-
একাউন্ট ভেরিফাই করা ছাড়াও ট্রেড করা যায়। একাউন্ট ভেরিফাই করা ছাড়া ডিপোজিটও করা যায় তবে উত্তোলনের সময় ভেরিফাই করতে বলতে পারে ব্রোকার। তাই আগে একাউন্ট ভেরিফাই করাই ভাল। বেশিরভাগ ক্ষেত্রেই উত্তোলন এর সময় ভেরিফাই করতে গেলে ঝামেলায় পরতে হয়। আর যার একাউন্ট তারই কাগজপত্র হতে হবে।
-
ট্রেডিং একাউন্ট ভেরিফাই ছাড়া টাকা ডিপোজিট এবং ট্রেডিং সম্ভব, কিন্তু উইথড্রোয়াল সম্ভব নয়। আইডি ভেরিফিকেশনে একাউন্টের নাম ও আইডির নামে মিল থাকতে হয়, তবে বানান একটু এদক ওদাক হতে পারে। রেসিডেন্স ভেরিফিকেশনে একাউন্টের ঠিকানা ও ডকুমেন্টের ঠিকানায় মিল থাকতে হয়।
-
আপনি আপনার একাউন্ট ভেরিফাই না করে ফরেক্সে ট্রেড করতে পারবেন। ট্রেডিং এর সাথে আপনার একাউন্ট ভেরিফাইয়ের কোন সম্পর্ক নেই। তবে আপনি যদি ট্রেড করে প্রফিট উইথড্র করতে চান তবে অবশ্যই আপনার একাউন্ট ভেরিফাই হওয়া থাকতেঠবে। কারন ভেরিফায়েড একাউন্ট ব্যতীত আপনি ডলার উইথড্র করত্যে পারবেন না। ভেরিফাই হওয়ার জন্য আপনার কিছু ডকুমেন্টস লাগবে।
-
একাউন্ট ভেরিপাই করা ছাড়া আপনি ট্রেড করতে পারবেন কিন্তু এর মাধ্যমে আপনি আপনার আয় কুরা টাকা উত্তোলন করতে পারবেননা।তাই ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ ট্রেড করার আগে একাউন্ট ভেরিপাই করা বেশি জরুরি।একাউন্ট ভেরিপাই করা ছাড়া আপনি ট্রেড করতে পারবেন।আমি প্রথমে একাউন্ট ভেরিপাই করা ছাড়া ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ ট্রেড করা শুরু করি।তখন আমি দেখতে পাই যে আমি আমার আয় করা টাকা উত্তোলন করতে পারছিনা।
-
ফরেক্স মার্কেটে একাউন্ট করে তা ভেরিফাই ছাড়া ট্রেডিং করা যায় বিভিন্ন ফরেক্স ব্রোকারে তাই আমাদের ফরেক্স মার্কেটে একাউন্ট করে তা যদি ভেরিফাই করে নেই তাহলে আমাদের একাউন্ট ব্লক করা হবে না, তাই ভেরিফাই করতে হয়, অনেক ব্রোকারে ট্রেডিং করতে ভেরিফাই লাগে না।
-
একাউন্ট ভেরিফাই ছাড়া অবশ্যই ট্রেড করা সম্ভব । তবে আপনি যে উদ্দেশ্য ট্রেড করবেন তা পূরণ হবে না । এখানে উদ্দেশ্য বলতে বুঝাচ্ছি যে আপনি ট্রেড করেন লভ্যাংশ পাওয়ার প্রধান উদ্দেশ্য নিয়ে । কিন্ত যখন ভেরিফাই ছাড়া ট্রেড করবেন তখন আপনি যদি লাভ করেন তবে তার লভ্যাংশ উত্তলন করতে পারবেন না ।
-
অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেড করা যাবে কি না সেটা অনেকাংশ ব্রোকারের ওপর নির্ভর করে। কারন অনেক ব্রোকার আছে যারা ভেরিফাই ছাড়া ট্রেড করতে দেয় কিন্তু উইথড্র করতে দেয় না। আবার এমন ব্রোকার আছে যারা ভেরিফাই ছাড়া ডিপোজিট বা উইথড্র কিছুই করতে দেয়না অর্থাত ভেরিফাই ছাড়া ট্রেড করতে দেয়না। তবে ঝামেলা না করে ভেরিফাই করে ট্রেডিং করাই ভালো।
-
আমার জানা মতে ট্রেডিং শুরু করতে গেলে একাওন্ট ভেরিফাই করার দরকার পরে না।কিন্তু সমস্যা দেখা যায় টাকা ওত্তোলনের সময়। টাকা ওত্তোলন করতে গেলেই একাওন্ট ভেরিফিকেশন চায়।
-
বোনস অ্যাকাউন্টে ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেড করতে পারবেন ।তবে ডলার উত্তলন করতে পারবেন না । ডলার উত্তোলন করতে হলে আপনাকে আপনার অ্যাকাউন্ট কমপক্ষে ২য় লেভেলে উত্তিন্য হতে হবে । বিস্তারিত জানতে ইনস্টাফরেক্স এর ওয়েভসাইট চেক করতে পারেন ।
-
হ্যাঁ আপনি আপনার একাউন্ট ভারিফাই করা ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন।কিন্তু যখন আপনি আপানার আয় করা উত্তোলন করতে জাবেন তখন আপনি আপনার আয় করা টাকা উত্তোলন করতে পারবেননা।তাই আপনাকে ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করতে হলে আপনার একাউন্ট ভারিফাই করতে হবে।না হয় আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবেননা।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করার আগে আমার একাউন্ট কে ভেরিফাই করে ট্রেড শুরু করি।