাকে। আমি এই স্ট্রাটিজি কিছুদিন ট্রাই করে কাজ করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে এটা আসলে একটা বিরক্তিকর ব্যপার। সেজন্য বলব ফরেক্সে হেজিং পদ্ধতিটা আমার কাছে মোটেও সুবিধা লাগে না ।
-
ফরেক্স মার্কেটে হেজিং স্ট্রেটেজি করে লাভ কি? যদি কনফিউজড হয়ে ট্রেড করেন তাহলে এন্ট্রি নেওয়ার প্রয়োজন নাই। আপনি যদি আপনার সিস্টেম এর সিগন্যাল কনফার্মেশন না পেয়ে ট্রেড করতে চান তাহলে তো আর ট্রেডিং কিভাবে করবেন। যেকোন একটা স্টেট্রেজিতে ৬মাস ডেমো ট্রেড করে লাভজনক পর্যায়ের যাওয়ার পরই আপনার আপনার রিয়েল ট্রেড করা উচিত। যদি হেজিং স্ট্রেটেজি প্রয়োগ করে ট্রেড করতে হয় তাহলে ভাই ট্রেড করারই প্রয়োজন নাই। আগে ভালভাবে ফরেক্স শিখে তারপর ট্রেড করুন লাভ হবে।