-
কেন্ডেল আমি মনেকরি ফরেক্স মার্কেটের সব চাইতে রিলাইবল একটি ইন্ডিকেটর। যদি কেউ ফরেক্স মার্কেটের ইন্ডিকেটর ভাল করে চিন্তা ভাবনা করে ট্রেড করতে পারে তবে আমি মনে করি সে অনেক ভাল করতে পারবে এই ফররেক্স মার্কেটে। তাই আমি মনে করি ভাল করে কেন্ডেল স্টিক ব্যবহার্র করে আয়েত্ত করা।
-
ক্যান্ডেলস্টিক চার্টে আপনি দু’ধরনের ক্যান্ডেল পাবেন, একটি হল বায় ক্যান্ডেল এবং আরেকটি হল সেল ক্যান্ডেল। বায় ক্যান্ডেল সাধারণত(Green or May be Hollow) এবং সেল ক্যান্ডেল (Red or May be Filled) কালার হয়ে থাকে। অবশ্য আপনি চাইলে আপনার পছন্দমত কালারে সাজাতে পারেন। ক্যান্ডেল এর মুল বডি’র উপরে-নিচে যে দুটি রেখা থাকে সেগুলোকে Shadow বলা হয়, উপরেরটিকে আপার শেডো এবং নিচের টিকে লওয়ার শেডো বলা হয়।
-
প্রতিটা ক্যান্ডেলই কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশ তরে থাকে । সাধারনতো ক্যান্ডেল দেখেই ট্রেডাররা ট্রেডে এন্ট্রি নিয়ে থাকে । আপনি ক্যান্ডেল এর গঠন আকৃতি দেখে বুঝতে পারবেন মার্কেট কোন দিকে মোভ করবে । অাপনি যদি ভালোভাবে ক্যান্ডেলগুলো বুঝকে পারেন তাহলে আপনি সঠিক পয়েন্টে ট্রেড ওপেন ও ক্লোজ করতে পারবেন ।
-
ক্যান্ডেলের এর মাধম্যে অনেক সময় অনেক মুভমেন্ট সম্পর্কে ভাল ধারনা পাওয়া যায় । আবার ক্যান্ডেল অনেক সময় অনেক ভুল সিগন্যাল দেয় । এজন্য শুধু ক্যান্ডেল ব্যবহার না করে এর সাথে সাথে অন্যান এনালাইসিসও ব্যবহার করা যায় । যেটা খুব ভাল ফলাফল দেয় । তা্ই এব্যাপারে আরও সচেতন হতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কেন্ডেলস্টিক দেখে ট্রেড করতে হয়। এইখানে অনেক ধরনের ক্যান্ডের দেকে থাকি। যেটা উপরের দিকে সেটাকে আমরা বুরস ক্যান্ডেলস্টীক বলি আর বুলস ক্যান্ডেলস্টীক দেখে আমরা বাই করি। এবং যে ক্যান্ডেলস্টীক নিচের দিকে নামে সেটাকে আমরা বেরিস ক্যান্ডেল বলি এই ক্যান্ডল এর উপর এনালাইসিস করে সেল করে থাকি।
-
আমি যতটুকু জানি ক্যান্ডেলস্টিক চার্টে আপনি দু’ধরনের ক্যান্ডেল পাবেন, একটি হল বায় ক্যান্ডেল এবং আরেকটি হল সেল ক্যান্ডেল। বায় ক্যান্ডেল সাধারণত(Green or May be Hollow) এবং সেল ক্যান্ডেল (Red or May be Filled) কালার হয়ে থাকে। অবশ্য আপনি চাইলে আপনার পছন্দমত কালারে সাজাতে পারেন। ক্যান্ডেল এর মুল বডি’র উপরে-নিচে যে দুটি রেখা থাকে সেগুলোকে Shadow বলা হয়, উপরেরটিকে আপার শেডো এবং নিচের টিকে লওয়ার শেডো বলা হয়।
-
ফরেক্স যগত টাই ক্যান্ডেল নির্ভর। ক্যন্ডেল ছাড়া ফরেক্স এর কথা কল্পনা ও করা যায় না। প্রতিটি ক্যন্ডেল একটা একটা নির্দেশক একটা লাভলসের পয়েন্ট। তাই বলা যায় ক্যন্ডেল ফরেক্স এর নির্দেশক
-
ফরেক্স মার্কেট এ আমরা কি ভাবে ট্রেড করবো সে দিক নির্দেশনা আমাদের কে কেন্ডেলস্টীক দিয়ে থাকে।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর অবস্থা সম্পর্কে জান্তে পারি।ফরেক্স মার্কেট এ ভিবিন্ন প্রকার কেন্ডেলস্টিক রয়েছে।যখন ফরেক্স মার্কেট সম্পর্কে কোন নিউজ থাকেনা তখন আমরা এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আমরা সাধারণত ৫০% ভরসা কেন্ডেলস্টিক এর উপর করি।কারন এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর অবস্থা সম্পর্কে ধারণা পেতে পারি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কেন্ডেলস্টিক চর্ট প্যাটার্ন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি।আমা যদি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন ভালোভাবে বিশ্লেষণ বা এনালাইসিস করতে পারি তাহলে খুব সহজেই প্রফিটেবল ট্রে আমরা করতে পারবে।ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ননের মাধ্যমে আমরা খুব সহজেই ফরেক্স মর্কেটের গতিবিধি অনুমান করতে পারি।তাই ফরেক্স মার্কেটে প্রায় সব ট্রেডার ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন এর মাধ্যমে ট্রেড করে থাকে।
-
ক্যান্ডেল ফরেক্স মার্কেটের প্রতিমুহুর্তের বাজার উঠানমা করার সেমবল নির্দেশ করে। বাজার যেদিকেই যাক আপ বা ডাউন বাজার সেদিকেই ক্যান্ডেল নিরেদশ করভে। ক্যান্ডল ধেখে আমরা ফরেক্সের মুভমেন্ট সম্পর্কে আগের এবং ভবিষ্যতের নিরেদশনা পাই। তাই ক্যান্ডেল আনালাইসিস করা অত্যান্ত জরুরী।