অবশ্যই ফরেক্স ব্যবসা করার জন্য অনেক কিছু মেনটেইন করতে হয় । নিজেকে লোভ থেকে চেক দিতে হবে । যে এই চেক দিতে পারে সে অবশ্যই সফলকাম হতে পারে । সুতরাং আমরা সব সময় ট্রেড করার জন্য সব দিক ঠিক রেখে তারপর ট্রেড করব তাহলেই সফলকাম হতে পারব ।
Printable View
অবশ্যই ফরেক্স ব্যবসা করার জন্য অনেক কিছু মেনটেইন করতে হয় । নিজেকে লোভ থেকে চেক দিতে হবে । যে এই চেক দিতে পারে সে অবশ্যই সফলকাম হতে পারে । সুতরাং আমরা সব সময় ট্রেড করার জন্য সব দিক ঠিক রেখে তারপর ট্রেড করব তাহলেই সফলকাম হতে পারব ।
আমি এক জন নতুন ট্রেডার। এখানে নতুন এসেছি।আর ফরোক্স একটি আধুনিক রিস্কি ও মজার ব্যবসা।যেখানে অনেক অভিঙ্গতার দরকার আছে।তার পরেও আমি জান্তে আগ্রহি যে কি করলে ফরেক্স ব্যবসায় লাভবান হওয়া যায়? যারা জানবেন আসাকরি তাদের কাছ থেকে উত্তর পাবো।
ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে আপনার প্রথম কাজ হবে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে যেনে নেয়া।আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো ভাবে জানেন তাহলে আপনি ট্রেড করে আয় করতে পারবেন।যখন আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করবেন তখন আপনার আইন মানতে হবে।যা মেনে আপনাকে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে।যেমন-বেশি ট্রেড করা যাবে না,এনালাইসিস ছাড়া ট্রেড করা যাবে না,লোব করে ট্রেড করা যাবে না।এগোল মেনে আপনি যদি ট্রেড করতে পারেন তাহলে আপনি আয় করতে পারবেন।
ফরেক্স মার্কেটে লাভ করাটা সেই সব ট্রেডারদের জন্য অনেক বেশি সহজ যারা একটা শক্তিশালী ট্রেডিং মেথড অণুসরণ করে এবং নিজেদের মধ্য একজন যোগ্য ট্রেডারের সব গুণ ধারণ করে । ফরেক্স মার্কেটে লাভ করতে হলে এবং সেই লাভের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের প্রয়োজন নিজেদেরকে দক্ষ ও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন করে গড়ে তোলা । কারণ ফরেক্স মার্কেটে যদি নিজেকে দক্ষরুপে গড়ে তোলা না যায় তবে লাভের আশা না করে একটা শক্তিশালী মেথড অনুসরনের মাধ্যমে নিজের দক্ষতা সৃষ্টি করতে হবে ।
নতুন ট্রেডার হিসাবে আমার এই বিষয়ে তেমন কোনো ধারণা নেই । তকে আমার মনে হয় এই ব্যপারটা ঠিকই । প্লানিং করে ট্রেডিং না করলে লসের সম্ভবনা থাকে বেশি । সবকিছু যদি নীয়ম মতো মেনশন করে ট্রেড করা যায় তবে সেক্ষেত্রে আপনার টিপি হিট করার সম্ভাবনা বেড়ে যায় ।
ফরেক্সে টিকে থাকাতাই আসলে অনেক কঠিন ।এর জন্য এখানে ধৈর্য্য ধরে পড়ে থাকতে হবে, এখানে শ্রম দিতে হবে। তারপর দেখা যাবে ঠিকই আপনার অভিজ্ঞতা হয়ে গেছে। আর এখানে অভিজ্ঞতা থাকলে অনেক কিছু করা সম্ভব বলে আমি মনে করি। আপনাকে আগে ডেমো ট্রেড করতে হবে ।
ফরেক্স মার্কেটে নিম্নোক্ত বিষয় গুলো মেনে চললে লাভ বান হতে পারবেন।যথা-
১।মার্কেটে লোভ করা যাবে না
২।ওভার কনফিডেন্স বাদ দিতে হবে
৩।মানি ম্যনেজম্যন্ট বজায় রেখে ট্রেড করতে হবে
৪।একাউন্টের উপর সর্বোচ্চ ৫% রিস্ক নিতে হবে
৫।মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করতে হবে
আপনাকে একটা নিয়মের মধ্যে থেকে ট্রেড করে যেতে হবে। নিয়ম মেনে ট্রেড করলে আপনি ফরেক্স মার্কেটে ভাল কিছু করতে পারবেন। আপনার ট্রেডিং ভলিউমের পরিমান বব্জায় রাখা। সব সময় মার্কেট এনালাইসিস করা। প্রতিটি ট্রেডের আগে মার্কেটের গতি বিধি দেখে নেওয়া। সে অনুযায়ী টেক প্রফিট, স্টপ লস সেট করা। সারাদিন টার্মিনালের সামনে বসে না থাকা। মানি ম্যানেজমেন্ট বজায় রাখা। লোভ থেকে দূরে থাকা। নির্ধারিত সময় পরিমান ট্রেড করা ইত্যাদি।
আসলে আপনার প্রশ্নটি বুঝতে যথেস্ট কষ্ট হবে আমার মত অন্যদেরও তার পরও আমি যেভাবে বুঝেছি তার আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করছি,ফরেক্সে ট্রেড করে এখান থেকে প্রফিট লাভের কোন বিশেষ উপায় নেই একমাত্র পন্থা হল প্রোপার ফরেক্স ট্রেডিং জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতা।
ফরেক্স বিজনেসের মেনটেন করতে হয় লোভ । লোভ ছাড়া যে ট্রেডার ফরেক্স ব্যবসা করতে পারে সেই ট্রেডারই লাভবান হতে পারে । অতএব আমরা কখনোই লোভ করব না । লোভ মানুষকে অন্য অন্য কাজেও ক্ষতিগ্রস্থ করতে পারে । অতএব আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।