-
ফরেক্স বেবসায়ে উদ্বুদ্ধ করা একটি ভালো উদ্ধোগ.আমাদের সমাজে অনেকেই বেকার রয়েছে যারা সমাজের একপ্রকার বোঝা হয়ে রয়েছে......আবার অনেক এ ট্রেডিং সম্পর্কে জানলেও কিভাবে করতে হয় না জানে না.তাই আমরা এই উদ্যোগ রিয়ে সকল কে উপ্পার্জন এর বেবস্থা করাতে পারি এবং তাদের কে ট্রেডিং সম্পর্কে বিস্তারিত শিখাতে পারি.
-
ফরেক্স সবাইকে উদ্বুদ্ব করার আগে নিজের সফলতা অর্জন করুন কারন ফরেক্স মার্কেটে আসার আগে ফরেক্স সম্পর্কে একটা তথ্য পরলাম ফরেক্স মার্কেটে 95% ট্রেডার লস করে । আমাদের কে বঝতে হবে ফরেক্স দেখতে যত সহজ বাস্তবে 95% লুজার সেটা আমাদের কে মাথায় রাখতে হবে । আপনাদের এই সম্পর্কে পরামর্র্শ চাই ।
-
ফরেক্স ব্যাবসা বর্তমানে অনলাইনে সেরা ব্যাবসা বলা যায় কারন ফোরামে কাজ করে আমরা ফরেক্স শিখতে পারি এবং ফোরামের মাধ্যমে আমরা আয় করতে পারি। ফোরামে কাজ করে বোনাস দিয়ে রিয়াল মার্কেটে ট্রেড করা যায় এর চেয়ে সুন্দর ব্যাবসা আর হতে পারেনা। তবে আমাদের ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে তারপর বন্ধুদের মাঝে ছরিয়ে দেওয়া তারা যেন ফরেক্স থেকে ভাল আয় করতে পারে।
-
ফরেক্স ব্যবসা স্বাধীন এবং সবার জন্য উন্মুক্ত। তাই আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু-বান্ধব যারা ফরেক্স সম্পর্কে অজ্ঞ তাদের ফরেক্স সম্পর্কে জানাতে পারি এবং এই পেশা উদ্বুদ্ধ করতে পারি। এতে তারা যেমন উপকৃত হবে তেমনি আমাদের একটি প্রধান ও জাতীয় সমস্যা বেকার কিছুটা হলেও দূর হবে। তাই ফরেক্স ব্যবসায় আমাদের জানাশুনে সবাইকে আমন্ত্রণ করা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি।
-
আমরা ফোরামে কাজ করে বোনাস দিয়ে রিয়াল মার্কেটে ট্রেড করতে পারি । এর চেয়ে সুন্দর ব্যাবসা আর হতে পারেনা। তবে আমাদের ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে তারপর বন্ধুদের মাঝে ছরিয়ে দেওয়া তারা যেন ফরেক্স থেকে ভাল আয় করতে পারে।
-
আসলে আমি ফরেক্স সম্পর্কে কোন ব্যাপাকভাবে শুনিনি । প্রথমে একজন বড় ভাইয়ের কাছে ফরেক্স করতে দেখে আমি কৈতুহল বশত জিজ্ঞান করেছিলাম কিভাবে ফরেক্স ট্রেডিং করে আর সেখান থেকেই শুরু আমার ফরেক্স ট্রেডিং লাইফ । তবে আমি মনে করি যে বাংলাদেশে ফরেক্স এর বিস্তার ব্যাপাকভাবে লক্ষ্য করা যাচ্ছে না । তাই আমাদের উচিত যারা এই পেশার সাথে যুক্ত অাছি তারা চাইলে অনেক বেশি মানুষকে এই পেশার সাথে যুক্ত করে তাদের স্বাবলম্বি করতে পারি ।
-
ফরেক্স মার্কেটে আমি নিজে যেহেতু ার একজনের কথাই উতসাহিত হয়ে এসেছি তাই আমিও অন্যকেও উতসাহিত করতে পারি । এতেকরে আমাদের নিজেদের সাবলম্বি করার পাশাপাশি সমাজের আরও মানুষ কে সাবলম্বি হতে সহযোগিতা করবে । এছাড়াও এখানে বিনিয়োগ ছাড়া এবং সুদ মুক্ত ব্যাবসার সুজগ আছে তাই আমরা ফরেক্স মার্কেটে কাজ করতে আগ্রহী তাদেরকে উদবুধ্য করতে পারি।
-
অামার মতে এখানে সবাইকে জড়াতে উদ্বুদ্ধ না করাই ভালো । কেননা এখান থেকে প্রফিট বের করতে হলে আপনাকে প্রচুর জানতে হবে । তার পাশাপাশি বড় ধরনের লসেরও ফেস করতে হবে । যেটা আমাদের দেশের অনেকেরই হয়তো নাই । কিনবা থাকলেও একবার মূলধন হারালে পরের বার আর ডিপোজিট দিতে পারেনা ।
-
অবশ্যই ফরেক্স ব্যবসায় সবাইকে উদ্ধুদ্ধ করলে অবশ্যই এ দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হতো । সুতরাং আমাদের সকলকে এই ব্যবসার জন্য উৎসাহ প্রদান করতে হবে তাহলেই আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারব ।
-
ফরেক্স ব্যাবসা করতে সবাইকে আমি উতসাহ দিয়ে ফরেক্স ট্রেডিং করার একাউন্ট খুলে দেয় যাতে তারা নিজে নিজেই অনেক অর্থ ইনকাম করে দেশের মধ্যে উন্নতি করতে পারে তাই আমি ফরেক্স মার্কেটকে আয়ের উতস্য হিসেবে বলে থাকি,আমি মনেকরি যারা বেকার তারা ফরেক্স মার্কেটে ট্রেডিং করে বেকার সমস্যা সমাধান করতে পারে।