-
ফরেক্স মার্কেটে মার্জিন এবং ফ্রি মার্জিন একটি গুরুত্বপূর্ন বিষয় । মার্কেটে ট্রেড করার জন্য এই দু্*ুইটির উপর ধারনা তাকতে হবে । মার্কেটে কোন একট ট্রেড লসের সম্মুখিন হলে আপনার একাউন্টের মার্জিন কমে যাবে । অার আপনার মার্জিন কমে গেলে আপনি কোন ট্রেড ওপেন করতে পারবেন না ।
-
আমার জানামতে আপনি যে লট সাইজের ট্রেড অপেন করবেন লিভারেজ অনুযায়ী তার ক্রয়মূল্যই হল মার্জিন। আর এই অংশ ও অই ট্রেডে লাভ/ ক্ষতির অংশ বাদ দিয়ে আপনার মুলধন এর যেটুকু অবশিষ্ট থাকে তাই হল ফ্রি মার্জিন। এই ফ্রি মার্জিন থেকে আপনি আবারো ট্রেড অপেন করতে পারবেন কিন্তু লট সাইজের দাম লিভারেজ অনুযায়ি ফ্রি মার্জিনের কম হতে হবে। আমার জানায় হয়ত ভুল থাকতে পারে, শুধরে দেয়ার অনুরোধ রইল।
-
মার্জিন এবং ফ্রি মার্জিন হল ট্রেড সহায়ক একটি ব্রোকার কমিশন একটি ট্রেড ওপেনের পর ঐ অ্যাকাউন্টের ডিপোর্জিটের উপর ভিত্তি করে ব্রোকার ট্রেডারকে মার্জিন এবং ফ্রি মার্জিন প্রদান করে থাকে। আর মার্জিন এবং ফ্রি মার্জিন হল সেই জিনিস যা না থাকলে আপনি ককনই ট্রেড করতে পারবেন না অর্থাত আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যথেষ্ট রয়েছে কিন্তু মার্জিন এবং ফ্রি মার্জিন একেবারেই নেই তা হলে আপনি আপনার ঐ অ্যাকাউন্ট ব্যারেন্স দিয়ে কখনই ট্রেড করতে পারবেন না্
-
আমি মনে করি মার্জিন ও ফ্রী মার্জিন ফরেক্সের দুইটি খুবই গুরুত্বপূর্ন টার্মস। মার্জিন হলো আপনি যে লট ব্যবহার করছেন তা আপনার একাউন্টের যতটুকুর সমান সেটা বোঝায়। আর ফ্রী মার্জিন হলো আপনার একাউন্টের আর যতটুকু আপনি ব্যবহার করতে পারবেন সেটাকে বোঝায়।
-
মারজিন হলো বিনিয়োগ নিরদেশক কত লটে কত বিনিয়োগ হলো আর । আর ফ্রী মারজিন হলো বিনিয়োগের পর আর কত ব্যালেন্স আপনার রইল । প্রফিট হলে ফ্রী মারজিন বাড়তে থাকে । আর লস হলে ফ্রী মারজিন কমতে থাকে ।
-
আমার জানামতে বেশ দরকারি একটা জিনিস হল এই মার্জিন এবং ফ্রি মার্জিন এর হিসাব। আপনি আপনার ব্যলান্স এবং লিভারেজ এর কতটুকু ব্যবহার করেছেন এবং কতটুকু ফ্রি আছে। আসলে যে বস্তুটা পার্সেন্ট আকারে থাকে তাই মার্জিন লেভেল। মনে রাখবেন মার্জিন লেভেল ১০০% এর নিচে আসা মানেই রিক্স শুরু।
-
ট্রেডে এন্ট্রী করার জন্য আপনার ট্রেডিং একাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স বা পুঁজিকে মার্জিন বলা হয়৷ট্রেডে এন্ট্রী করার পরে প্রাইস মুভমেন্টের ফলে প্রতিনিয়ত এই মার্জিন কম/বেশি হতে থাকবে৷পরবর্তীতে আরো একাধিক ট্রেড ওপেন করার জন্য অবশিষ্ট ব্যালেন্স বা পুঁজিকেই ফ্রী মার্জিন বলা হয়৷
-
মার্জিন হল বর্তমানে আপনার যতগুলো ট্রেড চালু আছে তার জন্য আপনার বিনিয়োগ কত ডলার করা হয়েছে তার মোট যোগফল। যদি আপনার ১০ টি ট্রেড চালু থাকে আর তাতে প্রতিটি ট্রেডের জন্য যদি আপনার অপরিহার্য মার্জিন ১০ ডলার করে ব্যবহার হয় তাহলে বর্তমানে আপনার মার্কিন হল ১০০ ডলার।
মার্জিন হিসাব করার সুত্র হল margin= 1=10000( 10000*curccey price/levarege)।
ইকুইটি থেকে মার্জিন বাদ দিলে যে পরিমাণ থাকে তাকে ফ্রি মার্জিন বলে। ফ্রি মার্জিন হচ্ছে আপনার ইনভেস্ট করা ক্যাপিট্যাল এবং আপনার লেভারেজের একটি অনুপাত ফ্রি মার্জিন অর্থ হল আপনি আর কত ডলার বিনিয়োগ করতে পারবেন। যে পর্যন্ত আপনার ফ্রি মার্জিন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি যত খুশি তত ট্রেড করতে পারবেন।
-
মার্জিন ও ফ্রি মার্জিন দিয়ে আপনার ব্যালেন্সের লিমিট কে বোঝানো হয় । মার্জিন টা মূলত আপনার ব্যালেন্স অনুযায়ী কত লটে ট্রেড করতে পারবেন তাকে বোঝানো হয় বা নির্দেশ করা হয়। আর ফ্রি মার্জিন টা হল আপনার ট্রেড ওপেন করার পর তা লাভ এ আছে বা লসে আছে তার উপর নির্ভর করে ব্যালেন্স থেকে কি পরিমান লাভ বা লসে আছে এই ব্যবধান কে নির্দেশ করে ফ্রি মার্জিন।
-
ফরেক্স ট্রেডিং এ মার্জিন এবং ফ্রি মার্জিন বলতে বোঝায় আপনার ব্যালান্সের লিমিট নির্দেশক। এর দ্বারা আপনি বুঝতে পারবেন আপনি আর কতটুকু লটে ট্রেড ওপেন পারবেন।আপনি যখন প্রফিট করতে থাকেন তখন আপনার মার্জিনও বাড়তে থাকে।আবার যখন লস করতে থাকবেন তখন মার্জিন লেভেল কমতে থাকে।