-
ফরেক্স মার্কেটে সোয়াপ বলতে আমরা সুদকে বুঝে থাকি,যদি আমরা ডিপোজিট করে টট্রেডিং করে থাকি,তাই আমাদের ফরেক্স মার্কেটের লিভারেজ নিয়ে ট্রেডিং করতে হয়, তাই আমাদের সেই লিভারেজের উপরে সুদ দিতে হয়,তাকে সুয়াপ বলে,ফরেক্স মার্কেটে সোয়াপ ফ্রি করে নিলে আর দিতে হয়না।
-
ফরেক্স ব্যবসা করতে হলে আমরা দুুই রকম করতে পারি । একটি হল সুদমুক্ত আর অন্যটি হল সুদযুক্ত । যেহেতু আমরা মুসলিম সন্তান সেহেতু আমরা অবশ্যই সুদমুক্ত এ্যাকাউন্ট করার চেষ্টা করব । আমরা যদি সুদমুক্ত এ্যাকাউন্ট করি তাহলে আমাদের আর কোন প্রকার সমস্যায় পড়তে হবে না । সুতরাং আমরা সকলেই এই ব্যবসা করার জন্য সোয়াপমুক্ত এ্যাকাউন্ট কর নেব ।
-
সোয়াপ হলো ফরেক্স ব্যবসায় লাভ বা লসের উপর একধরনের সুদ। অনেক ফরেক্স ট্রেডার সোয়াপ নিয়ে থাকে। তবে আমি সোয়াপ নেয় না কারন আমি সুদের টাকা নেওয়া পছন্দ করি না। তাই আমি সোয়াপ ফ্রি একাউন্ট ওপেন করেছি। সোয়াপ নিয়ে একাউন্ট খোলা মানে বেশি করে লিভারেজ নিওয়া আর বেশি লেভারেজ নিয়ে ট্রেড করা অনেক রিস্কি তাই আমি সোয়াপ ফ্রি একাউন্ট ব্যবহার করি।
-
আমি যতদূর জানি এইটি ট্যাক্স এর মতো। যত দিন যায় তত ফি যোগ হতে থাকে। কিন্তু (-) সবগুলোতে থাকে না কিছুতে আবার (+) হিসেবে যোগ হয়। আমি এই ব্যাপার টা এখনো ভালভাবে জানি না। কেউ যদি এইটি ভালভাবে জানেন তাহলে অবশ্যই জানাবেন। এই ফোরাম থেকে অনেক কিছু শিখেছি। আশা করি এইটির সম্পর্কে এই ফোরাম থেকেই জানতে পারব।
-
ফরেক্স এ সোয়াপ হচ্ছে সুদ । তাই আমি সয়াপের কোনো সুবিধা নিয়ে আলাপ করতে চাই না বা কোনো সুবিদা দেখতে পাই না । আমি একজন মুসলিম হিসাবে সুদ আমার জন্য হারাম তাই আমি একটি সোয়াপ মুক্ত ফরেক্স একাউন্ট খুলেছি ও তার মাধ্যমে ই আমি আমার ট্রেড করে থাকি । আমি ধন্যবাদ জানাতে চাই ঐসব ব্রোকার দের যারা আমাদের মুসলমান ভাইদের জন্য সোয়াপ ফ্রি একাউন্ট খুলার ব্যবস্থা রেখেছেন তা না হলে ফরেক্স এ বিনিযোগ করা আমাদের জন্য সম্ভব হত না । আমি সোয়াপ মুক্ত একাউন্ট খুলতে পেরে খুব ই আনন্দিত ও গর্বিত ।
-
ফরেক্স এ সোয়াপ বলতে সুদ বুঝায়। আপনার ট্রেডটি ওপেন করার পর ট্রেড এর কন্ডিশন অনুযায়ী ব্রোকার ঐ ট্রেড এর উপর একটি নির্দিষ্ট শতকরা হিসেবে টাকা কাটে বা দেয়, ঐ টাকা কে সোয়াপ বা সুদ। সুদ মুসলমানদের জন্য হারাম । তাই একাউন্ট টি সোয়াপ ফ্রি বা সুদ মুক্ত করে নিন ।
-
ফরেক্স এর ভাষায় আমরা সোয়াপ বলতে সুদ কে বুঝে থাকি । আপনি যখন কোনো ট্রেড ওপেন করবেন তখন থেকেই আপনি সোয়াপের আওতাভুক্ত হয়ে যাবেন । তবে একজন মুসলিম হিসাবে আমাদের সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করা দরকার বলে আমি মনে করি । আমি নিজেও সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করি ।
-
আমরা যারা ফরেক্স ট্রেড করি তারা সবাই জানি যে সুদ খুব খারাপ ।আমরা জানি সুদ খাওয়া হারাম । তাই ফরেক্স ট্রেড আমি সােয়াপের কােন উপকার দেখছিনা । আমি সোয়াপ ছাড়া আমার ফরেক্স মার্কেটে ট্রেড করি । একটি সুদ মুক্ত ফরেক্স একাউন্ট ওপেন করেছি । আমি মনেকরি সুদ নিয়ে আমাদের কোন লাব নাই বরং আমরা যদি সুদ সহ একাউন্ট ওপেন করি ।
-
ফরেক্স মার্কেটে সোয়াপ শব্দটির অর্থ হলো প্রতিটি ট্রেডের উপর সুদ নেওয়া৷আমরা যারা ইসলামীক মাইনডেড তারা একাউন্ট ওপেনের সময়ই সোয়াপ ফ্রী একাউন্ট সিলেক্ট করি৷আসলে সঠিক ভাবে প্রফিটেবল ট্রেড করতে পারলে এই সোয়াপ বা বাড়তি সুদের কোনোও প্রয়োজন পড়ে না৷
-
ফরেক্স এ সোয়াপ বলতে সুদ বুঝায়। আপনার ট্রেডটি ওপেন করার পর ট্রেড এর কন্ডিশন অনুযায়ী ব্রোকার ঐ ট্রেড এর উপর একটি নির্দিষ্ট শতকরা হিসেবে টাকা কাটে বা দেয়, ঐ টাকা কে সোয়াপ বা সুদ। সুদ মুসলমানদের জন্য হারাম । তাই একাউন্ট টি সোয়াপ ফ্রি বা সুদ মুক্ত করে নিন ।