বাংলাদেশ আমাদের নিজের দেশ তাই আমাদের সবার উচিত আমাদের এই বাংলাদেশ কে ভাল করে জানা । আমাদের এই দেশ এক সময় কেমন ছিল আর এখন কেমন আছে । আমাদের এই দেশ কে আগে যানা দরকার ।
Printable View
বাংলাদেশ আমাদের নিজের দেশ তাই আমাদের সবার উচিত আমাদের এই বাংলাদেশ কে ভাল করে জানা । আমাদের এই দেশ এক সময় কেমন ছিল আর এখন কেমন আছে । আমাদের এই দেশ কে আগে যানা দরকার ।
আপনার ইনফরমেশনে একটু ভুল রয়েছে । বংলাদেশ একসময় বিশ্বের ধনী দেশ ছিল একথাটা পুরোপুরি সত্য নয় । আসলে বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ ছিল । যেসব সম্পদ ব্যবহার করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতি এ দেশ শাসন করার জন্য বা বানিজ্য করতে এ দেশে ভিড় করেছিল । তবে এখনকার চাইতে বাংলাদেশ তখন অনেক ভাল ছিল ।
আমার মনে হয় বাংলাদেশে করাপশন দিন দিন বেড়েই চলছে । আর এটা একটা মারাত্নক রোগের মত সমাজের সর্বস্তরে ছরিয়ে পরেছে । পুরো জাতি আর বেই রোগে আক্রান্ত । তাই আমি এই দেশের ভবিষ্যত অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাই না । আমরা আর ক্ষমতার জন্যই দেশের মধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছি । আমাদের নিজেদের মহ্যেই তো একতা নাই তাহলে আমাদের আর কে বাচাবে বলেন ?
আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশ।আমি সমান্য ইতিহাস পড়ে জানতে পারি ইউরোপ আমেরিকাতে কৃষি ফসল কম হত আমাদের দেশে কৃষি পন্য উতপাদন বেশি হয়। তখন বাংলাদেশে কৃষি স্বয়ন সম্পুর্ন ছিল আর যে দেশ কৃষিতে স্বয়ন সম্পুর্ন দেস ছিল সেই দেশ উন্নত রাস্ট্রে তৈরি হয়ে ছিল। আশা করি সেই হারানো গৌরব পিরে পাবে।
আপনাকে ্অনেক ধন্যবাদ বাংলাদেশ সম্পর্কে এতো ভালো বর্ননা প্রদান করার জন্য।আপনার বর্ননা শুনে আমার চোখে পানি চলে আসলো।কারন সত্যিই একসময় আমাদের বাংলাদেশ একটা স্বয়ংসম্পূর্ণ দেশ ছিল। বাংলাদেশে একসময় প্রচুর সম্পদ ছিল বিধায় ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ বাংলাদেশো স্থায়ী ভাবে বানিজ্য করতে আসতো।
অবশ্যই আমরা অনেকেই জানি যে , বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আগে তেমন একটা ভালো ছিল না । বিভিন্নভাবে আজ এদেশের অর্থনৈতৈিক অবস্থা ভালো হয়েছে । সুতরাং অামরা যদি এেই ফরেক্স ব্যবসা ভালোভাবে করতে পারি তাহলে অদূর ভবিষ্যতে আরো ভালো করতে পারব ইনশাল্লাহ ।
আসলে সবসময় দেশের অবস্থা একরকম থাকেনা কালের পরিবর্তনে অনেক কিছুর পরিবর্তন হয়।,সে জন্য আমাদের দেশের এ অবস্থা আমাদের বাংলাদেশের অবস্থা আবার অনেক ভাল হবে, তাই আমাদের দেশকে উন্নতি করার জন্য আমাদের পরিশ্রম করতে হবে যাতে আমাদের দেশ অনেক উন্নতি করে পৃথিবীতে মাথা উঁচু করে দারাতে পারে।
অনেকেই জানি যে ফরেক্স ব্যবসা খুব ভাল আবার অনেকে জানি ফরেক্স ব্যবসা টাকা লস করার মেশিন । কিন্তু আমি জানি ফরেক্স ব্যবসা কি । আমার মতে ফরেক্স ব্যবসা সারা পৃথিবীতে এতো নাম অর্জন করলো আর ফরেক্স বাংলাদেশ এর জন্য খারাপ । কোন দিন ই না । তবে বাংলাদেশে তেমন কেউ ফরেক্স সম্পর্কে জানে না এবং শিখায়ও না তাই ৯৫% ট্রেডারস লস করে বাংলাদেশ থেকে । তবে আমরা অনেকেই হয়তো জানি না যে বাংলাদেশ এক সময় অনেক প্রিয় হয়ে যাবে ।
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।