-
ফরেক্স মার্কেটে নুন্যতম ৫$ দিয়েও ট্রেড শুরু করা যায়। তবে ৫$ মত পুজি নিয়ে ফরেক্স ট্রেডিং ব্যবসায় শুরু না করাই ভালো। কারন ফরেক্স মার্কেটে এমনভাবে আসতে হবে যাতে অতি দ্রুত ফরেক্স ত্যাগ না করা লাগে। এজন্য কম পুজি হলেও মিনিমাম ৫০$ পুজি নিয়ে ফরেক্স ট্রেডিং ব্যবসায় জয়েন করাই ভালো।
-
আপনি ফরেক্স এ নুন্যতম ১০ ডলার ও ডিপোজিট করতে পারেন । আপনি যদি ফরেক্স ট্রেডিং এ ভালো দক্ষ হয়ে উঠেন তাহলে আপনার ডিপোজিট বেশি হলে আপনার আয়ের পরিমাণও বাড়বে । জতবেসি ডিপোজিট হবে ততবেসি আয় করতে পারবেন।
-
ফরেক্স একটি বিজনেস সাইট এখানে ইনভেস্ট এ দরকার আছে কারন কন বিজনেস ইনভেস্ট ছাড়া হইই না। ফরেক্সে অনেক ইনভেস্ত করা যায়। কিন্তু ইনভেস্ট করলেই তো আর হবে না ট্রেডও করতে হবে। আমার মতে নতুন দের ১০০$ এর বেশী ইনভেস্ট না করা ভাল হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য সর্ব নিম্ন ১ডলার দারা ডিপোজিট করে ট্রেডিং করা যায় তার জন্য ফরেক্স মার্কেট এর সেন্ট একাউন্ট করতে হবে,তাই বলি ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হলে ১০০ ডলার ডিপোজিট করে ট্রেডিং করলে অনেক ভাল রিস্ক কমে যাবে।
-
আপনি চাইলে যত খুশি তত ডলার দিয়ে ট্রেড করতে পারেন।আমি মনে করি আপনি নুন্যতম ১০-১০০ ডলার নিয়ে ট্রেড করতে পারেন।আর বড় বড় ট্রেডাররা নুন্যতম ১০০০ ডলার দিয়ে ট্রেড করে থাকেন।আবার অনেক এ আছে ১ অথবা ২ ডলার দিয়েও ট্রেড করে।
-
আসলে বলতে কি ফরেক্স মার্কেটে আপনাকে এক ডলার দিয়ে ট্রেড করার সুযোক দিবে। কিন্তু আমি মনে করি আকজন ট্রেডার ট্রেড করার জন্য যত বেশি একাউন্টে ব্যলেন্স নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করবে ততই তার ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে খুব সহজ হবে। তাই আমি মনে করি কম কর হলেও ১০০$ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা উচিত।
-
ডেমো ট্রেডে যারা ভাল সাফল্য পেয়েছেন তারা ১০০$ ইনভেস্ট করতে পারেন প্রথমে রিয়েলে । মানি ম্যানেজমেন্ট এবং এনালাইসিস অনুসারে ট্রেড করলে এই ব্যালেন্স থেকেই ভাল প্রফিট করা যায় ।এখানে বিনিয়োগের চেয়ে নিজের অভিঞ্জতা আসল।
-
ফরেক্স মার্কেটে বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার । আপনি চাইলে ফরেক্স মার্কেটে নূন্যতম ১ ডলারও বিনিয়োগ করতে পারবেন । নতুন অবস্থায় আপনি ৫০ থেকে ১০০ ডলারের মধ্যে বিনিয়োগ সীমাবদ্ধ রাখুন । নতুন অবস্থায় ফরেক্স মার্কেটে বেশি বিনিয়োগ না করাই ভাল বলে আমি মনে করি । ফরেক্স মার্কেট সম্পর্কে আগে ভালভাবে পড়াশুনা করে অভিজ্ঞতা অর্জন করুন তারপর মার্কেটে বিনিয়োগ করুন । তাতে করে ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া সম্ভব ।
-
অনেক ব্রোকার আছে যেখানে আপনি নূন্যতম এক ডলার হলে ট্রেডিং শুরু করতে পারবেন । আবার অনেক ব্রোকার রয়েছে যেখানে আপনার কোন ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই । আপনি নো ডিপোজিট বোনাস নিয়ে ট্রেড শুরু করতে পারবেন । অবশ্য এ জন্য আপনাকে অনেক ধরনের শর্ত মেনে চলতে হতে পারে ।
-
ফরেক্স মার্কেটে যে কোন পরিমাণে আমরা ট্রেড করতে পারি । আর ফরেক্স মার্কেটে ট্রেডের লাভ লস নির্ধারণ করতে আমাদের বিনিয়োগ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । আর নূণ্যতম এক ডলারও ইনভেস্ট করতে পারে । তবে এক ডলার দিয়ে একসেকেন্ডও টিকে থাকতে পারবেন না । আর দীর্ঘ সময় ফরেক্সে টিকে থাকা অনেক বেশি গুরুত্বপুর্ণ । তাই একটা স্টান্ডার্ট পরিমাণ আমাদের ইনভেস্ট করতে হয় । তবে সে পরিমাণে ইনভেস্ট করতে পারলেই আমরা এখানে টিকে থাকতে পারব সেটা যেকোন পরিমানে হতে পারে ।